Ajker Patrika

বান্দরবানে টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৪: ১১
বান্দরবানে টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু

বান্দরবানে টেবিল টেনিস টুর্নামেন্ট গত সোমবার সন্ধ্যা শুরু হয়েছে। জেলা সদরের লিটল স্টার ক্লাবের আয়োজনে শহরের পুরোনো রাজবাড়ীর মাঠে এই টুর্নামেন্টে উদ্বোধন করা হয়। বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। এর উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মং মং সিং, অজিত কান্তি দাশ, লিটল স্টার ক্লাবের সভাপতি থুই সিং প্রু লুবু, সাধারণ সম্পাদক ক্য উইন থোয়াই, সহসম্পাদক প্রিয়াংকা নাগ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান চাইথোয়াই হ্লা চাকসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

লিটল স্টার ক্লাবের সভাপতি থুই সিং প্রু লুবু জানান, এবারের টুর্নামেন্টে একক, দ্বৈত, বিশেষ দ্বৈত বিভাগে ২০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বর এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হবে।

প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর বলেন, ‘ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সমাজের উন্নয়ন ত্বরান্বিত হয়। কিশোর ও যুবকদের ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখলে সমাজে শান্তিশৃঙ্খলা স্থিতিশীল থাকে। বিশেষ করে বর্তমান সময়ে যুব সমাজের মধ্যে মাদকের যে ছোবল, তা থেকে নিজেদের রক্ষা করার পথ তৈরি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত