
সাধারণ মানুষের পাশাপাশি বন্যার্তদের সহায়তায় শুরু থেকেই এগিয়ে এসেছেন শোবিজের মানুষ। কেউ তহবিল সংগ্রহ করেছেন, কেউ ত্রাণ নিয়ে ছুটে গেছেন বন্যার্তদের কাছে। দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে তহবিল সংগ্রহ করেছেন মঞ্চ, টেলিভিশন, আলোকচিত্রের সঙ্গে জড়িত সংস্কৃতিকর্মীরা। গেটআপ স্ট্যান্ডআপের ব্যানারে কার্যক্রম চালিয়েছেন সংগীতশিল্পীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও কাজ করেছে মানুষ মানুষের জন্য ব্যানারে। বেশির ভাগ শিল্পী যখন যাঁর যাঁর মতো করে চেষ্টা করছেন, তখন একেবারেই নিশ্চুপ চিত্রনায়ক শাকিব খান। বন্যা নিয়ে এখন পর্যন্ত কোনো কার্যক্রমে দেখা যায়নি তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও কোনো পোস্ট দেননি। তবে ইনস্টাগ্রামে আমেরিকায় অবকাশ জীবনের মুহূর্ত শেয়ার করতে ভুল করেননি শাকিব।
এক দশকের বেশি সময় ধরে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় নাম শাকিব খান। তাই দেশের এই দুর্যোগের সময়ে প্রিয় তারকার নীরবতা মানতে পারছেন না ভক্তরা। দেশের দুর্দিনে শাকিবের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও শাকিবের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী নিজেদের মতো করে উদ্যোগ নিয়েছেন। বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বুবলী।
শুধু শাকিবই রয়ে গেলেন আড়ালে। যদিও নায়কের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা আরেক নায়ক ইমন জানান, রিমার্ক হারল্যানের হয়ে বন্যার্তদের পাশে আছেন তিনি। তবে সেটা কীভাবে, তা জানাননি ইমন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়েও তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও আন্দোলনের শেষ দিকে একটি দায়সারা পোস্ট করেছিলেন।
শাকিব খানকে নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, ঠিক এমন সময়ে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি এ মাসেই মুক্তি পাবে হইচই ও চরকিতে।
ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান। মুক্তির পর থেকে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স—দুই জায়গাতেই দর্শকের ভিড় দেখা গেছে। বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে তুফান। সেখানেও ভালো ব্যবসা করেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।
তুফানে শাকিব অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। আরও আছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার প্রমুখ। শাকিবকে নিয়ে সমালোচনার মধ্যে ওটিটিতে তুফান কতটা সাড়া ফেলতে পারে, এটাই এখন দেখার বিষয়। অতীত পর্যালোচনা করলে দেখা যায় অনেক সময় সমালোচিত তারকার সিনেমা বয়কটের কবলে পড়েছে। শাকিব খানের ক্ষেত্রেও এমনটা ঘটবে কি না, তা সময়ই বলে দেবে।

সাধারণ মানুষের পাশাপাশি বন্যার্তদের সহায়তায় শুরু থেকেই এগিয়ে এসেছেন শোবিজের মানুষ। কেউ তহবিল সংগ্রহ করেছেন, কেউ ত্রাণ নিয়ে ছুটে গেছেন বন্যার্তদের কাছে। দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে তহবিল সংগ্রহ করেছেন মঞ্চ, টেলিভিশন, আলোকচিত্রের সঙ্গে জড়িত সংস্কৃতিকর্মীরা। গেটআপ স্ট্যান্ডআপের ব্যানারে কার্যক্রম চালিয়েছেন সংগীতশিল্পীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও কাজ করেছে মানুষ মানুষের জন্য ব্যানারে। বেশির ভাগ শিল্পী যখন যাঁর যাঁর মতো করে চেষ্টা করছেন, তখন একেবারেই নিশ্চুপ চিত্রনায়ক শাকিব খান। বন্যা নিয়ে এখন পর্যন্ত কোনো কার্যক্রমে দেখা যায়নি তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও কোনো পোস্ট দেননি। তবে ইনস্টাগ্রামে আমেরিকায় অবকাশ জীবনের মুহূর্ত শেয়ার করতে ভুল করেননি শাকিব।
এক দশকের বেশি সময় ধরে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় নাম শাকিব খান। তাই দেশের এই দুর্যোগের সময়ে প্রিয় তারকার নীরবতা মানতে পারছেন না ভক্তরা। দেশের দুর্দিনে শাকিবের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও শাকিবের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী নিজেদের মতো করে উদ্যোগ নিয়েছেন। বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বুবলী।
শুধু শাকিবই রয়ে গেলেন আড়ালে। যদিও নায়কের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা আরেক নায়ক ইমন জানান, রিমার্ক হারল্যানের হয়ে বন্যার্তদের পাশে আছেন তিনি। তবে সেটা কীভাবে, তা জানাননি ইমন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়েও তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও আন্দোলনের শেষ দিকে একটি দায়সারা পোস্ট করেছিলেন।
শাকিব খানকে নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, ঠিক এমন সময়ে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি এ মাসেই মুক্তি পাবে হইচই ও চরকিতে।
ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান। মুক্তির পর থেকে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স—দুই জায়গাতেই দর্শকের ভিড় দেখা গেছে। বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে তুফান। সেখানেও ভালো ব্যবসা করেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।
তুফানে শাকিব অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। আরও আছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার প্রমুখ। শাকিবকে নিয়ে সমালোচনার মধ্যে ওটিটিতে তুফান কতটা সাড়া ফেলতে পারে, এটাই এখন দেখার বিষয়। অতীত পর্যালোচনা করলে দেখা যায় অনেক সময় সমালোচিত তারকার সিনেমা বয়কটের কবলে পড়েছে। শাকিব খানের ক্ষেত্রেও এমনটা ঘটবে কি না, তা সময়ই বলে দেবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫