Ajker Patrika

ছেলেদের শাস্তি চেয়ে থানায় বৃদ্ধের কান্না

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ০৯
ছেলেদের শাস্তি  চেয়ে থানায় বৃদ্ধের কান্না

যশোরের মনিরামপুরে তিন ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে নির্যাতনের অভিযোগ দিয়েছেন ৮৩ বছর বয়সী দীন মোহাম্মদ নামের এক বৃদ্ধ। অভিযুক্ত ছেলেদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। থানায় অভিযোগ করার সময় কয়েকবার কান্নায় ভেঙে পড়েন এই বৃদ্ধ।

তিনি গত সোমবার দুপুরে মনিরামপুর থানায় উপস্থিত হয়ে এ অভিযোগ দেন। বৃদ্ধের অভিযোগ, তাঁর চার ছেলের মধ্যে তিনজন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

বৃদ্ধ দীন মোহাম্মদ উপজেলার হোগলাডাঙা গ্রামের বাসিন্দা। তিনি পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক। অভিযুক্তরা হলেন, বড় ছেলে হোগলাডাঙা দাখিল মাদ্রাসার শিক্ষক কুদ্দুস আলম, সেজ ছেলে রবিউল ইসলাম ও ছোট ছেলে ফারুক মিয়া।

দীন মোহাম্মদ বলেন, ‘পোস্ট অফিসে পিয়নের কাজ করে চার ছেলেকে শিক্ষিত করেছি। এখন বৃদ্ধ বয়সে ছেলেরা আমারে মারতি আসে। মাঠে কাজে যেতে বলে। ১০-১৫ বছর ধরে ওরা আমার ওপর নির্যাতন চালিয়ে আসছে।’

বৃদ্ধের বড় ছেলে কুদ্দুস আলম বলেন, ‘কয়েক দিন ধরে বাবা কড়া ওষুধ খাচ্ছেন। এ জন্য ওনার মাথা গরম হয়ে যাচ্ছে।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দীকি অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত