সাতক্ষীরা প্রতিনিধি

পঞ্চম ধাপে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন। বাকি ছয়টির মধ্যে তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা, দুটিতে বিএনপি-জামায়াতের স্বতন্ত্র প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র) ৭ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শম্ভুচরণ মণ্ডল নৌকা প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন ৫ হাজার ৫৫৩টি। বুধহাটা ইউনিয়নে মাহবুবুল হক ডাবলু নৌকা প্রতীকে ৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হান্নান পেয়েছেন ৭ হাজার ২৯১ ভোট।
কুল্যায় ওমর সাকী ফেরদৌস পলাশ আনারস প্রতীকে ১০ হাজার ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল বাসেত নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৫২৯ ভোট। দরগাহপুরে শেখ মিয়ারাজ আলী নৌকা প্রতীকে ৫ হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আশাশুনি সদরে এস এম হোসেনুজ্জামান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৩১৪ টি। শ্রীউলায় দীপংকর বাছাড় দিপু আনারস প্রতীকে ৮ হাজার ৯৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
খাজরায় এসএম শাহনেওয়াজ ডালিম নৌকা প্রতীকে ৭ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনুলিয়ায় রুহুল কুদ্দুস আনারস প্রতীকে ৮ হাজার ২২৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতাপনগরে মো. দাউদ আলী আনারস প্রতীকে ৮ হাজার ৪৬০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কাদাকাটিতে দীপঙ্কর কুমার সরকার দীপ নৌকা প্রতীকে ৩ হাজার ৯৮৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বড়দল ইউনিয়নে জগদীশ চন্দ্র সানা ঘোড়া প্রতীকে ৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজহারুল ইসলাম টেলিফোন প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৫৪৭টি ভোট।

পঞ্চম ধাপে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন। বাকি ছয়টির মধ্যে তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা, দুটিতে বিএনপি-জামায়াতের স্বতন্ত্র প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র) ৭ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শম্ভুচরণ মণ্ডল নৌকা প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন ৫ হাজার ৫৫৩টি। বুধহাটা ইউনিয়নে মাহবুবুল হক ডাবলু নৌকা প্রতীকে ৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হান্নান পেয়েছেন ৭ হাজার ২৯১ ভোট।
কুল্যায় ওমর সাকী ফেরদৌস পলাশ আনারস প্রতীকে ১০ হাজার ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল বাসেত নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৫২৯ ভোট। দরগাহপুরে শেখ মিয়ারাজ আলী নৌকা প্রতীকে ৫ হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আশাশুনি সদরে এস এম হোসেনুজ্জামান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৩১৪ টি। শ্রীউলায় দীপংকর বাছাড় দিপু আনারস প্রতীকে ৮ হাজার ৯৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
খাজরায় এসএম শাহনেওয়াজ ডালিম নৌকা প্রতীকে ৭ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনুলিয়ায় রুহুল কুদ্দুস আনারস প্রতীকে ৮ হাজার ২২৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতাপনগরে মো. দাউদ আলী আনারস প্রতীকে ৮ হাজার ৪৬০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কাদাকাটিতে দীপঙ্কর কুমার সরকার দীপ নৌকা প্রতীকে ৩ হাজার ৯৮৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বড়দল ইউনিয়নে জগদীশ চন্দ্র সানা ঘোড়া প্রতীকে ৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজহারুল ইসলাম টেলিফোন প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৫৪৭টি ভোট।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫