Ajker Patrika

রায়পুরায় আগুনে পুড়ে গেছে তিন দোকান

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ২২
রায়পুরায় আগুনে পুড়ে গেছে তিন দোকান

নরসিংদীর রায়পুরার দূর্গম চরাঞ্চলের পাড়াতলী বাজারে আগুনে ৩টি দোকান ঘর পুড়ে গেছে। গত রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাড়াতলী বাজারের কাজী ইলেকট্রনিক্সের গুদামঘর এবং একই মার্কেটের আরও দুই দোকান আগুনে পুড়ে যায়। দোকান মালিকের দাবি আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী মামুনের ইলেকট্রনিক্সের গুদামঘরে প্রথম আগুন লাগে এবং মুহুর্তের মধ‍্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এর পর বাজারের দোকানীসহ আশপাশের লোকজন এক ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে মামুন ইলেকট্রনিক্সের গুদাম ঘর, হেলাল মিয়ার কাপড় ও জুতার দোকান এবং হাসেম মিয়ার কম্পিউটারের দোকান।

কাজী ইলেকট্রনিক্সের মালিক কাজী মামুন মিয়া বলেন, ‘আমার গুদাম ঘরের ৩৮টি ফ্রিজ, ১৪টি টিভি, ৫টি মাইক্রোওভেন, বেশকিছু সিলিং ফ্যান পুড়ে যায়। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

আরেক মালিক হেলাল মিয়া বলেন, ‘কাপড় ও জুতা পুড়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত