আবদুল আযীয কাসেমি

রমজান মাসে রোজা ফরজ করার পেছনে আল্লাহ তাআলার অনেক কারণ রয়েছে। তবে সেগুলোর মধ্যে সবচেয়ে মহৎ ও মৌলিক কারণ হলো তাকওয়া অর্জন। খোদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘হে বিশ্বাসীর দল, তোমাদের জন্য রমজানের রোজা আবশ্যক করা হয়েছে, যেভাবে আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকজনের জন্য; যাতে তোমরা তাকওয়া (খোদাভীতি) অর্জন করতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩)
প্রকৃতপক্ষে রোজা হলো তাকওয়ার অনুশীলন। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, রক্ষা করা, ভয় করা, উদ্বিগ্ন থাকা ইত্যাদি। পারিভাষিক অর্থে তাকওয়া হলো, আল্লাহ তাআলার যাবতীয় আদেশ পালন এবং সকল প্রকার গর্হিত ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। মূলত তাকওয়ার মাধ্যমেই একজন মুসলিম নিজেকে আল্লাহর ক্রোধ থেকে রক্ষা করতে এবং তাঁর সন্তুষ্টি অর্জন করার সৌভাগ্য লাভ করতে পারে।
এ তাকওয়া অনুশীলনের অপূর্ব সুযোগ মাহে রমজান। কারণ রোজা হলো আল্লাহর ভয়ে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাসসহ যাবতীয় গর্হিত কাজ থেকে বিরত থাকা। পানাহার ও স্ত্রী সহবাস উভয়ই বৈধ ও শরিয়তসম্মত। তবে রমজান মাসে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত এ দুই কাজ থেকেও নিজেকে বিরত রাখতে হয়। এ দুটি বিষয় বৈধ হলেও বাস্তবিক অর্থে এর মাধ্যমে আমাদের রিপু শক্তিশালী হয় এবং কাম-লিপ্সা পূর্ণতা পায়। রোজা রাখার মধ্য দিয়ে আমাদের ক্ষুধা ও জৈবিক চাহিদা অপূর্ণ রেখে মূলত সেগুলোর অপব্যবহার রোধ করার এক অপূর্ব অনুশীলন হয়ে যায় এবং মানবিক দুর্বলতা থেকে মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়।
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক

রমজান মাসে রোজা ফরজ করার পেছনে আল্লাহ তাআলার অনেক কারণ রয়েছে। তবে সেগুলোর মধ্যে সবচেয়ে মহৎ ও মৌলিক কারণ হলো তাকওয়া অর্জন। খোদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘হে বিশ্বাসীর দল, তোমাদের জন্য রমজানের রোজা আবশ্যক করা হয়েছে, যেভাবে আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকজনের জন্য; যাতে তোমরা তাকওয়া (খোদাভীতি) অর্জন করতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩)
প্রকৃতপক্ষে রোজা হলো তাকওয়ার অনুশীলন। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, রক্ষা করা, ভয় করা, উদ্বিগ্ন থাকা ইত্যাদি। পারিভাষিক অর্থে তাকওয়া হলো, আল্লাহ তাআলার যাবতীয় আদেশ পালন এবং সকল প্রকার গর্হিত ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। মূলত তাকওয়ার মাধ্যমেই একজন মুসলিম নিজেকে আল্লাহর ক্রোধ থেকে রক্ষা করতে এবং তাঁর সন্তুষ্টি অর্জন করার সৌভাগ্য লাভ করতে পারে।
এ তাকওয়া অনুশীলনের অপূর্ব সুযোগ মাহে রমজান। কারণ রোজা হলো আল্লাহর ভয়ে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাসসহ যাবতীয় গর্হিত কাজ থেকে বিরত থাকা। পানাহার ও স্ত্রী সহবাস উভয়ই বৈধ ও শরিয়তসম্মত। তবে রমজান মাসে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত এ দুই কাজ থেকেও নিজেকে বিরত রাখতে হয়। এ দুটি বিষয় বৈধ হলেও বাস্তবিক অর্থে এর মাধ্যমে আমাদের রিপু শক্তিশালী হয় এবং কাম-লিপ্সা পূর্ণতা পায়। রোজা রাখার মধ্য দিয়ে আমাদের ক্ষুধা ও জৈবিক চাহিদা অপূর্ণ রেখে মূলত সেগুলোর অপব্যবহার রোধ করার এক অপূর্ব অনুশীলন হয়ে যায় এবং মানবিক দুর্বলতা থেকে মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়।
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫