সিরাজগঞ্জ সংবাদদাতা

এসপি হতে চেয়েছিল সন্দীপ কর্মকার নয়ন। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। দোলযাত্রার উদ্যাপনের পর সিরাজগঞ্জে যমুনা নদীতে গত শুক্রবার দুপুর ১২টার দিকে গোসল করতে নামে চার বন্ধু। এরপর দুই বন্ধু ফিরে এলেও নিখোঁজ ছিল সন্দীপ কর্মকার নয়ন ও সকাল সূত্রধর। ওই দিন সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবুরি দল এসে সন্দীপ কর্মকারের মরদেহ উদ্ধার করে। তবে খোঁজ মেলেনি সকাল সূত্রধরের।
সন্দীপ কর্মকার নয়ন গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে এবং নিখোঁজ সকাল সূত্রধর একই মহল্লার বিপ্লব সূত্রধর কালুর ছেলে। তারা উভয় স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
গতকাল বিকেলে ওই দুই শিক্ষার্থীর বাড়িতে গেলে দেখা যায় শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা।
কথা হয় সকাল সূত্রধরের পিসি ভারতী রানীর সঙ্গে। তিনি বলেন, ‘ভাইয়ের একমাত্র ছেলের লাশও পাচ্ছি না আমরা।’
সন্দীপ কর্মকার নয়নের চাচা লক্ষন কর্মকার বলেন, ‘নয়ন এসপি হতে চেয়েছিল। ওর রুমের দেয়াল, ডায়েরি ও গিটারে লেখা সন্দীপ কর্মকার এসপি। সেই আশা ওর আর পূরণ হলো না।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যমুনা নদীতে কয়েকজন বন্ধু বেড়াতে আসে। নৌকায় কিছু দূর যাওয়ার পর চারজন পানিতে নামে। পরে দুজন নৌকায় উঠতে পারলেও আরও দুজনকে আর পাওয়া যায়নি। পরে ডুবুরি দল একজনকে উদ্ধার করে।
স্বজনের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, যে দুজন নিখোঁজ হয়েছিল তারা কেউ সাঁতার জানত না। তবে একজনের মরদেহ রাজশাহী ডুবুরি দল উদ্ধার করেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এসে একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে রায়গঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

এসপি হতে চেয়েছিল সন্দীপ কর্মকার নয়ন। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। দোলযাত্রার উদ্যাপনের পর সিরাজগঞ্জে যমুনা নদীতে গত শুক্রবার দুপুর ১২টার দিকে গোসল করতে নামে চার বন্ধু। এরপর দুই বন্ধু ফিরে এলেও নিখোঁজ ছিল সন্দীপ কর্মকার নয়ন ও সকাল সূত্রধর। ওই দিন সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবুরি দল এসে সন্দীপ কর্মকারের মরদেহ উদ্ধার করে। তবে খোঁজ মেলেনি সকাল সূত্রধরের।
সন্দীপ কর্মকার নয়ন গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে এবং নিখোঁজ সকাল সূত্রধর একই মহল্লার বিপ্লব সূত্রধর কালুর ছেলে। তারা উভয় স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
গতকাল বিকেলে ওই দুই শিক্ষার্থীর বাড়িতে গেলে দেখা যায় শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবা।
কথা হয় সকাল সূত্রধরের পিসি ভারতী রানীর সঙ্গে। তিনি বলেন, ‘ভাইয়ের একমাত্র ছেলের লাশও পাচ্ছি না আমরা।’
সন্দীপ কর্মকার নয়নের চাচা লক্ষন কর্মকার বলেন, ‘নয়ন এসপি হতে চেয়েছিল। ওর রুমের দেয়াল, ডায়েরি ও গিটারে লেখা সন্দীপ কর্মকার এসপি। সেই আশা ওর আর পূরণ হলো না।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যমুনা নদীতে কয়েকজন বন্ধু বেড়াতে আসে। নৌকায় কিছু দূর যাওয়ার পর চারজন পানিতে নামে। পরে দুজন নৌকায় উঠতে পারলেও আরও দুজনকে আর পাওয়া যায়নি। পরে ডুবুরি দল একজনকে উদ্ধার করে।
স্বজনের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, যে দুজন নিখোঁজ হয়েছিল তারা কেউ সাঁতার জানত না। তবে একজনের মরদেহ রাজশাহী ডুবুরি দল উদ্ধার করেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এসে একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে রায়গঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫