কোম্পানীগঞ্জ প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। ধলাই নদের পানি কম থাকায় তাঁকে বহনকারী নৌকাটি মাঝপথে আটকে যায়। পরে পর্যটন ঘাটের ইজারাদারের নিয়োজিত লোকজন ঠেলে ঠেলে নৌকাটি সাদা পাথর কেন্দ্রে নিয়ে যান।
উপমন্ত্রীর সঙ্গে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধলাই নদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় নদের গভীরতা কমে গেছে। ওই এলাকায় মাঝি ও যাত্রীদের পানিতে নেমে ঠেলে নৌকা পার করতে হয়। দুই মাস ধরে এই সংকট চলছে। কিন্তু এই সমস্যা নিরসনে স্থানীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ১১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ সফরে এলে বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে জানানো হয়। মন্ত্রী তখন এ সংকট সমাধানের উদ্যোগ নিতে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। এরপরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ধলাই নদের বিশাল এলাকাজুড়ে জেগে উঠেছে চর। নদের প্রশস্ততা কমে যাওয়ায় পরিবর্তন হয়েছে নৌ চলাচলের পথ। বেড়েছে নৌপথের দূরত্ব। পর্যটকবাহী নৌকাগুলো ডুবো চরে আটকে যাচ্ছে।
বোটচালক আতাউর রহমান, লায়েক ও জামাল বলেন, পানি কমে যাওয়ায় মাটিতে লেগে নৌকার পাখা ভেঙে যায়। পরে পানিতে নেমে ঠেলে নৌকা পার করতে হয়।
ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সুমন আহমদ বলেন, ‘নৌ যোগাযোগ ব্যাহত হওয়ার কথা কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কয়েক বছর ধরে আমাদের ব্যবসা চলমান রাখার স্বার্থে নিজেরাই ড্রেজিং করেছি। কিন্তু এ বছর বিজিবি আপত্তি জানালে ড্রেজিং বন্ধ হয়ে যায়।’
সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, পরিকল্পিত উপায়ে ধলাই নদের উৎসমুখ খনন করা দরকার। তাতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় লোকজনও উপকৃত হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম গতকাল শুক্রবার কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। ধলাই নদের পানি কম থাকায় তাঁকে বহনকারী নৌকাটি মাঝপথে আটকে যায়। পরে পর্যটন ঘাটের ইজারাদারের নিয়োজিত লোকজন ঠেলে ঠেলে নৌকাটি সাদা পাথর কেন্দ্রে নিয়ে যান।
উপমন্ত্রীর সঙ্গে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধলাই নদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় নদের গভীরতা কমে গেছে। ওই এলাকায় মাঝি ও যাত্রীদের পানিতে নেমে ঠেলে নৌকা পার করতে হয়। দুই মাস ধরে এই সংকট চলছে। কিন্তু এই সমস্যা নিরসনে স্থানীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত ১১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ সফরে এলে বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে জানানো হয়। মন্ত্রী তখন এ সংকট সমাধানের উদ্যোগ নিতে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। এরপরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ধলাই নদের বিশাল এলাকাজুড়ে জেগে উঠেছে চর। নদের প্রশস্ততা কমে যাওয়ায় পরিবর্তন হয়েছে নৌ চলাচলের পথ। বেড়েছে নৌপথের দূরত্ব। পর্যটকবাহী নৌকাগুলো ডুবো চরে আটকে যাচ্ছে।
বোটচালক আতাউর রহমান, লায়েক ও জামাল বলেন, পানি কমে যাওয়ায় মাটিতে লেগে নৌকার পাখা ভেঙে যায়। পরে পানিতে নেমে ঠেলে নৌকা পার করতে হয়।
ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সুমন আহমদ বলেন, ‘নৌ যোগাযোগ ব্যাহত হওয়ার কথা কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কয়েক বছর ধরে আমাদের ব্যবসা চলমান রাখার স্বার্থে নিজেরাই ড্রেজিং করেছি। কিন্তু এ বছর বিজিবি আপত্তি জানালে ড্রেজিং বন্ধ হয়ে যায়।’
সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, পরিকল্পিত উপায়ে ধলাই নদের উৎসমুখ খনন করা দরকার। তাতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় লোকজনও উপকৃত হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫