Ajker Patrika

ছিনতাই ও টানা পার্টি নিয়ে সতর্ক করলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ১৩
ছিনতাই ও টানা পার্টি নিয়ে সতর্ক করলেন ডিএমপি কমিশনার

ছিনতাই ও টানা পার্টির দৌরাত্ম্য রুখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দায়িত্বরত কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। গতকাল রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন বিভাগে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘শীতকালে বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারিতে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। একই সঙ্গে বাড়ে টানা পার্টির দৌরাত্ম্য। এ জন্য আরও বেশি সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে।’ কারা এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে, তাদের সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করার আহ্বান জানিয়ে পুলিশ সদস্যদের তিনি বলেছেন, ‘আমরা চাকরি করি মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য।’

কমিশনার বলেন, ‘আগামী ডিসেম্বরে উদ্‌যাপিত হবে মুজিব শতবর্ষ। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সকল উপ-পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। টিম ডিএমপি অপরাজেয়—এ বিশ্বাস যেন সকলের থাকে।’

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম (অ্যাডমিন), কৃষ্ণ পদ রায় (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), এ কে এম হাফিজ আক্তার (গোয়েন্দা) প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত