এনামুল হক, ফুলপুর

ফুলপুরের ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা পাঁচটিতে বিজয়ী হয়েছেন। প্রার্থী বাছাইয়ের ভুল, ইউনিয়ন পর্যায়ে দলীয় কোন্দল, প্রার্থীদের মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা কম থাকা এবং একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা হেরেছেন বলে তৃণমূলের নেতা–কর্মীরা মনে করছেন। গত সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ ইউপিতে ১০ জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পাঁচজন পরাজিত হয়েছেন। নেতা–কর্মীদের মতে, প্রার্থী বাছাইয়ে ভুল এতে বড় ভূমিকা রেখেছে। এ ছাড়া দলীয় অন্তকোন্দল, প্রার্থীদের মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা কম থাকা আর বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা পাঁচটি ইউপিতে সুবিধা করতে পারেননি।
যে পাঁচটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন, সেগুলো হলো ফুলপুর, বওলা, রামভদ্রপুর, রহিমগঞ্জ ও পয়ারী। এর মধ্যে ফুলপুর ইউপিতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেমের বিপক্ষে রেজাউল হক ফকির রাসেল বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন। একাধিক কর্মী বলেন, ইউনিয়নে আবুল কাশেমের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এ জন্য দলের অনেক নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে যাওয়ায় তিনি পরাজিত হয়েছেন।
বওলা ইউপিতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান হারুন-অর-রশিদ নৌকা প্রতীক নিয়েও পরাজিত হন। ওই ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে হামিদুল্লাহ খান মিন্টু, ফরিদ মিয়া ও খলিলুর রহমান শরীফ বিদ্রোহী প্রার্থী ছিলেন। এতে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে বিভাজন দেখা দেয়। ওই ইউপিতে মনোনয়নবঞ্চিত কয়েকজন যোগ্য ছিলেন বলে দলের তৃণমূলের দাবি। ফলে সেখানে আওয়ামী লীগের প্রার্থী জয় পাননি। বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মাহবুব আলম ডালিম।
রামভদ্রপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া হেরে গেছেন। ওই ইউপিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা স্পষ্টত দুভাগে বিভক্ত হয়ে পড়েন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন ছিলেন শক্ত অবস্থানে। তিনিই বিজয়ী হয়েছেন।
রহিমগঞ্জ ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু বিগত সময়ে তাঁর অনেক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে বলে জানিয়েছেন নেতারা। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে দলের একটি অংশ তাঁকে মেনে নিতে না পারায় স্বতন্ত্র প্রার্থী একরাম হোসেন পান্না চৌধুরী বিজয়ী হয়েছেন।
পয়ারী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেন এনামুল হক। কিন্তু মাঠপর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন নেতা–কর্মীরা। এ ছাড়া তাঁর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি বলে ওই ইউনিয়নের নেতা-কর্মীরা জানান।
বিদ্রোহী প্রার্থী হামিদুল্লাহ খান মিন্টু বলেন, দল আমাকে মনোনয়ন দিলে নিশ্চিত বিজয়ী হতাম। তারা প্রার্থী বাছাইয়ে ভুল করেছে বলে দাবি করেন তিনি।
প্রার্থী নির্বাচনে ভুল ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘প্রার্থী বাছাইয়ে ভুল ছিল, তা পুরোপুরি ঠিক না। নির্বাচনের আগে একাধিক স্থানীয় নেতা মনোনয়ন চেয়েছেন। আমরা মনোনয়নপ্রত্যাশীদের নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছে। তারা প্রার্থিতা ঘোষণা করেছেন।
আওয়ামী লীগের পাঁচজন বিজয়ী না হওয়ার ব্যাপারে হাবিবুর রহমান জানান, তাঁরা হয়তো মাঠ সেভাবে গোছাতে পারেনি। কিছু দুর্বলতা ছিলই, এটা তাঁদের ব্যর্থতা। তা ছাড়া একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় তাঁরা তেমন সুবিধা করতে পারেননি। যদিও বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছিল।

ফুলপুরের ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা পাঁচটিতে বিজয়ী হয়েছেন। প্রার্থী বাছাইয়ের ভুল, ইউনিয়ন পর্যায়ে দলীয় কোন্দল, প্রার্থীদের মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা কম থাকা এবং একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা হেরেছেন বলে তৃণমূলের নেতা–কর্মীরা মনে করছেন। গত সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ ইউপিতে ১০ জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পাঁচজন পরাজিত হয়েছেন। নেতা–কর্মীদের মতে, প্রার্থী বাছাইয়ে ভুল এতে বড় ভূমিকা রেখেছে। এ ছাড়া দলীয় অন্তকোন্দল, প্রার্থীদের মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা কম থাকা আর বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থীরা পাঁচটি ইউপিতে সুবিধা করতে পারেননি।
যে পাঁচটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন, সেগুলো হলো ফুলপুর, বওলা, রামভদ্রপুর, রহিমগঞ্জ ও পয়ারী। এর মধ্যে ফুলপুর ইউপিতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেমের বিপক্ষে রেজাউল হক ফকির রাসেল বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন। একাধিক কর্মী বলেন, ইউনিয়নে আবুল কাশেমের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এ জন্য দলের অনেক নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে যাওয়ায় তিনি পরাজিত হয়েছেন।
বওলা ইউপিতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান হারুন-অর-রশিদ নৌকা প্রতীক নিয়েও পরাজিত হন। ওই ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে হামিদুল্লাহ খান মিন্টু, ফরিদ মিয়া ও খলিলুর রহমান শরীফ বিদ্রোহী প্রার্থী ছিলেন। এতে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে বিভাজন দেখা দেয়। ওই ইউপিতে মনোনয়নবঞ্চিত কয়েকজন যোগ্য ছিলেন বলে দলের তৃণমূলের দাবি। ফলে সেখানে আওয়ামী লীগের প্রার্থী জয় পাননি। বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মাহবুব আলম ডালিম।
রামভদ্রপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া হেরে গেছেন। ওই ইউপিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা স্পষ্টত দুভাগে বিভক্ত হয়ে পড়েন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন ছিলেন শক্ত অবস্থানে। তিনিই বিজয়ী হয়েছেন।
রহিমগঞ্জ ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু বিগত সময়ে তাঁর অনেক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে বলে জানিয়েছেন নেতারা। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে দলের একটি অংশ তাঁকে মেনে নিতে না পারায় স্বতন্ত্র প্রার্থী একরাম হোসেন পান্না চৌধুরী বিজয়ী হয়েছেন।
পয়ারী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেন এনামুল হক। কিন্তু মাঠপর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন নেতা–কর্মীরা। এ ছাড়া তাঁর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি বলে ওই ইউনিয়নের নেতা-কর্মীরা জানান।
বিদ্রোহী প্রার্থী হামিদুল্লাহ খান মিন্টু বলেন, দল আমাকে মনোনয়ন দিলে নিশ্চিত বিজয়ী হতাম। তারা প্রার্থী বাছাইয়ে ভুল করেছে বলে দাবি করেন তিনি।
প্রার্থী নির্বাচনে ভুল ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘প্রার্থী বাছাইয়ে ভুল ছিল, তা পুরোপুরি ঠিক না। নির্বাচনের আগে একাধিক স্থানীয় নেতা মনোনয়ন চেয়েছেন। আমরা মনোনয়নপ্রত্যাশীদের নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছে। তারা প্রার্থিতা ঘোষণা করেছেন।
আওয়ামী লীগের পাঁচজন বিজয়ী না হওয়ার ব্যাপারে হাবিবুর রহমান জানান, তাঁরা হয়তো মাঠ সেভাবে গোছাতে পারেনি। কিছু দুর্বলতা ছিলই, এটা তাঁদের ব্যর্থতা। তা ছাড়া একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় তাঁরা তেমন সুবিধা করতে পারেননি। যদিও বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছিল।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫