নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাশের তাঁবুর ভেতরে সাজানো রয়েছে রাজকীয় জগ, গ্লাস, কাঁসা। বাইরে দাঁড়িয়ে আছে কয়েকটি কৃত্রিম খেজুরগাছ। এক পাশে দাঁড়িয়ে আছে মানুষের হাতে তৈরি উট। জ্বলছে রঙিন বাতি। পরিবেশটা দেখলে আরব দেশের বলে মনে হবে। চট্টগ্রামের একমাত্র পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে এমন রাজকীয় ভঙ্গিতে ইফতার পরিবেশন করা হয়। সারিবদ্ধ ওভেনে সাজানো রয়েছে মুখরোচক সব খাবার।
গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচ তারকা হোটেল র্যাডিসনে এমন দৃশ্যের দেখা মেলে। সেখানে র্যাডিসন ব্লুর ব্যবস্থাপক রাফাত সালমান বলেন, স্বাস্থ্যসম্মত, সুস্বাদু ও বর্ণাঢ্য ইফতার আয়োজনে এবার হোটেলটির সাজসজ্জায় আরবীয় প্রতীক ব্যবহার করা হয়েছে। সুস্বাদু খাবারের পাশাপাশি পরিবেশটাও গুরুত্ব দেওয়া হয়েছে।
রাফাত সালমান আরও বলেন, ‘প্রতিবারের মতো এবারও ইফতারের পর বুফে ডিনারের ব্যবস্থা রয়েছে। প্রতিজন মাত্র ৩ হাজার ২৫০ টাকা। ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে দেশি-বিদেশি সব ধরনের খাবারের আয়োজন রয়েছে। বুফেতে ৭০টির ওপরে আইটেম রয়েছে। ইফতারে অ্যারাবিয়ান সুইটস ও হালিম স্পেশাল করা হয়েছে। অন্যান্য আইটেম তো রয়েছেই।’
রাফাত সালমান বলেন, যাঁরা এখানে এসে খেতে চান না, তাঁদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। পাঁচ বর্গ কিলোমিটারের মধ্যে আমরা খাবার পৌঁছে দিচ্ছি। এটা বিনা খরচে ডেলিভারি। প্রথম সারির বেশ কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডে রয়েছে একটি কিনলে একটি ফ্রি-র ব্যবস্থা। এ ছাড়া ইফতার মাহফিল বা অনুষ্ঠান আয়োজনের মেন্যুর দাম শুরু হয়েছে প্রতিজন মাত্র ৯৭০ টাকা থেকে। প্রথম দশ রোজার মধ্যে আপনার ইফতার মাহফিল আয়োজনে এই পাঁচ তারকা হোটেলটি দিচ্ছে আরও বিশেষ ছাড়।
র্যাডিসন ব্লুর এই কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে এখানে খাবার পরিবেশন করা হচ্ছে। রোজার প্রথম দিন থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
র্যাডিসনের ব্যবস্থাপক বলেন, রমজান মাসে হোটেলে থাকার অফারেও থাকছে বিশেষ ছাড়। সুপিরিয়র কিং রুমে থাকা যাচ্ছে মাত্র ৭ হাজার টাকায় পুরো রমজান মাসব্যাপী।

পাশের তাঁবুর ভেতরে সাজানো রয়েছে রাজকীয় জগ, গ্লাস, কাঁসা। বাইরে দাঁড়িয়ে আছে কয়েকটি কৃত্রিম খেজুরগাছ। এক পাশে দাঁড়িয়ে আছে মানুষের হাতে তৈরি উট। জ্বলছে রঙিন বাতি। পরিবেশটা দেখলে আরব দেশের বলে মনে হবে। চট্টগ্রামের একমাত্র পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে এমন রাজকীয় ভঙ্গিতে ইফতার পরিবেশন করা হয়। সারিবদ্ধ ওভেনে সাজানো রয়েছে মুখরোচক সব খাবার।
গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচ তারকা হোটেল র্যাডিসনে এমন দৃশ্যের দেখা মেলে। সেখানে র্যাডিসন ব্লুর ব্যবস্থাপক রাফাত সালমান বলেন, স্বাস্থ্যসম্মত, সুস্বাদু ও বর্ণাঢ্য ইফতার আয়োজনে এবার হোটেলটির সাজসজ্জায় আরবীয় প্রতীক ব্যবহার করা হয়েছে। সুস্বাদু খাবারের পাশাপাশি পরিবেশটাও গুরুত্ব দেওয়া হয়েছে।
রাফাত সালমান আরও বলেন, ‘প্রতিবারের মতো এবারও ইফতারের পর বুফে ডিনারের ব্যবস্থা রয়েছে। প্রতিজন মাত্র ৩ হাজার ২৫০ টাকা। ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে দেশি-বিদেশি সব ধরনের খাবারের আয়োজন রয়েছে। বুফেতে ৭০টির ওপরে আইটেম রয়েছে। ইফতারে অ্যারাবিয়ান সুইটস ও হালিম স্পেশাল করা হয়েছে। অন্যান্য আইটেম তো রয়েছেই।’
রাফাত সালমান বলেন, যাঁরা এখানে এসে খেতে চান না, তাঁদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। পাঁচ বর্গ কিলোমিটারের মধ্যে আমরা খাবার পৌঁছে দিচ্ছি। এটা বিনা খরচে ডেলিভারি। প্রথম সারির বেশ কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডে রয়েছে একটি কিনলে একটি ফ্রি-র ব্যবস্থা। এ ছাড়া ইফতার মাহফিল বা অনুষ্ঠান আয়োজনের মেন্যুর দাম শুরু হয়েছে প্রতিজন মাত্র ৯৭০ টাকা থেকে। প্রথম দশ রোজার মধ্যে আপনার ইফতার মাহফিল আয়োজনে এই পাঁচ তারকা হোটেলটি দিচ্ছে আরও বিশেষ ছাড়।
র্যাডিসন ব্লুর এই কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে এখানে খাবার পরিবেশন করা হচ্ছে। রোজার প্রথম দিন থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
র্যাডিসনের ব্যবস্থাপক বলেন, রমজান মাসে হোটেলে থাকার অফারেও থাকছে বিশেষ ছাড়। সুপিরিয়র কিং রুমে থাকা যাচ্ছে মাত্র ৭ হাজার টাকায় পুরো রমজান মাসব্যাপী।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫