ফারুক মেহেদী, ঢাকা

করোনায় বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার সুযোগে ব্যাংকগুলো বিপুল অঙ্কের পরিচালন মুনাফা করেছে। এর মধ্যে কয়েকটি দুর্বল ব্যাংক দ্বিগুণ মুনাফা করেছে। অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংকে প্রভিশন রাখতে হিমশিম খেলেও হিসাবের মারপ্যাঁচে এখন লাভজনক ব্যাংক! প্রশ্ন উঠেছে এ মুনাফার বাস্তব রূপ নিয়ে। এরই মধ্যে শীর্ষ ব্যাংকার, বিশ্লেষকেরা এটাকে কৃত্রিম মুনাফা বা মুনাফার ফানুস বলে অভিহিত করেছেন। নীতি সহায়তার ফাঁক গলে বাড়তি মুনাফা করলেও বিষয়টি এমন হতে পারে যে, মুনাফা না করেও মুনাফার জন্য কর ও ডিভিডেন্ডের খড়গ পড়বে ব্যাংকের ঘাড়ে। এমন আশঙ্কাই প্রকাশ করেছেন কয়েকটি ব্যাংকের শীর্ষ নির্বাহী। অবশ্য কর কম দিতে তারা প্রকৃত হিসাবে নেট মুনাফা কমিয়ে দেখায় কি না, এ দুশ্চিন্তায় আছে কর বিভাগ।
এ ব্যাপারে ব্যাংকারদের সংগঠন–এবিবির সাবেক প্রেসিডেন্ট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকগুলো বাড়তি মুনাফা দেখিয়েছে সত্য। তবে প্রভিশনের পর কর-পরবর্তী পরিস্থিতি না দেখে বাস্তব চিত্র বোঝা যাবে না। তিনি বলেন, ‘কোনো কোনো ব্যাংক দেখলাম সাড়ে তিন শ কোটি টাকার মুনাফাকে সাত শ কোটিতে নিয়ে গেছে। এত মুনাফা কীভাবে করল? এক বছরে সে কী এমন করল, ব্যালান্সশিটে কিছু নেই, তাহলে কী করল যে মুনাফা দ্বিগুণ হয়ে গেল? এটা নিঃসন্দেহে একটা ইস্যু।’
ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, প্রথমে আমাদের ব্যাংকের হেলথ ঠিক রাখতে হবে। নীতি সহায়তার জন্য পরিচালন মুনাফাটা বেড়েছে। এর সঙ্গে অবশ্য অনেক ব্যাংক ব্যবসাও করেছে। যেমন আমি আমার ব্যাংকের কথা বলতে পারি। এ বছর আমাদের ঋণ আদায়টা ভালো হয়েছে। অন্যান্য খাতেও আমরা ভালো মুনাফা করেছি। যেসব ব্যাংকে সুশাসন আছে। যারা গ্রাহকদের প্রবৃদ্ধি চায়, তারা হয়তো ব্যাংকের ভবিষ্যতের জন্য নিজেরাই কিছু বাড়তি প্রভিশন রাখবে। এ বছর অবশ্য অনেক ব্যাংকের ঋণ প্রবাহ ভালো ছিল। প্রায় সব ব্যাংকেরই বাণিজ্য থেকেও ভালো আয় হয়েছে।’
বেশি মুনাফা হলে বেশি কর পাবে এনবিআরের আয়কর এলটিইউ। কিন্তু বাস্তবতা হলো, ব্যাংকগুলো বাড়তি কর না দিতে নানান দিকে সুযোগ খুঁজতে পারে, এমন আশঙ্কা করছেন এলটিইউর কর্মকর্তারা। এ ব্যাপারে এনবিআরের এলটিইউর কমিশনার মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাদের পরিচালন মুনাফা। তারা এখন বাংলাদেশ ব্যাংকে প্রভিশন রাখবে। একটি অংশ ক্যাপিটাল গেইন হিসেবে দেখিয়ে কর ছাড় নেবে। সবকিছুর পর যেটুকু দেখাবে সেটার ওপর আমরা হয়তো কর দাবি করব।’ কর হয়তো কিছুটা বাড়বে। তবে মুনাফা যেভাবে বাড়িয়ে দেখানো হয়েছে সে হারে কর আদায় করা যাবে, এমনটি মনে করছেন না তিনি। এলটিইউর এই শীর্ষ কর্মকর্তা জানান, সামনে ব্যাংকগুলোর সঙ্গে বসে হিসাব-নিকাশ করে কত কর পাওয়া যাবে, এ রকম একটি ধারণা তাঁরা পাবেন।
পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী বছরে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ আগের বছরের চেয়ে ৮০ কোটি টাকা বেশি, পূবালী ব্যাংক ২০৫ কোটি টাকা বেশি, ইস্টার্ণ ব্যাংক ১৮০ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ২৩৫ কোটি টাকা এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ৩২ কোটি টাকা বেশি মুনাফা করেছে। এ রকমভাবে কমবেশি প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফা বেড়েছে। এদের মধ্যে অনেক ব্যাংকই খেলাপি ঋণের কারণে মন্দ ব্যাংকের তালিকায় থেকেও শুধু নীতি সহায়তার কারণে মুনাফা দেখাতে পারছে।

করোনায় বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার সুযোগে ব্যাংকগুলো বিপুল অঙ্কের পরিচালন মুনাফা করেছে। এর মধ্যে কয়েকটি দুর্বল ব্যাংক দ্বিগুণ মুনাফা করেছে। অনেক ব্যাংক বাংলাদেশ ব্যাংকে প্রভিশন রাখতে হিমশিম খেলেও হিসাবের মারপ্যাঁচে এখন লাভজনক ব্যাংক! প্রশ্ন উঠেছে এ মুনাফার বাস্তব রূপ নিয়ে। এরই মধ্যে শীর্ষ ব্যাংকার, বিশ্লেষকেরা এটাকে কৃত্রিম মুনাফা বা মুনাফার ফানুস বলে অভিহিত করেছেন। নীতি সহায়তার ফাঁক গলে বাড়তি মুনাফা করলেও বিষয়টি এমন হতে পারে যে, মুনাফা না করেও মুনাফার জন্য কর ও ডিভিডেন্ডের খড়গ পড়বে ব্যাংকের ঘাড়ে। এমন আশঙ্কাই প্রকাশ করেছেন কয়েকটি ব্যাংকের শীর্ষ নির্বাহী। অবশ্য কর কম দিতে তারা প্রকৃত হিসাবে নেট মুনাফা কমিয়ে দেখায় কি না, এ দুশ্চিন্তায় আছে কর বিভাগ।
এ ব্যাপারে ব্যাংকারদের সংগঠন–এবিবির সাবেক প্রেসিডেন্ট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকগুলো বাড়তি মুনাফা দেখিয়েছে সত্য। তবে প্রভিশনের পর কর-পরবর্তী পরিস্থিতি না দেখে বাস্তব চিত্র বোঝা যাবে না। তিনি বলেন, ‘কোনো কোনো ব্যাংক দেখলাম সাড়ে তিন শ কোটি টাকার মুনাফাকে সাত শ কোটিতে নিয়ে গেছে। এত মুনাফা কীভাবে করল? এক বছরে সে কী এমন করল, ব্যালান্সশিটে কিছু নেই, তাহলে কী করল যে মুনাফা দ্বিগুণ হয়ে গেল? এটা নিঃসন্দেহে একটা ইস্যু।’
ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, প্রথমে আমাদের ব্যাংকের হেলথ ঠিক রাখতে হবে। নীতি সহায়তার জন্য পরিচালন মুনাফাটা বেড়েছে। এর সঙ্গে অবশ্য অনেক ব্যাংক ব্যবসাও করেছে। যেমন আমি আমার ব্যাংকের কথা বলতে পারি। এ বছর আমাদের ঋণ আদায়টা ভালো হয়েছে। অন্যান্য খাতেও আমরা ভালো মুনাফা করেছি। যেসব ব্যাংকে সুশাসন আছে। যারা গ্রাহকদের প্রবৃদ্ধি চায়, তারা হয়তো ব্যাংকের ভবিষ্যতের জন্য নিজেরাই কিছু বাড়তি প্রভিশন রাখবে। এ বছর অবশ্য অনেক ব্যাংকের ঋণ প্রবাহ ভালো ছিল। প্রায় সব ব্যাংকেরই বাণিজ্য থেকেও ভালো আয় হয়েছে।’
বেশি মুনাফা হলে বেশি কর পাবে এনবিআরের আয়কর এলটিইউ। কিন্তু বাস্তবতা হলো, ব্যাংকগুলো বাড়তি কর না দিতে নানান দিকে সুযোগ খুঁজতে পারে, এমন আশঙ্কা করছেন এলটিইউর কর্মকর্তারা। এ ব্যাপারে এনবিআরের এলটিইউর কমিশনার মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাদের পরিচালন মুনাফা। তারা এখন বাংলাদেশ ব্যাংকে প্রভিশন রাখবে। একটি অংশ ক্যাপিটাল গেইন হিসেবে দেখিয়ে কর ছাড় নেবে। সবকিছুর পর যেটুকু দেখাবে সেটার ওপর আমরা হয়তো কর দাবি করব।’ কর হয়তো কিছুটা বাড়বে। তবে মুনাফা যেভাবে বাড়িয়ে দেখানো হয়েছে সে হারে কর আদায় করা যাবে, এমনটি মনে করছেন না তিনি। এলটিইউর এই শীর্ষ কর্মকর্তা জানান, সামনে ব্যাংকগুলোর সঙ্গে বসে হিসাব-নিকাশ করে কত কর পাওয়া যাবে, এ রকম একটি ধারণা তাঁরা পাবেন।
পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী বছরে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ আগের বছরের চেয়ে ৮০ কোটি টাকা বেশি, পূবালী ব্যাংক ২০৫ কোটি টাকা বেশি, ইস্টার্ণ ব্যাংক ১৮০ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ২৩৫ কোটি টাকা এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ৩২ কোটি টাকা বেশি মুনাফা করেছে। এ রকমভাবে কমবেশি প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফা বেড়েছে। এদের মধ্যে অনেক ব্যাংকই খেলাপি ঋণের কারণে মন্দ ব্যাংকের তালিকায় থেকেও শুধু নীতি সহায়তার কারণে মুনাফা দেখাতে পারছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫