Ajker Patrika

হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ৫৩
হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

খুলনার রূপসায় উপজেলার রহিমনগর এলাকায় যুবক রাজ খান (১৯) হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, রূপসার রহিমনগর এলাকার মো. মান্নান ওরফে মুরাদ মল্লিকের পুত্র মো. জমশেদ ওরফে জাবেদ (৩৩)। তাকে আদালত ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর আসামি একই এলাকার মৃত বাবু খার ছেলে মো. মিজান খার (৪৫) বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ এনামুল হক, এপিপি এম ইলিয়াছ খান ও এপিপি শাম্মী আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত