হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

এবারের বর্ষায়ও জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না চট্টগ্রামবাসীর। এবার বর্ষায় বিগত বছরগুলোর তুলনায় আরও বেশি জলাবদ্ধতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন নগরবাসী। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কাজ চলমান থাকা খালগুলোতে বাঁধের কারণে এবার জলাবদ্ধতার ভোগান্তি বাড়বে বলে জানিয়েছেন তাঁরা। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে বেশ কয়েক দফায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে খালের ওপর দেওয়া বাঁধগুলো অপসারণ করতে বলা হলেও এখনো অনেক বাঁধ রয়ে গেছে। যে কারণে সামান্য বৃষ্টিতেই নগরে হাঁটুসমান জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
গত ৫ মে সকালে মাত্র ২৩ মিলিমিটার বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকায় হাঁটু পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়। তিন দিন পর গত ৯ মে দ্বিতীয় দফায় মাত্র ১২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাতে নগরের দুই নম্বর গেট ষোলোশহর, মুরাদপুরসহ অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।
নগরের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে ১০ হাজার ৯২১ কোটি টাকার চারটি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পটির অধীনে চট্টগ্রাম নগরের ৫৭টি খালের মধ্যে ৩৬টির সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে শুরু হওয়ার পর গত চার বছরে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এই ৩৬টি খালের মধ্যে মাত্র সাতটি খাল খনন, সম্প্রসারণ কাজ ইতিমধ্যে শেষ করেছে। বাকি খালগুলোর সম্প্রসারণ কাজ এখনো চলছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জানিয়েছে, আগামী জুনের আগেই তারা আরও চারটি খালের কাজ শেষ করতে পারবে। এ ১১টি খাল বুঝে নিতে সিডিএর পক্ষ থেকে ইতিমধ্যে চসিককে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চসিক এখনো এই খালগুলো বুঝে নেয়নি।
ক্ষণাবেক্ষণের খরচ না দিলে জলাবদ্ধতা প্রকল্পের কোনো খালের দেখভালের দায়িত্ব নেবে না বলে জানিয়েছেন করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। জলাবদ্ধতা প্রকল্প নিয়ে গত ৬ এপ্রিল করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন। বৈঠকে মেয়র সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের কাছে খাল রক্ষণাবেক্ষণের জন্য ১০০ কোটি টাকা দাবি করেন। টাকা না পেলে করপোরেশনের পক্ষে এসব খাল, নালা বুঝে নেওয়া সম্ভব নয় বলে তিনি জানান।
ওই দিন বৈঠকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী বলেন, প্রকল্পের আওতায় থাকা ৩৬টি খালের মধ্যে সাতটির কাজ শেষ হয়েছে। আগামী জুনের আগেই আরও ১১টি খালের কাজ শেষ হবে। বর্ষার আগেই সংস্কার কাজের জন্য খালের ওপর দেওয়া বাঁধগুলো অপসারণ করা হবে বলে তিনি বৈঠকে জানান।
ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ফিরিঙ্গি বাজার খালের ওপর দেওয়া বাঁধগুলো এখনো পুরোপুরি অপসারণ করা হয়নি। পানি নিষ্কাশনের জন্য ১০ ইঞ্চি মোট পাইপ দেওয়া হলেও যখন ভারী বর্ষণ হয় তখন ওই পাইপগুলো দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এতে অল্পতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
দুই দিন আগে ১১ মে বান্ডেল খালের ওপর দেওয়া বাঁধ পরিদর্শনে গিয়ে চসিকের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস উদ্দিন বর্ষার আগে খালের ওপর দেওয়া বাঁধগুলো দ্রুত অপসারণের অনুরোধ জানান।
বাঁধগুলো অপসারণের বিষয়ে জানতে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামসকে মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
পরে এ সম্পর্কে জানতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি অনুষ্ঠানে আছেন জানিয়ে কথা বলা সম্ভব নয় বলে জানান।

এবারের বর্ষায়ও জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না চট্টগ্রামবাসীর। এবার বর্ষায় বিগত বছরগুলোর তুলনায় আরও বেশি জলাবদ্ধতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন নগরবাসী। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কাজ চলমান থাকা খালগুলোতে বাঁধের কারণে এবার জলাবদ্ধতার ভোগান্তি বাড়বে বলে জানিয়েছেন তাঁরা। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পক্ষ থেকে বেশ কয়েক দফায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে খালের ওপর দেওয়া বাঁধগুলো অপসারণ করতে বলা হলেও এখনো অনেক বাঁধ রয়ে গেছে। যে কারণে সামান্য বৃষ্টিতেই নগরে হাঁটুসমান জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
গত ৫ মে সকালে মাত্র ২৩ মিলিমিটার বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকায় হাঁটু পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়। তিন দিন পর গত ৯ মে দ্বিতীয় দফায় মাত্র ১২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাতে নগরের দুই নম্বর গেট ষোলোশহর, মুরাদপুরসহ অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।
নগরের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে ১০ হাজার ৯২১ কোটি টাকার চারটি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পটির অধীনে চট্টগ্রাম নগরের ৫৭টি খালের মধ্যে ৩৬টির সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে শুরু হওয়ার পর গত চার বছরে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এই ৩৬টি খালের মধ্যে মাত্র সাতটি খাল খনন, সম্প্রসারণ কাজ ইতিমধ্যে শেষ করেছে। বাকি খালগুলোর সম্প্রসারণ কাজ এখনো চলছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জানিয়েছে, আগামী জুনের আগেই তারা আরও চারটি খালের কাজ শেষ করতে পারবে। এ ১১টি খাল বুঝে নিতে সিডিএর পক্ষ থেকে ইতিমধ্যে চসিককে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চসিক এখনো এই খালগুলো বুঝে নেয়নি।
ক্ষণাবেক্ষণের খরচ না দিলে জলাবদ্ধতা প্রকল্পের কোনো খালের দেখভালের দায়িত্ব নেবে না বলে জানিয়েছেন করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। জলাবদ্ধতা প্রকল্প নিয়ে গত ৬ এপ্রিল করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন। বৈঠকে মেয়র সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের কাছে খাল রক্ষণাবেক্ষণের জন্য ১০০ কোটি টাকা দাবি করেন। টাকা না পেলে করপোরেশনের পক্ষে এসব খাল, নালা বুঝে নেওয়া সম্ভব নয় বলে তিনি জানান।
ওই দিন বৈঠকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী বলেন, প্রকল্পের আওতায় থাকা ৩৬টি খালের মধ্যে সাতটির কাজ শেষ হয়েছে। আগামী জুনের আগেই আরও ১১টি খালের কাজ শেষ হবে। বর্ষার আগেই সংস্কার কাজের জন্য খালের ওপর দেওয়া বাঁধগুলো অপসারণ করা হবে বলে তিনি বৈঠকে জানান।
ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ফিরিঙ্গি বাজার খালের ওপর দেওয়া বাঁধগুলো এখনো পুরোপুরি অপসারণ করা হয়নি। পানি নিষ্কাশনের জন্য ১০ ইঞ্চি মোট পাইপ দেওয়া হলেও যখন ভারী বর্ষণ হয় তখন ওই পাইপগুলো দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এতে অল্পতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
দুই দিন আগে ১১ মে বান্ডেল খালের ওপর দেওয়া বাঁধ পরিদর্শনে গিয়ে চসিকের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস উদ্দিন বর্ষার আগে খালের ওপর দেওয়া বাঁধগুলো দ্রুত অপসারণের অনুরোধ জানান।
বাঁধগুলো অপসারণের বিষয়ে জানতে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামসকে মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
পরে এ সম্পর্কে জানতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি অনুষ্ঠানে আছেন জানিয়ে কথা বলা সম্ভব নয় বলে জানান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫