
গাজীপুরের শ্রীপুরে গাড়িচালক মো. জসিমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পেয়ে গত মঙ্গলবার রাতে সাড়ে ১১টায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ। তবে এ সময় অপহরণকারীদের কাউকে পুলিশ ধরতে পারেনি।
অপহৃত মো. জসিম (৩২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জালেশ্বহর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের কাটাপুল সংলগ্ন স্থানীয় বাদল পালের বাড়ির ভাড়া থেকে পিকআপ ভ্যান চালান।
এ ঘটনায় শ্রীপুর থানায় তিনজনের নামে অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন শ্রীপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাটাপুল এলাকার রফিজ উদ্দিনে ছেলের মো. পারভেজ (৩০), আলম মিয়া (৪০) একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।
অপহৃত জসিমের ভগ্নিপতি মো. শাহীন আলম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযুক্ত পারভেজ ফোন করে জসিমকে ঢাকায় কাঁচামাল নিতে হবে বলে শ্রীপুর পৌর শহরের রাজাবাড়ীতে ডেকে আনেন। জসিম গাড়ি নিয়ে সেখানে পৌঁছানোর পরপরই অভিযুক্তরা তাঁকে টানাহেঁচড়া করে মোটরসাইকেলে তুলে নেন। পরে তাঁরা জসিমকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়ার গজারি বনে নিয়ে নির্যাতন করেন।
শাহীন আলম বলেন, একপর্যায়ে জসিমের গলায় ছুরি ধরে তাঁর স্বজনদের কাছে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরবর্তীতে টাকা নেওয়ার জন্য অপহরণকারীরা মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতাল সংলগ্ন করাতকলের পাশে নির্জন স্থানে জসিমকে নিয়ে অপেক্ষা করেন। এ সময় জসিমের ভাই সুমন ৯৯৯-এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়।
শাহীন বলেন, পুলিশ মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতাল এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা জসিমকে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, জসিমকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

গাজীপুরের শ্রীপুরে গাড়িচালক মো. জসিমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পেয়ে গত মঙ্গলবার রাতে সাড়ে ১১টায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ। তবে এ সময় অপহরণকারীদের কাউকে পুলিশ ধরতে পারেনি।
অপহৃত মো. জসিম (৩২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জালেশ্বহর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের কাটাপুল সংলগ্ন স্থানীয় বাদল পালের বাড়ির ভাড়া থেকে পিকআপ ভ্যান চালান।
এ ঘটনায় শ্রীপুর থানায় তিনজনের নামে অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন শ্রীপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কাটাপুল এলাকার রফিজ উদ্দিনে ছেলের মো. পারভেজ (৩০), আলম মিয়া (৪০) একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।
অপহৃত জসিমের ভগ্নিপতি মো. শাহীন আলম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযুক্ত পারভেজ ফোন করে জসিমকে ঢাকায় কাঁচামাল নিতে হবে বলে শ্রীপুর পৌর শহরের রাজাবাড়ীতে ডেকে আনেন। জসিম গাড়ি নিয়ে সেখানে পৌঁছানোর পরপরই অভিযুক্তরা তাঁকে টানাহেঁচড়া করে মোটরসাইকেলে তুলে নেন। পরে তাঁরা জসিমকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়ার গজারি বনে নিয়ে নির্যাতন করেন।
শাহীন আলম বলেন, একপর্যায়ে জসিমের গলায় ছুরি ধরে তাঁর স্বজনদের কাছে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরবর্তীতে টাকা নেওয়ার জন্য অপহরণকারীরা মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতাল সংলগ্ন করাতকলের পাশে নির্জন স্থানে জসিমকে নিয়ে অপেক্ষা করেন। এ সময় জসিমের ভাই সুমন ৯৯৯-এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়।
শাহীন বলেন, পুলিশ মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতাল এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা জসিমকে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, জসিমকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫