Ajker Patrika

বাংলাদেশের প্রস্তুতি শুরুর দিন আসছে পাকিস্তানও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ১২
বাংলাদেশের প্রস্তুতি শুরুর দিন আসছে পাকিস্তানও

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেও সেমিফাইনালে শেষ হয়েছে পাকিস্তানের দৌড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর আরব আমিরাতে আর অলস পড়ে থাকছেন না মোহাম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিরা। আজ শনিবার সকালে ঢাকায় পা পড়ছে পাকিস্তান দলের বেশির ভাগ ক্রিকেটারের। একই দিন পাকিস্তান সিরিজের প্রস্তুতিও শুরু করে দিচ্ছে বাংলাদেশ দল।

করোনাকালে এবারই প্রথম কোনো সফরকারী দলকে কোয়ারেন্টিন করতে হচ্ছে না। করোনার দুই ডোজ টিকা নেওয়া থাকলে এবং পরীক্ষায় নেগেটিভ হলেই সরাসরি জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে পারবেন পাকিস্তানের ক্রিকেটাররা। একই প্রক্রিয়ায় হোটেলে প্রবেশ করবে বাংলাদেশ দলও। সুখবর আছে আরেকটি। পাকিস্তান সিরিজ দিয়েই দেড় বছরেরও বেশি সময় পর মাঠে বসে খেলা দেখতে পারবেন বাংলাদেশি সমর্থকেরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সকাল ৮টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পাকিস্তান ক্রিকেট দলকে বহনকারী উড়োজাহাজ। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করবে পাকিস্তান দল। ঢাকায় এসে করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই আগামীকাল সকাল থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা। তবে দলের সঙ্গে আজ আসছেন না অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। তাঁদের দুজনের ১৬ নভেম্বর আসার কথা রয়েছে।

 পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে গতকাল শুক্রবার বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফ ও দলের সঙ্গে না আসা ক্রিকেটারদের ঢাকায় পৌঁছার কথা। আজ দুপুর দেড়টা থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন।

দলীয় সূত্র জানিয়েছে, আজ-কালের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাংলাদেশ। সিরিজের আগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। প্রাথমিক দলটি তাই ১৮-২০ সদস্যের হতে পারে। সিরিজ সামনে রেখে এরই মধ্যে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। শিশিরের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি শুরু হবে দুপুর ২টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত