দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি মডেল ইউনিয়নে একটি রাস্তা নির্মাণ করতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয় অনেকের অভিযোগ, ঠিকাদারের লোকজন জোর করে পাশের কৃষি জমির মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ করছে। এতে জমির ফসল নষ্ট ও রাস্তার পাশে খাল-ডোবার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারিভাবে ঘোষিত মডেল ইউনিয়ন সাপধরির দিঘাইড় গ্রাম থেকে ইন্দুল্লামারী হয়ে ভাংবাড়ী পর্যন্ত মাটি কেটে আড়াই কিলোমিটার নতুন রাস্তা নির্মাণসহ পাঁচটি বক্স কালভার্ট নির্মাণের অনুমোদন দেয় সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ৯৫৬ টাকা। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, মাটিকাটার যন্ত্র (ভ্যাকু) বসিয়ে রাস্তা ঘেঁষে মাটি কাটা হচ্ছে। নির্মাণাধীন রাস্তাটির পাশ থেকে স্থানীয় শতাধিক ব্যক্তির জমির ফসল নষ্ট করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে ছয়-সাত ফুট গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। রাস্তা ঘেঁষে মাটি উত্তোলন করায় জমির বড় অংশই এখন খাল-ডোবায় পরিণত হয়েছে। সেখানে আর ফসলের আবাদ করা সম্ভব হবে না বলে অভিযোগ জমির মালিকদের।
তাঁদের অভিযোগ, ঠিকাদার কোনো রকম যোগাযোগ না করেই জোর করে মাটি কেটে নিচ্ছে। মাটির দাম বাবদ কোনো টাকা বা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ফসলি জমি থেকে মাটি কাটায় বাধা দিলে হয়রানিমূলক মামলা দেওয়াসহ নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছে ঠিকাদারের লোকজন।
স্থানীয় বাসিন্দা কৃষক হাফিজুর বলেন, ‘আমি ৬০ হাজার টাকা দিয়ে এক বিঘা জমি ইজারা নিয়ে ভুট্টার চাষ করেছি। কিন্তু ঠিকাদারের লোকজন ভুট্টা খেত নষ্ট করে জোর করে মাটি কেটে নিচ্ছে।’
সাপধরী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমার ফসলি জমি নষ্ট করায় বাঁধা দিতে গেলে ঠিকাদারের লোকজন মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিয়েছে।’
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘রাতের আঁধারে গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে আমাদের জমির ফসল নষ্ট হচ্ছে।’
সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি বলেন, ‘দূর থেকে মাটি না এনে রাস্তার দুপাশে ভ্যাকু মেশিন বসিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। যা কার্যাদেশ বহির্ভূত।’
সাপধরী ইউপি চেয়ারম্যান শাহা আলম মণ্ডল বলেন, ‘রাস্তার পাশ থেকে মাটি উত্তোলন করায় রাস্তার দুপাশে এখন খাল-ডোবার সৃষ্টি হয়েছে। যার ফলে রাস্তা নির্মাণকাজ শেষ হতে না হতেই রাস্তাটি দ্রুত ধসের পড়ার আশঙ্কা রয়েছে।’
অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা বলেন, ‘পরে কথা হবে। এখন ব্যস্ত আছি।’
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘জোর করে ফসলি জমি থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ার নিয়ম নেই। যেভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে, সেটা সঠিক নয়। রাস্তাটি টিকবে না। এলজিইডি বিভাগের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, ‘কাছ থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ার বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, ‘প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিষয়টি এলজিইডি বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি মডেল ইউনিয়নে একটি রাস্তা নির্মাণ করতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয় অনেকের অভিযোগ, ঠিকাদারের লোকজন জোর করে পাশের কৃষি জমির মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ করছে। এতে জমির ফসল নষ্ট ও রাস্তার পাশে খাল-ডোবার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারিভাবে ঘোষিত মডেল ইউনিয়ন সাপধরির দিঘাইড় গ্রাম থেকে ইন্দুল্লামারী হয়ে ভাংবাড়ী পর্যন্ত মাটি কেটে আড়াই কিলোমিটার নতুন রাস্তা নির্মাণসহ পাঁচটি বক্স কালভার্ট নির্মাণের অনুমোদন দেয় সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ৯৫৬ টাকা। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, মাটিকাটার যন্ত্র (ভ্যাকু) বসিয়ে রাস্তা ঘেঁষে মাটি কাটা হচ্ছে। নির্মাণাধীন রাস্তাটির পাশ থেকে স্থানীয় শতাধিক ব্যক্তির জমির ফসল নষ্ট করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে ছয়-সাত ফুট গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। রাস্তা ঘেঁষে মাটি উত্তোলন করায় জমির বড় অংশই এখন খাল-ডোবায় পরিণত হয়েছে। সেখানে আর ফসলের আবাদ করা সম্ভব হবে না বলে অভিযোগ জমির মালিকদের।
তাঁদের অভিযোগ, ঠিকাদার কোনো রকম যোগাযোগ না করেই জোর করে মাটি কেটে নিচ্ছে। মাটির দাম বাবদ কোনো টাকা বা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ফসলি জমি থেকে মাটি কাটায় বাধা দিলে হয়রানিমূলক মামলা দেওয়াসহ নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছে ঠিকাদারের লোকজন।
স্থানীয় বাসিন্দা কৃষক হাফিজুর বলেন, ‘আমি ৬০ হাজার টাকা দিয়ে এক বিঘা জমি ইজারা নিয়ে ভুট্টার চাষ করেছি। কিন্তু ঠিকাদারের লোকজন ভুট্টা খেত নষ্ট করে জোর করে মাটি কেটে নিচ্ছে।’
সাপধরী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমার ফসলি জমি নষ্ট করায় বাঁধা দিতে গেলে ঠিকাদারের লোকজন মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিয়েছে।’
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘রাতের আঁধারে গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে আমাদের জমির ফসল নষ্ট হচ্ছে।’
সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি বলেন, ‘দূর থেকে মাটি না এনে রাস্তার দুপাশে ভ্যাকু মেশিন বসিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। যা কার্যাদেশ বহির্ভূত।’
সাপধরী ইউপি চেয়ারম্যান শাহা আলম মণ্ডল বলেন, ‘রাস্তার পাশ থেকে মাটি উত্তোলন করায় রাস্তার দুপাশে এখন খাল-ডোবার সৃষ্টি হয়েছে। যার ফলে রাস্তা নির্মাণকাজ শেষ হতে না হতেই রাস্তাটি দ্রুত ধসের পড়ার আশঙ্কা রয়েছে।’
অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা বলেন, ‘পরে কথা হবে। এখন ব্যস্ত আছি।’
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘জোর করে ফসলি জমি থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ার নিয়ম নেই। যেভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে, সেটা সঠিক নয়। রাস্তাটি টিকবে না। এলজিইডি বিভাগের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, ‘কাছ থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ার বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, ‘প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিষয়টি এলজিইডি বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫