Ajker Patrika

গাংনীতে বেড়েছে কলা চাষ

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
গাংনীতে বেড়েছে কলা চাষ

মেহেরপুরের গাংনী উপজেলায় বেড়েছে কলার চাষ। কৃষকেরা বাড়ির পাশের পতিত জমি, পুকুরের পাড় এবং ফসলি জমিতেও চাষ করছেন কলার। কলা চাষ করে অনেকে হচ্ছেন স্বাবলম্বী।

উপজেলায় একাধিক কলা চাষির সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ করে বেশি লাভবান হওয়া যায়। কারণ কলা গাছের চারা রোপণের অল্প দিনের মধ্যেই বেড়ে ওঠে এবং দ্রুত ফল পাওয়া যায়। তা ছাড়া কলাগাছের সঙ্গে সাথি ফসল হিসেবে অন্যান্য ফসলও আবাদ করা যায়।

কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে ৩৫০ থেকে ৪০০টি কলার চারা রোপণ করা যায়। প্রতি বিঘা জমিতে খরচ হয় ১৮ থেকে ২০ হাজার টাকা মতো। আর লাভ হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। বছরে একবার কলা চারা রোপণ করা হলে তা তিন বছর ভালোভাবে ফলন দিতে পারে। আর এই কলা পাইকারেরা এসে চাষিদের কাছ থেকে সরাসরি কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।

উপজেলার দেবীপুর গ্রামের কলাচাষি ফারুক আহমেদ বলেন, ‘এ বছর ৪ বিঘা জমিতে কলা চাষ করেছি। ভালো লাভ হলে আগামী বছর আরও বেশি জমিতে আবাদ করব। তা ছাড়া অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে খরচ কম। আর কলার চারা রোপণের এক বছরের মধ্যেই কাঁদি আসে।’

ঝোড়াঘাট পুকুরপাড়া গ্রামের কলাচাষি আকালি বলেন, ‘আমাদের এই অঞ্চলে কলার ভালো ফলন হয়। এখানকার স্থানীয় কৃষকেরা পতিত জমি, পুকুর পাড় ও আবাদি জমিতে এই কলা চাষ করে থাকেন।

আর এই কলা চাষে কোনো লোকসান না হওয়ায় দিন দিন কলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মধ্যে। তবে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে লোকসানের মুখে পড়তে হয় চাষিদের। এখানে প্রতি কাঁদি কলা বিক্রয় হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়। আবার মাঝে মাঝে দাম বৃদ্ধিও পায়। রমজান মাসে কলার দাম খুব বেশি থাকে।

এই উপজেলার কলা দেশের বিভিন্ন স্থানে যায়। তা ছাড়া বাজারের বিভিন্ন স্থানে স্বল্প পরিসরে হলেও কলার হাট বসে। বাজারে কলার চাহিদা থাকায় দিন দিন দামও বৃদ্ধি পাচ্ছে।’ 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাণিজ্যিকভাবে উপজেলায় সব্রি ও জয়েন্ট গভর্নর, ইরি কলার চাষ হয়। এবার উপজেলায় ২৭৫ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন জানান, গাংনী উপজেলায় এবার কলা চাষ বৃদ্ধি পেয়েছে। কলা চাষে লাভ হওয়ায় চাষিরা কলা চাষের দিকে বেশি ঝুঁকছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে চাষিদের সঙ্গে সব সময় যোগাযোগ করা হচ্ছে। আর কলা চাষিদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ