জমির উদ্দিন, চট্টগ্রাম

২০২১ সালের এপ্রিল মাসের ঘটনা। দোকান থেকে বাসার দিকে যাচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পথ আটকে তাঁর দিকে গুলি চালান সম্প্রতি শিশুসহ দুজনকে গুলির ঘটনার প্রধান আসামি আরিফুল ইসলাম মানিক। পাশে থাকা চাচাতো ভাইয়ের গায়ে লাগে গুলি। ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন মিজান। মানিক ভেবেছিলেন, মিজান বাড়ির দিকেই গেছেন। তারপর দলবল নিয়ে মিজানের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালান। গুলিবিদ্ধ হন মিজানের মা-বাবা।
এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করেন মিজানুরের বাবা মাহবুব আলম। প্রধান আসামি করা হয় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিককে। এই মানিকের ছত্রচ্ছায়ায় আরিফুল ইসলাম মানিক সব অপকর্ম করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার তৃতীয় আসামি আরিফুল ইসলাম মানিক। দুই বছর পার হলেও এ ঘটনায় ধরাছোঁয়ার বাইরে থেকে যান দুই মানিক। সম্প্রতি এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে দুজনই অব্যাহতি পান।
শুধু এই একটি ঘটনাই নয়, আরিফুল ইসলাম মানিকের হামলার শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন। তিনি টোকাই মানিক নামেও এলাকায় পরিচিত। ২০২০ সালে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লোকমানকে ছুরিকাঘাত করেন মানিক। এ ঘটনায় মো. লোকমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। ২০২২ সালের জুনে মারধরের শিকার হন ইউনিয়ন যুবলীগ নেতা মো. শাহাদাত। তিনি আরিফুল ইসলাম মানিকের ভয়ে দেশ ছেড়েছেন। যুবলীগ নেতা হারুনকে ২০২১ সালে পরিষদে ঘেরাও করে মারধর করেন মানিক।
গত ২৩ এপ্রিল শিশুসহ দুজনকে গুলি করার ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আরিফুল ইসলাম মানিক। তাঁর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে ভয়ংকর সব তথ্য পাওয়া গেছে। তাঁর উত্থান মূলত এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের হাত ধরে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন নজরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মানিককে আমি ছাত্রলীগের হিসেবে চিনি। নদভীর (সংসদ সদস্য) সঙ্গে তাঁর ওঠবস।’
এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামের মদিনানগর এলাকায় গত ২৩ এপ্রিল গুলিবিদ্ধ হন স্থানীয় এস এম কামরুল ইসলাম এবং ৫ বছর বয়সী শিশু মো. রাফি। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে প্রধান আসামি করা হয় আরিফুল ইসলাম মানিককে।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘শিশুসহ দুজনকে গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম মানিকের অস্ত্র উদ্ধার করা যায়নি। আমরা তাঁর অস্ত্র উদ্ধারে অভিযানে সচেষ্ট আছি। সাতকানিয়ায় কেউ অন্যায় করে পার পাবে না।’

২০২১ সালের এপ্রিল মাসের ঘটনা। দোকান থেকে বাসার দিকে যাচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পথ আটকে তাঁর দিকে গুলি চালান সম্প্রতি শিশুসহ দুজনকে গুলির ঘটনার প্রধান আসামি আরিফুল ইসলাম মানিক। পাশে থাকা চাচাতো ভাইয়ের গায়ে লাগে গুলি। ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন মিজান। মানিক ভেবেছিলেন, মিজান বাড়ির দিকেই গেছেন। তারপর দলবল নিয়ে মিজানের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালান। গুলিবিদ্ধ হন মিজানের মা-বাবা।
এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করেন মিজানুরের বাবা মাহবুব আলম। প্রধান আসামি করা হয় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিককে। এই মানিকের ছত্রচ্ছায়ায় আরিফুল ইসলাম মানিক সব অপকর্ম করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার তৃতীয় আসামি আরিফুল ইসলাম মানিক। দুই বছর পার হলেও এ ঘটনায় ধরাছোঁয়ার বাইরে থেকে যান দুই মানিক। সম্প্রতি এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে দুজনই অব্যাহতি পান।
শুধু এই একটি ঘটনাই নয়, আরিফুল ইসলাম মানিকের হামলার শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন। তিনি টোকাই মানিক নামেও এলাকায় পরিচিত। ২০২০ সালে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লোকমানকে ছুরিকাঘাত করেন মানিক। এ ঘটনায় মো. লোকমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। ২০২২ সালের জুনে মারধরের শিকার হন ইউনিয়ন যুবলীগ নেতা মো. শাহাদাত। তিনি আরিফুল ইসলাম মানিকের ভয়ে দেশ ছেড়েছেন। যুবলীগ নেতা হারুনকে ২০২১ সালে পরিষদে ঘেরাও করে মারধর করেন মানিক।
গত ২৩ এপ্রিল শিশুসহ দুজনকে গুলি করার ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আরিফুল ইসলাম মানিক। তাঁর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে ভয়ংকর সব তথ্য পাওয়া গেছে। তাঁর উত্থান মূলত এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের হাত ধরে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন নজরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মানিককে আমি ছাত্রলীগের হিসেবে চিনি। নদভীর (সংসদ সদস্য) সঙ্গে তাঁর ওঠবস।’
এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামের মদিনানগর এলাকায় গত ২৩ এপ্রিল গুলিবিদ্ধ হন স্থানীয় এস এম কামরুল ইসলাম এবং ৫ বছর বয়সী শিশু মো. রাফি। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে প্রধান আসামি করা হয় আরিফুল ইসলাম মানিককে।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘শিশুসহ দুজনকে গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম মানিকের অস্ত্র উদ্ধার করা যায়নি। আমরা তাঁর অস্ত্র উদ্ধারে অভিযানে সচেষ্ট আছি। সাতকানিয়ায় কেউ অন্যায় করে পার পাবে না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫