সৈয়দ ঋয়াদ, ঢাকা

একটি অভিযোগের অনুসন্ধান শেষ করতে ২০ বছর লেগেছে। আবার দীর্ঘ সময় পর অভিযোগ প্রমাণের পরও দোষীদের কয়েক দফা দায়মুক্তি দেওয়া হয়েছে, এমন নজিরও আছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। কচ্ছপের গতিতে চলা সেই দুদক যেন ঘোড়ার ওপর সওয়ার হয়েছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ী দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অনুসন্ধানের কালোতালিকায় আরও অন্তত শতাধিক দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ ও ব্যবসায়ীর নাম।
অনুসন্ধান তালিকায় নাম আসাদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের। এ ছাড়া রয়েছেন জুনাইদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শাজাহান খান, হাছান মাহমুদ, কামরুল ইসলাম ও হাসানুল হক ইনু।
দুদকের এই রকেট গতি দেখে চোখ কপালে তুলেছেন কমিশনের অনেক কর্মকর্তা। গত ৫ আগস্ট সরকার পতনের পরই কমিশনের গতি বেড়ে যাওয়ার বিষয়ে কথা বলেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, দুদক এখন যাদের অবৈধ সম্পদের অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছে, তার বেশির ভাগ অভিযোগই অনেক আগের। তাঁদের অনেকের দুর্নীতির প্রমাণও রয়েছে। বিভিন্ন সময়ে সরকারের চাপের মুখে কর্মকর্তারা এসব তদন্ত করতে পারেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলফনামায় যে সম্পদের বিবরণ পেশ করেছিলেন, সেখানে আয়ের উৎসবহির্ভূত সম্পদ বেড়েছে এমন অন্তত দেড় শ সাবেক, বর্তমান সংসদ সদস্য ও মন্ত্রীর নাম আলোচনায় উঠে আসে তখন। তবে নির্বাচনের আগে প্রার্থীদের ইমেজের কথা চিন্তা করে বিষয়টি সামনে আনতে চাননি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। চেয়ারম্যান হওয়ার পর থেকে দীর্ঘ আড়াই বছরে দৃশ্যত কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। উল্টো অন্তত এক ডজন এমপির দুর্নীতি করেনি জানিয়ে ক্লিন সার্টিফিকেট প্রদান করেন।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই মুহূর্তে কমিশনের কাজে হস্তক্ষেপ করার কেউ নেই; ফলে কাজটা তারা করতে পারছে, তাই আমরা চাই এসব প্রতিষ্ঠানে যেন নিরপেক্ষ লোক নিয়োগ দেওয়া হয়।

একটি অভিযোগের অনুসন্ধান শেষ করতে ২০ বছর লেগেছে। আবার দীর্ঘ সময় পর অভিযোগ প্রমাণের পরও দোষীদের কয়েক দফা দায়মুক্তি দেওয়া হয়েছে, এমন নজিরও আছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। কচ্ছপের গতিতে চলা সেই দুদক যেন ঘোড়ার ওপর সওয়ার হয়েছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ী দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অনুসন্ধানের কালোতালিকায় আরও অন্তত শতাধিক দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ ও ব্যবসায়ীর নাম।
অনুসন্ধান তালিকায় নাম আসাদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের। এ ছাড়া রয়েছেন জুনাইদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শাজাহান খান, হাছান মাহমুদ, কামরুল ইসলাম ও হাসানুল হক ইনু।
দুদকের এই রকেট গতি দেখে চোখ কপালে তুলেছেন কমিশনের অনেক কর্মকর্তা। গত ৫ আগস্ট সরকার পতনের পরই কমিশনের গতি বেড়ে যাওয়ার বিষয়ে কথা বলেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, দুদক এখন যাদের অবৈধ সম্পদের অনুসন্ধান সিদ্ধান্ত নিয়েছে, তার বেশির ভাগ অভিযোগই অনেক আগের। তাঁদের অনেকের দুর্নীতির প্রমাণও রয়েছে। বিভিন্ন সময়ে সরকারের চাপের মুখে কর্মকর্তারা এসব তদন্ত করতে পারেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলফনামায় যে সম্পদের বিবরণ পেশ করেছিলেন, সেখানে আয়ের উৎসবহির্ভূত সম্পদ বেড়েছে এমন অন্তত দেড় শ সাবেক, বর্তমান সংসদ সদস্য ও মন্ত্রীর নাম আলোচনায় উঠে আসে তখন। তবে নির্বাচনের আগে প্রার্থীদের ইমেজের কথা চিন্তা করে বিষয়টি সামনে আনতে চাননি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। চেয়ারম্যান হওয়ার পর থেকে দীর্ঘ আড়াই বছরে দৃশ্যত কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। উল্টো অন্তত এক ডজন এমপির দুর্নীতি করেনি জানিয়ে ক্লিন সার্টিফিকেট প্রদান করেন।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই মুহূর্তে কমিশনের কাজে হস্তক্ষেপ করার কেউ নেই; ফলে কাজটা তারা করতে পারছে, তাই আমরা চাই এসব প্রতিষ্ঠানে যেন নিরপেক্ষ লোক নিয়োগ দেওয়া হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫