নিজস্ব প্রতিবেদক ও ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নি দুর্ঘটনার ৫ দিন পরও নদীতে ভেসে উঠছে লাশ। গতকাল মঙ্গলবার সুগন্ধা ও বিষখালী নদী থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে ঝালকাঠি লঞ্চঘাট-সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স ৩৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার এসআই খোকন হাওলাদার। এরপর গতকাল দুপুরে বিষখালী নদীর চর ভাটারাকান্দা থেকে আরও ১টি লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর ১টার দিকে নদীতীরের কাছে লাশটি ভেসে উঠলে স্থানীয় কয়েকজন কোস্টগার্ডকে জানায়। কোস্টগার্ডের এডি সুমন খান জানান, উদ্ধার করা লাশটি ১৩-১৪ বছরের এক কিশোরের। তার মুখে কিছুটা পোড়া দাগ রয়েছে।
ডিএনএ নমুনা দিলেন ৪৩ জন: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে বরগুনা সদর হাসপাতালের নতুন ভবনের নিচতলায়। এ কাজের জন্য ঢাকা থেকে সিআইডির চারজন সদস্য এসেছেন। নমুনা সংগ্রহ কার্যক্রমে তালিকা তৈরির দায়িত্বে থাকা সিআইডির পরিদর্শক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নমুনা দিতে আসা বরগুনা সদরের রাসেল মিয়া কালু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী, শাশুড়ি, দুই ছেলেমেয়ে নিখোঁজ রয়েছেন। আমি আমার সন্তানদের জন্য ডিএনএ নমুনা দিতে এসেছি। এ ছাড়া আমার স্ত্রীর বোন তাঁর মা ও বোনের জন্য নমুনা দিতে এসেছেন।’ সোহরাব সরদার নামে একজন জানান, ‘আমার ভাইয়ের স্ত্রী ও তাঁর ছেলেমেয়ে নিখোঁজ রয়েছেন। তাঁদের জন্য ভাই ও তাঁর শ্বশুর বাড়ির লোক এসেছেন।’
ডিএনএ নমুনা সংগ্রহ করার পর রিপোর্ট আসতে কত দিন সময় লাগবে জানতে চাইলে সিআইডির কর্মকর্তারা বলেন, ‘ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ হলে সর্বনিম্ন ৩০ দিন সময় লাগবে। লঞ্চ দুর্ঘটনায় স্বজনদের জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’
ঝালকাঠিতে আরেকটি মামলা: লঞ্চে আগুনের ঘটনায় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেছেন নিখোঁজ যাত্রীদের এক স্বজন। তাঁর নাম মনির হোসেন (৩৮)। এ মামলায় অভিযান-১০ লঞ্চের মালিক, চালকসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) মো. মালেক। তিনি বলেন, ‘ঢাকার ডেমরা এলাকার খলিলুর রহমানের ছেলে মনির হোসেনের লিখিত এজাহারটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। এতে আসামি করা হয়েছে অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চে থাকা ২ মাস্টার রিয়াজ শিকদার ও মো. খলিল, ২ চালক মো. মাসুম ও কালাম, সুপারভাইজার মো. আনোয়ার, সুকানি আহসান এবং কেরানি কামরুলকে।
মামলার বাদী রাজধানীর ডেমরা থানার পূর্ব বক্সনগর এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ‘লঞ্চে আগুনের ঘটনায় এই লঞ্চে থাকা আমার বোন তাসলিমা আক্তার (৩২), দুই ভাগনি সুমাইয়া আক্তার মীম (১৫) ও সুমনা আক্তার তানিশা (১০) এবং ৭ বছর বয়সী ভাতিজা জোনায়েদ ইসলাম বায়জিত এখনো নিখোঁজ রয়েছে।’
মনির হোসেন মামলার এজাহারে লিখেছেন রাতে লঞ্চের ইঞ্জিনে যখন ত্রুটি দেখা দেয়, তখনো লঞ্চের স্টাফরা যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলতে থাকেন। লঞ্চটির নিচতলার পেছনের অংশে থাকা ইঞ্জিন রুম থেকে যখন আগুন ধরে যায়, তখন চালক ও স্টাফরা যাত্রীদের বাঁচাতে লঞ্চ তীরে ভেড়ানো বা নোঙর করার চেষ্টাটুকুও করেননি। বরং নিজেরা ঝাঁপিয়ে পড়ে পালিয়েছে। মামলায় এজাহারে লঞ্চটিতে নিরাপত্তা সামগ্রীর ঘাটতির কথাও উল্লেখ করা হয়।
দুই মাস্টার কারাগারে: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় লঞ্চটির ২ মাস্টারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার নৌ-আদালতের বিচারক (বিশেষ মহানগর হাকিম) জয়নাব বেগমের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২ আসামি হলেন লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান।

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নি দুর্ঘটনার ৫ দিন পরও নদীতে ভেসে উঠছে লাশ। গতকাল মঙ্গলবার সুগন্ধা ও বিষখালী নদী থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে ঝালকাঠি লঞ্চঘাট-সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স ৩৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার এসআই খোকন হাওলাদার। এরপর গতকাল দুপুরে বিষখালী নদীর চর ভাটারাকান্দা থেকে আরও ১টি লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর ১টার দিকে নদীতীরের কাছে লাশটি ভেসে উঠলে স্থানীয় কয়েকজন কোস্টগার্ডকে জানায়। কোস্টগার্ডের এডি সুমন খান জানান, উদ্ধার করা লাশটি ১৩-১৪ বছরের এক কিশোরের। তার মুখে কিছুটা পোড়া দাগ রয়েছে।
ডিএনএ নমুনা দিলেন ৪৩ জন: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে বরগুনা সদর হাসপাতালের নতুন ভবনের নিচতলায়। এ কাজের জন্য ঢাকা থেকে সিআইডির চারজন সদস্য এসেছেন। নমুনা সংগ্রহ কার্যক্রমে তালিকা তৈরির দায়িত্বে থাকা সিআইডির পরিদর্শক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নমুনা দিতে আসা বরগুনা সদরের রাসেল মিয়া কালু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী, শাশুড়ি, দুই ছেলেমেয়ে নিখোঁজ রয়েছেন। আমি আমার সন্তানদের জন্য ডিএনএ নমুনা দিতে এসেছি। এ ছাড়া আমার স্ত্রীর বোন তাঁর মা ও বোনের জন্য নমুনা দিতে এসেছেন।’ সোহরাব সরদার নামে একজন জানান, ‘আমার ভাইয়ের স্ত্রী ও তাঁর ছেলেমেয়ে নিখোঁজ রয়েছেন। তাঁদের জন্য ভাই ও তাঁর শ্বশুর বাড়ির লোক এসেছেন।’
ডিএনএ নমুনা সংগ্রহ করার পর রিপোর্ট আসতে কত দিন সময় লাগবে জানতে চাইলে সিআইডির কর্মকর্তারা বলেন, ‘ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শেষ হলে সর্বনিম্ন ৩০ দিন সময় লাগবে। লঞ্চ দুর্ঘটনায় স্বজনদের জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’
ঝালকাঠিতে আরেকটি মামলা: লঞ্চে আগুনের ঘটনায় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেছেন নিখোঁজ যাত্রীদের এক স্বজন। তাঁর নাম মনির হোসেন (৩৮)। এ মামলায় অভিযান-১০ লঞ্চের মালিক, চালকসহ ৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) মো. মালেক। তিনি বলেন, ‘ঢাকার ডেমরা এলাকার খলিলুর রহমানের ছেলে মনির হোসেনের লিখিত এজাহারটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। এতে আসামি করা হয়েছে অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চে থাকা ২ মাস্টার রিয়াজ শিকদার ও মো. খলিল, ২ চালক মো. মাসুম ও কালাম, সুপারভাইজার মো. আনোয়ার, সুকানি আহসান এবং কেরানি কামরুলকে।
মামলার বাদী রাজধানীর ডেমরা থানার পূর্ব বক্সনগর এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ‘লঞ্চে আগুনের ঘটনায় এই লঞ্চে থাকা আমার বোন তাসলিমা আক্তার (৩২), দুই ভাগনি সুমাইয়া আক্তার মীম (১৫) ও সুমনা আক্তার তানিশা (১০) এবং ৭ বছর বয়সী ভাতিজা জোনায়েদ ইসলাম বায়জিত এখনো নিখোঁজ রয়েছে।’
মনির হোসেন মামলার এজাহারে লিখেছেন রাতে লঞ্চের ইঞ্জিনে যখন ত্রুটি দেখা দেয়, তখনো লঞ্চের স্টাফরা যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলতে থাকেন। লঞ্চটির নিচতলার পেছনের অংশে থাকা ইঞ্জিন রুম থেকে যখন আগুন ধরে যায়, তখন চালক ও স্টাফরা যাত্রীদের বাঁচাতে লঞ্চ তীরে ভেড়ানো বা নোঙর করার চেষ্টাটুকুও করেননি। বরং নিজেরা ঝাঁপিয়ে পড়ে পালিয়েছে। মামলায় এজাহারে লঞ্চটিতে নিরাপত্তা সামগ্রীর ঘাটতির কথাও উল্লেখ করা হয়।
দুই মাস্টার কারাগারে: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় লঞ্চটির ২ মাস্টারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার নৌ-আদালতের বিচারক (বিশেষ মহানগর হাকিম) জয়নাব বেগমের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২ আসামি হলেন লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫