উপল বড়ুয়া, ঢাকা

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পে কাদম্বিনী দেবী মরে গিয়ে প্রমাণ করেছিলেন তিনি মরেননি। নিজের অস্তিত্ব প্রমাণে প্রতিবাদ হিসেবে তাঁকে দেহত্যাগ করতে হয়েছিল। বেন স্টোকস প্রতিবাদটা করেছেন একটু ভিন্নভাবে। ওয়ানডে থেকে আকস্মিক বিদায়ের ঘোষণায় বোঝাতে চেয়েছেন, ঠাসা সূচির ‘দমবন্ধ ক্রিকেট’ তাঁর পছন্দ নয়।
নিউজিল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে চলে আসার পর ডারহামকে বানিয়েছিলেন নতুন ‘ঘর’। তিন দিন আগে সেই ডারহামের মাঠ চেস্টার লি স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার সময় বিদায়ের করতালি শুনেছেন ২০১৯ বিশ্বকাপ জয়ের মহানায়ক স্টোকস। বয়স ৩১, চাইলে অনায়াসে আরও কয়েক বছর ওয়ানডে খেলা চালিয়ে যেতে পারতেন। কিন্তু আইসিসির ২০২৩-২৭ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) সংবাদমাধ্যমে প্রকাশের পরই স্টোকসের অবসর নেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার শুরু। ব্যস্ত সূচি নিয়ে তাঁর মন্তব্যই বলে দেয় কতটা হাঁপিয়ে উঠেছেন তিনি, ‘অতিমাত্রায় ক্রিকেট চাপিয়ে দেওয়া হচ্ছে। ঠাসা সূচিতে তিন সংস্করণ চালিয়ে যাওয়া ভীষণ কঠিন হয়ে পড়ছিল। আমরা গাড়ি নই যে জ্বালানি ভরিয়ে চলতেই থাকব।’
আগামী চার বছরের সূচিতে সর্বোচ্চ ৪২টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এ বছরের জুনে আন্তর্জাতিক মৌসুম শুরু হয় ইংলিশদের। শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। এ সময়ে তিন সংস্করণ মিলিয়ে ২৩ ম্যাচ খেলবে তারা। আগামী এক বছরে ঘরে-বাইরে মিলিয়ে খেলায় ব্যস্ত থাকতে হবে ১০০ দিনেরও বেশি। এ ছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ, রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ, ভাইটালিটি টি-২০ ব্লাস্ট, দ্য হানড্রেডের মতো ঘরোয়া টুর্নামেন্ট তো আছেই। সঙ্গে আছে আইপিএলসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ।
চাপ শুধু স্টোকসের একার নয়, আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রায় সব খেলোয়াড়ের জীবনের বেশির ভাগ সময় কেড়ে নিচ্ছে। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৫০০ দিনের কাছাকাছি ক্রিকেট সূচি ছিল ইংল্যান্ডের। দুইয়ে থাকা ভারতের ৪৭২ দিন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সাত মাসে সাতজনকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে হয়েছে ঠাসা সূচির কারণেই।
মূলত টি-টোয়েন্টির আবির্ভাবের পর থেকে ক্রিকেটারদের ব্যস্ততা বেড়ে গেছে। সেটি মাত্রা ছাড়িয়ে গেছে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পরের বছর আইপিএল আবিষ্কারের পর। আইপিএলকে টেক্কা বা তাদের আদলে আরও টুর্নামেন্ট আয়োজনের আশায় অন্য দেশগুলোও নিজেদের ঘরোয়া টি-২০ লিগ চালু করেছে। আরব আমিরাত টি-১০ লিগ এনে বাকিদের যেন আরেকটি সংস্করণকে আলোর মুখ দেখাতে উসকানি দিচ্ছে। এই লিগগুলো আয়োজনের সুযোগ করে দিতে বছরের অন্তত সাড়ে ৩ মাস ছেড়ে দিচ্ছে আইসিসি। এসবের সঙ্গে ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে করোনা। মহামারিতে স্থগিত হয়ে পড়া সিরিজগুলো আয়োজন করা হচ্ছে এখন। ফলে আন্তর্জাতিক সূচিতে চাপ পড়ছে আরও বেশি। অথচ আগের শতাব্দীর শেষ দশকেও আন্তর্জাতিক ম্যাচ দেখতে ক্রিকেট অনুরাগীদের চাতক পাখির মতো অপেক্ষা করতে হতো। আর এখন টুর্নামেন্টের সংখ্যা এত বেশি যে সত্যিকারের ক্রিকেটপ্রেমীরা আর তৃপ্তি খুঁজে পান না। এই ঠাসা সূচির মধ্যে অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৯ বছরের প্রতিটিতেই আইসিসির একটি করে টুর্নামেন্ট—ক্রিকেটারদের দম ফেলবার ফুসরত কই!
সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন তো আর এমনি এমনি ঠাসা সূচিকে ‘পাগলামি’ বলেননি! তবে এত আলোচনা-সমালোচনা পরও ক্রিকেটারদের নিস্তার মিলছে না। প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডই যে আইসিসির ‘লাভের গুড়’ খেতে ও করপোরেট জগতে মিশে যেতে ব্যস্ত।
ওয়ানডে থেকে স্টোকসের আকস্মিক বিদায় ক্রিকেট প্রশাসকদের নিশ্চিতভাবে জাগরণের বার্তা দিয়েছে, চোস্ত এক জবাবও দিয়েছে বটে। সেটা করতে গিয়ে ক্রিকেটের একটি সংস্করণ যে ‘ব্যাড বয়’ থেকে ‘ক্রাইসিস ম্যান’ হয়ে ওঠা একজনকে হারিয়েছে, সে দায়ভার কে নেবে?

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পে কাদম্বিনী দেবী মরে গিয়ে প্রমাণ করেছিলেন তিনি মরেননি। নিজের অস্তিত্ব প্রমাণে প্রতিবাদ হিসেবে তাঁকে দেহত্যাগ করতে হয়েছিল। বেন স্টোকস প্রতিবাদটা করেছেন একটু ভিন্নভাবে। ওয়ানডে থেকে আকস্মিক বিদায়ের ঘোষণায় বোঝাতে চেয়েছেন, ঠাসা সূচির ‘দমবন্ধ ক্রিকেট’ তাঁর পছন্দ নয়।
নিউজিল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে চলে আসার পর ডারহামকে বানিয়েছিলেন নতুন ‘ঘর’। তিন দিন আগে সেই ডারহামের মাঠ চেস্টার লি স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার সময় বিদায়ের করতালি শুনেছেন ২০১৯ বিশ্বকাপ জয়ের মহানায়ক স্টোকস। বয়স ৩১, চাইলে অনায়াসে আরও কয়েক বছর ওয়ানডে খেলা চালিয়ে যেতে পারতেন। কিন্তু আইসিসির ২০২৩-২৭ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) সংবাদমাধ্যমে প্রকাশের পরই স্টোকসের অবসর নেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার শুরু। ব্যস্ত সূচি নিয়ে তাঁর মন্তব্যই বলে দেয় কতটা হাঁপিয়ে উঠেছেন তিনি, ‘অতিমাত্রায় ক্রিকেট চাপিয়ে দেওয়া হচ্ছে। ঠাসা সূচিতে তিন সংস্করণ চালিয়ে যাওয়া ভীষণ কঠিন হয়ে পড়ছিল। আমরা গাড়ি নই যে জ্বালানি ভরিয়ে চলতেই থাকব।’
আগামী চার বছরের সূচিতে সর্বোচ্চ ৪২টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এ বছরের জুনে আন্তর্জাতিক মৌসুম শুরু হয় ইংলিশদের। শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। এ সময়ে তিন সংস্করণ মিলিয়ে ২৩ ম্যাচ খেলবে তারা। আগামী এক বছরে ঘরে-বাইরে মিলিয়ে খেলায় ব্যস্ত থাকতে হবে ১০০ দিনেরও বেশি। এ ছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ, রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ, ভাইটালিটি টি-২০ ব্লাস্ট, দ্য হানড্রেডের মতো ঘরোয়া টুর্নামেন্ট তো আছেই। সঙ্গে আছে আইপিএলসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ।
চাপ শুধু স্টোকসের একার নয়, আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রায় সব খেলোয়াড়ের জীবনের বেশির ভাগ সময় কেড়ে নিচ্ছে। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৫০০ দিনের কাছাকাছি ক্রিকেট সূচি ছিল ইংল্যান্ডের। দুইয়ে থাকা ভারতের ৪৭২ দিন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সাত মাসে সাতজনকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে হয়েছে ঠাসা সূচির কারণেই।
মূলত টি-টোয়েন্টির আবির্ভাবের পর থেকে ক্রিকেটারদের ব্যস্ততা বেড়ে গেছে। সেটি মাত্রা ছাড়িয়ে গেছে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পরের বছর আইপিএল আবিষ্কারের পর। আইপিএলকে টেক্কা বা তাদের আদলে আরও টুর্নামেন্ট আয়োজনের আশায় অন্য দেশগুলোও নিজেদের ঘরোয়া টি-২০ লিগ চালু করেছে। আরব আমিরাত টি-১০ লিগ এনে বাকিদের যেন আরেকটি সংস্করণকে আলোর মুখ দেখাতে উসকানি দিচ্ছে। এই লিগগুলো আয়োজনের সুযোগ করে দিতে বছরের অন্তত সাড়ে ৩ মাস ছেড়ে দিচ্ছে আইসিসি। এসবের সঙ্গে ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে করোনা। মহামারিতে স্থগিত হয়ে পড়া সিরিজগুলো আয়োজন করা হচ্ছে এখন। ফলে আন্তর্জাতিক সূচিতে চাপ পড়ছে আরও বেশি। অথচ আগের শতাব্দীর শেষ দশকেও আন্তর্জাতিক ম্যাচ দেখতে ক্রিকেট অনুরাগীদের চাতক পাখির মতো অপেক্ষা করতে হতো। আর এখন টুর্নামেন্টের সংখ্যা এত বেশি যে সত্যিকারের ক্রিকেটপ্রেমীরা আর তৃপ্তি খুঁজে পান না। এই ঠাসা সূচির মধ্যে অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৯ বছরের প্রতিটিতেই আইসিসির একটি করে টুর্নামেন্ট—ক্রিকেটারদের দম ফেলবার ফুসরত কই!
সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন তো আর এমনি এমনি ঠাসা সূচিকে ‘পাগলামি’ বলেননি! তবে এত আলোচনা-সমালোচনা পরও ক্রিকেটারদের নিস্তার মিলছে না। প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডই যে আইসিসির ‘লাভের গুড়’ খেতে ও করপোরেট জগতে মিশে যেতে ব্যস্ত।
ওয়ানডে থেকে স্টোকসের আকস্মিক বিদায় ক্রিকেট প্রশাসকদের নিশ্চিতভাবে জাগরণের বার্তা দিয়েছে, চোস্ত এক জবাবও দিয়েছে বটে। সেটা করতে গিয়ে ক্রিকেটের একটি সংস্করণ যে ‘ব্যাড বয়’ থেকে ‘ক্রাইসিস ম্যান’ হয়ে ওঠা একজনকে হারিয়েছে, সে দায়ভার কে নেবে?

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫