প্রিন্স রাসেল, ঢাকা

দিনের খেলা তখন শেষ। সাজঘরে ফিরে গেছেন দুই দলের ক্রিকেটাররা। মাঠকর্মীরা উইকেট ঢাকা নিয়ে একটু-আধটু ব্যস্ত। ঠিক ওই সময়ে ব্যাট হাতে নেমে পড়লেন ইবাদত হোসেন। সীমানাদড়ির পাশে মিনিট দশেক করলেন ব্যাটিং অনুশীলন। হয়তো ২২ গজেও আসতে পারতেন তিনি। সেটা হয়নি আলোক স্বল্পতার কারণে। প্রকৃতির এই আশীর্বাদ নিয়েও গতকাল ফলোঅন আতঙ্কে কেটেছে বাংলাদেশের।
আশঙ্কা এখনো শেষ হয়ে যায়নি। মিরপুর টেস্টে ফলোঅন এড়াতে আজ পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে করতে হবে আরও ২৫ রান। হাতে আছে ৩ উইকেট। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান, এখনো ২২৪ রান পিছিয়ে। ৪ উইকেটে কাঁটায় কাঁটায় ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন সফরকারী অধিনায়ক বাবর আজম।
বোলিংয়ের হতাশা ছাড়িয়ে গেছে বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ে। এই হতাশার গভীরতা কৃষ্ণগহ্বরে। সাজিদ খানের স্পিনবিষে নীল বাংলাদেশের টপ ও মিডলঅর্ডার। স্বাগতিকদের পতন হওয়া উইকেটের ৬টিই গেছে পাকিস্তানি অফ স্পিনারের ঝুলিতে। ভাগ্যিস মুমিনুল হক রান আউট হয়েছিলেন! না হলে হয়তো তাঁরও ঘাতক হতে পারতেন সাজিদ। তবে সাকিব আল হাসানের সৌভাগ্য বলতেই হবে। রান আউটের হাত থেকে বেঁচে গেছেন তিনি।
দিন শেষে সাকিব অপরাজিত ২৩ রানে। নাজমুল হোসেন শান্ত আউট ৩০ রান করে। ব্যাটিং করতে আসা বাকি সাত ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। তিনজন খুলতে পারেননি রানের খাতা। তবে ‘নাইট ওয়াচম্যান’ তকমার স্বার্থকতা দেখিয়েছেন তাইজুল ইসলাম। আজ সাকিবের সঙ্গী তিনিই। দুজনের প্রথম লক্ষ্য ফলোঅন এড়ানো। এরপর আসল লড়াই—টেস্টটা বাঁচানো।
এসব দৃশ্য মনে করিয়ে দিচ্ছে দুই বছর আগের চট্টগ্রাম টেস্ট। প্রকৃতি দুই হাত বাড়িয়ে দেওয়ার পরও চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। সেদিন সাকিবরা হেরেছিলেন ২২৪ রানে। ওই টেস্টও বাঁচানোর দায়িত্ব বর্তেছিল সাকিবের কাঁধেই। চলমান মিরপুর টেস্টের প্রেক্ষাপটও অনেকটা একই। পার্থক্য শুধু, আফগানদের দুবার ব্যাটিং করিয়েছে বাংলাদেশ। আর পাকিস্তান প্রথম ইনিংসেই কাজটা অনেক দূর এগিয়ে রেখেছে।
পাকিস্তানের কাজটা সহজ করে দিয়েছেন সাজিদ। বাংলাদেশের বেশির ভাগ ব্যাটারই উইকেট দিয়ে এসেছেন তাঁকে। আত্মঘাতী শট আর টেস্ট বিরুদ্ধ অহেতুক আক্রমণাত্মক মেজাজের ব্যাটিং মুমিনুলদের প্রায় ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। অথচ আলোক স্বল্পতার কারণে ১ ওভারের বেশি পেসারদের বিপক্ষে পরীক্ষা দিতে হয়নি বাংলাদেশকে। তবু ধস এড়ানো যায়নি। বিষয়টি মানতে পারছেন না স্বয়ং বাংলাদেশ দলের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন। প্রথম দিনের খেলা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উইকেটে স্পিন হচ্ছিল এবং ওরা ভালো স্পিনও করেছে। কিন্তু ভালো স্পিন খেলার সামর্থ্য তো আমাদের আছে। হয়নি কেন, বা এত তাড়াহুড়ো কেন, সেটা জানি না।’
ধৈর্য আর সংযমের সংস্করণের ফরম্যাট টেস্টে এভাবে উইকেট দেওয়ার প্রতিযোগিতা কেন? এ প্রশ্নে দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাজমুল হাসান শান্তর ব্যাখ্যা, ‘শুধু রক্ষণাত্মক খেলে সারা দিন পার করা কঠিন। শট খেললে ওদের আক্রমণাত্মক ফিল্ডিং ছড়িয়ে যেত। আমার মনে হয় না কেউ অতিরিক্ত আগ্রাসী ছিল।’ কোণঠাসা হয়ে থাকার পরও শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, মিরপুর টেস্ট তাঁরা বাঁচাতে পারবেন, ‘অবশ্যই (ম্যাচ বাঁচানো সম্ভব)। সাকিব ভাই ও তাইজুল ভাই যদি জুটি গড়তে পারে, অবশ্যই আমরা ম্যাচ বাঁচাতে পারব।’
তবে দিনের নায়ক পাকিস্তানি অফ স্পিনার সাজিদ বলেছেন, তাঁরা দ্রুত গুঁড়িয়ে দিতে চান বাংলাদেশকে, ‘পরিকল্পনা হচ্ছে, কাল (আজ) এই তিনজনকে আউট করে ওদের আবার ব্যাটিংয়ে পাঠিয়ে আরেকবার অলআউট করে দিয়ে জয়ের চেষ্টা করা।’

দিনের খেলা তখন শেষ। সাজঘরে ফিরে গেছেন দুই দলের ক্রিকেটাররা। মাঠকর্মীরা উইকেট ঢাকা নিয়ে একটু-আধটু ব্যস্ত। ঠিক ওই সময়ে ব্যাট হাতে নেমে পড়লেন ইবাদত হোসেন। সীমানাদড়ির পাশে মিনিট দশেক করলেন ব্যাটিং অনুশীলন। হয়তো ২২ গজেও আসতে পারতেন তিনি। সেটা হয়নি আলোক স্বল্পতার কারণে। প্রকৃতির এই আশীর্বাদ নিয়েও গতকাল ফলোঅন আতঙ্কে কেটেছে বাংলাদেশের।
আশঙ্কা এখনো শেষ হয়ে যায়নি। মিরপুর টেস্টে ফলোঅন এড়াতে আজ পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে করতে হবে আরও ২৫ রান। হাতে আছে ৩ উইকেট। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান, এখনো ২২৪ রান পিছিয়ে। ৪ উইকেটে কাঁটায় কাঁটায় ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন সফরকারী অধিনায়ক বাবর আজম।
বোলিংয়ের হতাশা ছাড়িয়ে গেছে বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ে। এই হতাশার গভীরতা কৃষ্ণগহ্বরে। সাজিদ খানের স্পিনবিষে নীল বাংলাদেশের টপ ও মিডলঅর্ডার। স্বাগতিকদের পতন হওয়া উইকেটের ৬টিই গেছে পাকিস্তানি অফ স্পিনারের ঝুলিতে। ভাগ্যিস মুমিনুল হক রান আউট হয়েছিলেন! না হলে হয়তো তাঁরও ঘাতক হতে পারতেন সাজিদ। তবে সাকিব আল হাসানের সৌভাগ্য বলতেই হবে। রান আউটের হাত থেকে বেঁচে গেছেন তিনি।
দিন শেষে সাকিব অপরাজিত ২৩ রানে। নাজমুল হোসেন শান্ত আউট ৩০ রান করে। ব্যাটিং করতে আসা বাকি সাত ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। তিনজন খুলতে পারেননি রানের খাতা। তবে ‘নাইট ওয়াচম্যান’ তকমার স্বার্থকতা দেখিয়েছেন তাইজুল ইসলাম। আজ সাকিবের সঙ্গী তিনিই। দুজনের প্রথম লক্ষ্য ফলোঅন এড়ানো। এরপর আসল লড়াই—টেস্টটা বাঁচানো।
এসব দৃশ্য মনে করিয়ে দিচ্ছে দুই বছর আগের চট্টগ্রাম টেস্ট। প্রকৃতি দুই হাত বাড়িয়ে দেওয়ার পরও চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। সেদিন সাকিবরা হেরেছিলেন ২২৪ রানে। ওই টেস্টও বাঁচানোর দায়িত্ব বর্তেছিল সাকিবের কাঁধেই। চলমান মিরপুর টেস্টের প্রেক্ষাপটও অনেকটা একই। পার্থক্য শুধু, আফগানদের দুবার ব্যাটিং করিয়েছে বাংলাদেশ। আর পাকিস্তান প্রথম ইনিংসেই কাজটা অনেক দূর এগিয়ে রেখেছে।
পাকিস্তানের কাজটা সহজ করে দিয়েছেন সাজিদ। বাংলাদেশের বেশির ভাগ ব্যাটারই উইকেট দিয়ে এসেছেন তাঁকে। আত্মঘাতী শট আর টেস্ট বিরুদ্ধ অহেতুক আক্রমণাত্মক মেজাজের ব্যাটিং মুমিনুলদের প্রায় ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। অথচ আলোক স্বল্পতার কারণে ১ ওভারের বেশি পেসারদের বিপক্ষে পরীক্ষা দিতে হয়নি বাংলাদেশকে। তবু ধস এড়ানো যায়নি। বিষয়টি মানতে পারছেন না স্বয়ং বাংলাদেশ দলের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন। প্রথম দিনের খেলা শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘উইকেটে স্পিন হচ্ছিল এবং ওরা ভালো স্পিনও করেছে। কিন্তু ভালো স্পিন খেলার সামর্থ্য তো আমাদের আছে। হয়নি কেন, বা এত তাড়াহুড়ো কেন, সেটা জানি না।’
ধৈর্য আর সংযমের সংস্করণের ফরম্যাট টেস্টে এভাবে উইকেট দেওয়ার প্রতিযোগিতা কেন? এ প্রশ্নে দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাজমুল হাসান শান্তর ব্যাখ্যা, ‘শুধু রক্ষণাত্মক খেলে সারা দিন পার করা কঠিন। শট খেললে ওদের আক্রমণাত্মক ফিল্ডিং ছড়িয়ে যেত। আমার মনে হয় না কেউ অতিরিক্ত আগ্রাসী ছিল।’ কোণঠাসা হয়ে থাকার পরও শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, মিরপুর টেস্ট তাঁরা বাঁচাতে পারবেন, ‘অবশ্যই (ম্যাচ বাঁচানো সম্ভব)। সাকিব ভাই ও তাইজুল ভাই যদি জুটি গড়তে পারে, অবশ্যই আমরা ম্যাচ বাঁচাতে পারব।’
তবে দিনের নায়ক পাকিস্তানি অফ স্পিনার সাজিদ বলেছেন, তাঁরা দ্রুত গুঁড়িয়ে দিতে চান বাংলাদেশকে, ‘পরিকল্পনা হচ্ছে, কাল (আজ) এই তিনজনকে আউট করে ওদের আবার ব্যাটিংয়ে পাঠিয়ে আরেকবার অলআউট করে দিয়ে জয়ের চেষ্টা করা।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫