Ajker Patrika

নাসির উদ্দিন সিলেটের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সিলেট প্রতিনিধি
নাসির উদ্দিন সিলেটের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগের নাসির উদ্দিন খান। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সিলেট জেলা পরিষদ নির্বাচন। সকাল ৯টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সিলেটের ১৩টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন ৬৪ জন। তাঁদের মধ্যে সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মো. মোছাদ্দিক আহমদ, ২ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৩ নম্বর ওয়ার্ডে নাহিদ হাসান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে  আব্দুল হামিদ, ৬ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন আহমদ, ৭ নম্বর ওয়ার্ডে ফয়জুল আলম ফয়সল, ৮ নম্বর ওয়ার্ডে খসরুল হক, ৯ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান, ১০ নম্বর ওয়ার্ডে সুবাস দাস, ১১ নম্বর ওয়ার্ডে আপ্তাব আলী কালা মিয়া, ১২ নম্বর ওয়ার্ডে  মস্তাক আহমদ পলাশ এবং ১৩ নম্বর ওয়ার্ডে ইফজাল আহমদ চৌধুরী জয়ী হয়েছেন।

অন্যদিকে সংরক্ষিত ওয়ার্ডের পদে ১ নম্বর ওয়ার্ডে এ জেড রওশন জেবিন রুবা, ২ নম্বর ওয়ার্ডে সুষমা সুলতানা রুহি, ৩ নম্বর ওয়ার্ডে হাসিনা বেগম, ৪ নম্বর ওয়ার্ডে তামান্না আক্তার হেনা এবং ৫ নম্বর ওয়ার্ডে মনিজা বেগম জয়ী হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ