আনোয়ার হোসেন, মনিরামপুর

কথা ছিল বোরোর বীজতলা তৈরি, যন্ত্রের সাহায্যে চারা রোপণ এবং ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেবে উপজেলা কৃষি দপ্তর। একসঙ্গে অন্তত ৬০ কৃষকের ১৫০ বিঘা জমি নিয়ে একই জাতের ধান রোপণ করা হবে সেখানে। এ জন্য সংশ্লিষ্ট কৃষকদের কাছ থেকে কিছু খরচ নেওয়ার কথা। সরকারের এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে সমলয় (যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষ) পদ্ধতি।
এর মাধ্যমে কম খরচে ধান উৎপাদন করতে পারবেন এবং শ্রমিক নিয়ে ঝক্কি পোহাতে হবে না কৃষকদের। কিন্তু এখন সেই সমলয় চাষ পদ্ধতিই সুফলের পরিবর্তে কুফল হয়ে দাঁড়িয়েছে মনিরামপুরের ঘুঘুরাইলে। আর এ জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের অবহেলা ও অব্যবস্থাপনাকে দুষছেন কৃষকেরা।
কৃষকেরা বলছেন, কৃষি কর্মকর্তারা সরকারি এ প্রকল্পের টাকা আত্মসাৎ করে খেটে খাওয়া মানুষদের ভুগিয়েছেন। দেরিতে বীজতলা তৈরি, বীজ ভালো না হওয়া, অনেক দেরি করে ধানের চারা রোপণসহ নানা অভিযোগ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। এমনকি ধানের চারা রোপণ করে দেওয়া পর্যন্ত প্রকল্পের কাজ শেষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে তাঁদের ভাষ্য অনুযায়ী, সমলয় পদ্ধতি চাষ করা জমির ধান পাকলে, কৃষকদের শ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলতে হবে।
জানা গেছে, মনিরামপুরে সমলয় প্রকল্পের বরাদ্দের টাকা নয়ছয় করেছেন কৃষি কর্মকর্তারা। চলতি বোরো মৌসুমে এ প্রকল্পের আওতায় ১৫০ বিঘা জমিতে ধান চাষের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ এলেও পুরোটা কাজে লাগাননি কৃষি অফিস।
সরেজমিন অনুসন্ধানে গেলে এমনটি অভিযোগ করেছেন চাষিরা। হাতে গোনা কয়েকজন কৃষক এ পদ্ধতিতে ধান চাষ করে লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ তাঁদের। ফলে খামার যাত্রীকরণে ধান চাষে সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে গেছে এ অঞ্চলে।
একটি সূত্র বলছে, মনিরামপুরের ঘুঘুরাইল মাঠে ১০ লাখ টাকা ব্যয়ে চলতি বোরো মৌসুমে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। ১৫০ বিঘা জমির লক্ষ্যমাত্রা নিয়ে ৩০ জন কৃষককে প্রশিক্ষণের মাধ্যমে সমলয় প্রকল্পে উদ্বুদ্ধ করা হলেও কার্যত বিঘা চারেক জমিতে ৫-৬ জন কৃষককে দিয়ে ব্রি-৮৮ জাতের বোরো আবাদ করাতে পেরেছে অফিস। এতে করে প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ।
কৃষকেরা বলছেন, অপরিচিত জাত হলেও আমরা এ চাষে আগ্রহী ছিলাম। কিন্তু সঠিক সময়ে বীজতলা তৈরি ও ধান লাগানো যন্ত্র আনতে ব্যর্থ হয়েছে অফিস। পরে অপেক্ষা করতে করতে আমরা নিজেরা অন্য জাতের চারা কিনে ধান রোপণ করেছি।
এ পদ্ধতিতে চাষের জন্য একটি মাঠে ৩০-৩৫ জন কৃষকের সমন্বয়ে ১৫০ বিঘা জমির প্রয়োজন। পদ্ধতিটি অপরিচিত হওয়ায় সরকার প্রশিক্ষণ ও বীজ দিয়ে কৃষকদের এ প্রকল্পে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় চলতি মৌসুমে মনিরামপুরের ঘুঘুরাইল মাঠে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু কৃষি অফিসের অব্যবস্থাপনায় শুরুতে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে।
সরেজমিন কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘুঘুরাইল মাঠের মনিরুজ্জামানের গভীর সেচপাম্পের আওতায় ৬০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে বোরো চাষের জন্য ৩০ জন কৃষকের তালিকা করা হয়। তালিকা ধরে কৃষকদের দপ্তরে ডেকে ৭০০ টাকা সম্মানীতে এক দিন প্রশিক্ষণ দিয়েছে কৃষি অফিস। এরপর অফিসের লোকজনের দায়িত্বে ট্রেতে বীজতলা তৈরি করা হয়।
তবে কৃষি অফিসের দাবি, তাঁরা ১৫০ বিঘা জমির বিপরীতে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দিয়েছে।
কৃষকেরা বলছেন, গভীর সেচকল মালিক কামরুজ্জামান নিজে উদ্যোগ নিয়ে আমাদের কাগজপত্র অফিসে জমা দিয়েছেন। কিন্তু তিনি নিজে এ পদ্ধতিতে চাষ করেননি। ৩০ জনের মধ্যে মাত্র ৫-৬ জন সমলয় পদ্ধতিতে ধান চাষ করেছেন। বাকিরা অন্য বারের মতো সাধারণ পদ্ধতিতে চাষ করেছেন।
হাফিজুর রহমান নামে এক কৃষক বলেন, ‘আমি ওই প্রকল্পে ছিলাম। ট্রেনিং নিছি। কিন্তু যন্ত্রের মাধ্যমে ধান লাগাতে পারিনি। মাঠের অন্য কৃষকদের ধান লাগানো শেষ হওয়ার পর কৃষি অফিস যন্ত্র এনেছে। তা ছাড়া ট্রেতে চারা ভালো হয়নি। এ জন্য আমি অন্য জাতের ধান লাগিয়েছি।’
উদ্যোক্তা কামরুজ্জামান বলেন, ‘আমার জমিতে বীজতলা করা হয়েছিল। বীজতলা সরানোর পর এ ধান লাগানোর সময় ছিল না। পরে অন্য জাতের ধান চাষ করেছি।’
ঘুঘুরাইলে সমলয় পদ্ধতির বোরো চাষ দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘১৫০ বিঘা জমিতে যান্ত্রিক উপায়ে বোরো চাষ করার কথা ছিল। আমরা ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দিয়েছি। নিজেরা বীজতলা তৈরি করে দিয়েছি। ৭-৮ জন কৃষক ব্রি-৮৮ জাতের ধান চাষ করেছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘সমলয় পদ্ধতিটি লাভজনক। আমরা চেষ্টা করেছি। মনিরামপুরে প্রথম হওয়ায় কৃষক এ পদ্ধতিতে ধান চাষ করতে চাননি। ১০-১৫ বিঘা জমিতে চাষ করা গেছে।’
আবুল হাসান বলেন, ‘চারা রোপণ বা ধান কেটে দেওয়ার কথা ছিল না। তারপরও কৃষকদের দেখানোর জন্য আমরা যন্ত্রের মাধ্যমে কয়েকজনকে রোপণ করে দিয়েছি। এখন কৃষকদের নিজ খরচে ধান কেটে নিতে হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘সরকারিভাবে শুধু বীজ কেনার টাকা পেয়েছি। প্রকল্পটি ১০ লাখ টাকার না।’
তবে কত টাকার প্রকল্প, তা জানাতে রাজি হননি এ কর্মকর্তা।

কথা ছিল বোরোর বীজতলা তৈরি, যন্ত্রের সাহায্যে চারা রোপণ এবং ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেবে উপজেলা কৃষি দপ্তর। একসঙ্গে অন্তত ৬০ কৃষকের ১৫০ বিঘা জমি নিয়ে একই জাতের ধান রোপণ করা হবে সেখানে। এ জন্য সংশ্লিষ্ট কৃষকদের কাছ থেকে কিছু খরচ নেওয়ার কথা। সরকারের এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে সমলয় (যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষ) পদ্ধতি।
এর মাধ্যমে কম খরচে ধান উৎপাদন করতে পারবেন এবং শ্রমিক নিয়ে ঝক্কি পোহাতে হবে না কৃষকদের। কিন্তু এখন সেই সমলয় চাষ পদ্ধতিই সুফলের পরিবর্তে কুফল হয়ে দাঁড়িয়েছে মনিরামপুরের ঘুঘুরাইলে। আর এ জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের অবহেলা ও অব্যবস্থাপনাকে দুষছেন কৃষকেরা।
কৃষকেরা বলছেন, কৃষি কর্মকর্তারা সরকারি এ প্রকল্পের টাকা আত্মসাৎ করে খেটে খাওয়া মানুষদের ভুগিয়েছেন। দেরিতে বীজতলা তৈরি, বীজ ভালো না হওয়া, অনেক দেরি করে ধানের চারা রোপণসহ নানা অভিযোগ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। এমনকি ধানের চারা রোপণ করে দেওয়া পর্যন্ত প্রকল্পের কাজ শেষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে তাঁদের ভাষ্য অনুযায়ী, সমলয় পদ্ধতি চাষ করা জমির ধান পাকলে, কৃষকদের শ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলতে হবে।
জানা গেছে, মনিরামপুরে সমলয় প্রকল্পের বরাদ্দের টাকা নয়ছয় করেছেন কৃষি কর্মকর্তারা। চলতি বোরো মৌসুমে এ প্রকল্পের আওতায় ১৫০ বিঘা জমিতে ধান চাষের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ এলেও পুরোটা কাজে লাগাননি কৃষি অফিস।
সরেজমিন অনুসন্ধানে গেলে এমনটি অভিযোগ করেছেন চাষিরা। হাতে গোনা কয়েকজন কৃষক এ পদ্ধতিতে ধান চাষ করে লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ তাঁদের। ফলে খামার যাত্রীকরণে ধান চাষে সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে গেছে এ অঞ্চলে।
একটি সূত্র বলছে, মনিরামপুরের ঘুঘুরাইল মাঠে ১০ লাখ টাকা ব্যয়ে চলতি বোরো মৌসুমে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। ১৫০ বিঘা জমির লক্ষ্যমাত্রা নিয়ে ৩০ জন কৃষককে প্রশিক্ষণের মাধ্যমে সমলয় প্রকল্পে উদ্বুদ্ধ করা হলেও কার্যত বিঘা চারেক জমিতে ৫-৬ জন কৃষককে দিয়ে ব্রি-৮৮ জাতের বোরো আবাদ করাতে পেরেছে অফিস। এতে করে প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ।
কৃষকেরা বলছেন, অপরিচিত জাত হলেও আমরা এ চাষে আগ্রহী ছিলাম। কিন্তু সঠিক সময়ে বীজতলা তৈরি ও ধান লাগানো যন্ত্র আনতে ব্যর্থ হয়েছে অফিস। পরে অপেক্ষা করতে করতে আমরা নিজেরা অন্য জাতের চারা কিনে ধান রোপণ করেছি।
এ পদ্ধতিতে চাষের জন্য একটি মাঠে ৩০-৩৫ জন কৃষকের সমন্বয়ে ১৫০ বিঘা জমির প্রয়োজন। পদ্ধতিটি অপরিচিত হওয়ায় সরকার প্রশিক্ষণ ও বীজ দিয়ে কৃষকদের এ প্রকল্পে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় চলতি মৌসুমে মনিরামপুরের ঘুঘুরাইল মাঠে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু কৃষি অফিসের অব্যবস্থাপনায় শুরুতে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে।
সরেজমিন কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘুঘুরাইল মাঠের মনিরুজ্জামানের গভীর সেচপাম্পের আওতায় ৬০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে বোরো চাষের জন্য ৩০ জন কৃষকের তালিকা করা হয়। তালিকা ধরে কৃষকদের দপ্তরে ডেকে ৭০০ টাকা সম্মানীতে এক দিন প্রশিক্ষণ দিয়েছে কৃষি অফিস। এরপর অফিসের লোকজনের দায়িত্বে ট্রেতে বীজতলা তৈরি করা হয়।
তবে কৃষি অফিসের দাবি, তাঁরা ১৫০ বিঘা জমির বিপরীতে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দিয়েছে।
কৃষকেরা বলছেন, গভীর সেচকল মালিক কামরুজ্জামান নিজে উদ্যোগ নিয়ে আমাদের কাগজপত্র অফিসে জমা দিয়েছেন। কিন্তু তিনি নিজে এ পদ্ধতিতে চাষ করেননি। ৩০ জনের মধ্যে মাত্র ৫-৬ জন সমলয় পদ্ধতিতে ধান চাষ করেছেন। বাকিরা অন্য বারের মতো সাধারণ পদ্ধতিতে চাষ করেছেন।
হাফিজুর রহমান নামে এক কৃষক বলেন, ‘আমি ওই প্রকল্পে ছিলাম। ট্রেনিং নিছি। কিন্তু যন্ত্রের মাধ্যমে ধান লাগাতে পারিনি। মাঠের অন্য কৃষকদের ধান লাগানো শেষ হওয়ার পর কৃষি অফিস যন্ত্র এনেছে। তা ছাড়া ট্রেতে চারা ভালো হয়নি। এ জন্য আমি অন্য জাতের ধান লাগিয়েছি।’
উদ্যোক্তা কামরুজ্জামান বলেন, ‘আমার জমিতে বীজতলা করা হয়েছিল। বীজতলা সরানোর পর এ ধান লাগানোর সময় ছিল না। পরে অন্য জাতের ধান চাষ করেছি।’
ঘুঘুরাইলে সমলয় পদ্ধতির বোরো চাষ দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘১৫০ বিঘা জমিতে যান্ত্রিক উপায়ে বোরো চাষ করার কথা ছিল। আমরা ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দিয়েছি। নিজেরা বীজতলা তৈরি করে দিয়েছি। ৭-৮ জন কৃষক ব্রি-৮৮ জাতের ধান চাষ করেছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘সমলয় পদ্ধতিটি লাভজনক। আমরা চেষ্টা করেছি। মনিরামপুরে প্রথম হওয়ায় কৃষক এ পদ্ধতিতে ধান চাষ করতে চাননি। ১০-১৫ বিঘা জমিতে চাষ করা গেছে।’
আবুল হাসান বলেন, ‘চারা রোপণ বা ধান কেটে দেওয়ার কথা ছিল না। তারপরও কৃষকদের দেখানোর জন্য আমরা যন্ত্রের মাধ্যমে কয়েকজনকে রোপণ করে দিয়েছি। এখন কৃষকদের নিজ খরচে ধান কেটে নিতে হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘সরকারিভাবে শুধু বীজ কেনার টাকা পেয়েছি। প্রকল্পটি ১০ লাখ টাকার না।’
তবে কত টাকার প্রকল্প, তা জানাতে রাজি হননি এ কর্মকর্তা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫