Ajker Patrika

নওগাঁ সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪: ০১
নওগাঁ সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্তে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ঢাকাবীল এলাকার সীমান্ত পিলারের কাছে ওই কৃষক তাঁর বোরোখেতে পানি সেচ দেওয়ার সময় তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী কৃষকের নাম মো. মামুন (৩৬)। তিনি উপজেলার নীতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মামুন সীমান্তের ঢাকাবীল এলাকায় তাঁর নিজ বোরোখেতে পানি সেচ দিচ্ছিলেন। এ সময় টহলরত ভারতীয় ১৫৯ কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।

এ বিষয়ে বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘শুনেছি মামুন তাঁর বোরোখেতে পানি সেচ দিচ্ছিলেন। এ সময় সীমান্তের শূন্যরেখার কাছে চলে গেলে টহলরত ভারতের কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা মামুনকে আটক করে নিয়ে যান।’

এ বিষয়ে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কৃষককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, পতাকা বৈঠকের মাধ্যমে খুব শিগগিরই ওই কৃষককে বাংলাদেশে ফেরত আনা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত