নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কেউ ছিনতাইয়ে বাধা দিলেই তাঁকে ছুরিকাঘাত করতেন সাত্তার শাহ (৪০)। চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরের বাসিন্দা এই ব্যক্তির শারীরিক গড়ন ও রঙে মিল রয়েছে ঢাকাই সিনেমার খলনায়ক ডিপজলের সঙ্গে। যে কারণে নিজের নামের সঙ্গে ডিপজল যুক্ত করেন সাত্তার। আচার-আচরণেও নকল করেন ফিল্মি ডিপজলকে। সঙ্গে রাখেন আগ্নেয়াস্ত্র। রয়েছে মাদক সেবনের অভিযোগও। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১৯ মামলার আসামি এই ডিপজল।
গতকাল মঙ্গলবার দুই সহযোগীসহ তাঁকে গ্রেপ্তারের কথা জানায় নগরীর পতেঙ্গা থানা-পুলিশ। সহযোগীরা হলেন রাজু দেবনাথ (৩৬) ও আব্দুল্লাহ্ আল মারুফ (২২)।
গত বছরের ৫ ডিসেম্বর পতেঙ্গা মাইজপাড়ায় দিনদুপুরে বিকাশের এক বিক্রয় কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনতাই করে দুর্বৃত্তরা। পুলিশ সূত্রে জানা গেছে, ডিপজল ও তাঁর সহযোগীরা এ ঘটনায় জড়িত।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ওই দিন টাকার ব্যাগ কেড়ে নিতে না পেরে বিকাশ কর্মকর্তার হাতের কবজিতে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর হাতের রগ কেটে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এই ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি মামলা হয়।
কবির হোসেন বলেন, মামলাটির তদন্তে পুলিশ ডিপজলসহ অন্যদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। এ সময় ডিপজলের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫টি ১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এ ছাড়া তাঁর বাসা থেকে ৫০০টি ইয়াবাও জব্দ করা হয়।
স্ত্রী রোজিনা বেগমের সহায়তায় ডিপজল ইয়াবা ব্যবসায়ও জড়িত বলে জানান ওসি। যে কারণে রোজিনাকেও গ্রেপ্তার করা হয়েছে।

কেউ ছিনতাইয়ে বাধা দিলেই তাঁকে ছুরিকাঘাত করতেন সাত্তার শাহ (৪০)। চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরের বাসিন্দা এই ব্যক্তির শারীরিক গড়ন ও রঙে মিল রয়েছে ঢাকাই সিনেমার খলনায়ক ডিপজলের সঙ্গে। যে কারণে নিজের নামের সঙ্গে ডিপজল যুক্ত করেন সাত্তার। আচার-আচরণেও নকল করেন ফিল্মি ডিপজলকে। সঙ্গে রাখেন আগ্নেয়াস্ত্র। রয়েছে মাদক সেবনের অভিযোগও। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১৯ মামলার আসামি এই ডিপজল।
গতকাল মঙ্গলবার দুই সহযোগীসহ তাঁকে গ্রেপ্তারের কথা জানায় নগরীর পতেঙ্গা থানা-পুলিশ। সহযোগীরা হলেন রাজু দেবনাথ (৩৬) ও আব্দুল্লাহ্ আল মারুফ (২২)।
গত বছরের ৫ ডিসেম্বর পতেঙ্গা মাইজপাড়ায় দিনদুপুরে বিকাশের এক বিক্রয় কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনতাই করে দুর্বৃত্তরা। পুলিশ সূত্রে জানা গেছে, ডিপজল ও তাঁর সহযোগীরা এ ঘটনায় জড়িত।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ওই দিন টাকার ব্যাগ কেড়ে নিতে না পেরে বিকাশ কর্মকর্তার হাতের কবজিতে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর হাতের রগ কেটে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এই ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি মামলা হয়।
কবির হোসেন বলেন, মামলাটির তদন্তে পুলিশ ডিপজলসহ অন্যদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। এ সময় ডিপজলের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫টি ১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এ ছাড়া তাঁর বাসা থেকে ৫০০টি ইয়াবাও জব্দ করা হয়।
স্ত্রী রোজিনা বেগমের সহায়তায় ডিপজল ইয়াবা ব্যবসায়ও জড়িত বলে জানান ওসি। যে কারণে রোজিনাকেও গ্রেপ্তার করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫