রাশেদ কামাল, কালিয়া (নড়াইল)

নড়াইলের কালিয়া উপজেলার ৪ লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভবনটি এখন নিজেই রুগ্ণ হয়ে পড়েছে। ভবনটির দেওয়াল ও পিলারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে ছাদের অংশ ও দেওয়ালের পলেস্তারা। চিকিৎসা সেবা নিতে আসা মানুষসহ কর্মকর্তা কর্মচারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। বিভিন্ন স্থানে ধরা ফাটলে যে কোনো মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কাজল মল্লিক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস সূত্রে জানা যায়, স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৮ সালে ৫ একর জমির ওপর ৩১ শয্যার বিশিষ্ট হাসপাতালটি স্থাপিত হয় । প্রতিষ্ঠাকালে নির্মিত হয় দ্বিতল মূল ভবনটি। পরবর্তী কালে ২০০৯ একটিকে ৫০ শয্যায় রূপান্তরিত করা হয়েছে। পুরোনো এই ভবনটি মেরামতও করা হয়েছে কয়েক বার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রায় ২-৩ বছর আগে ভবনের নিচতলায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের প্রকৌশলীরা পরিদর্শন করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন। কিন্তু বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিক বার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মূল ভবনের নিচতলার বিভিন্ন স্থানের কয়েকটি পিলার ও দেওয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। কয়েক জায়গায় ছাঁদের অংশ খসে পড়ে বেরিয়ে পড়েছে রড। ফাটলগুলো সম্প্রতি রড় আকার ধারণ করেছে। বর্তমানে আরও নতুন ফাটল ধরতে শুরু করেছে। যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অপর দিকে পুরো হাসপাতাল জুড়েই দেওয়ালের পলেস্তারা খসে পড়ে রোগীর ওয়ার্ড গুলোকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর করে তুলছে।
উপজেলার বাঐসোনা গ্রাম থেকে আসা একজন রোগীর স্বজন মো. কামরুজ্জামান বলেছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও জীবন বাঁচাতে এক প্রকার দায়ে পড়েই জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। বিষয়টিতে তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেছেন, হাসপাতালের ভবনটি দীর্ঘদিন আগেই জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ রোগীদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছে।
বিষয়টিতে নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে সম্ভব হয়নি।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী আশুতোষ কর্মকার বলেছেন, ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ০

নড়াইলের কালিয়া উপজেলার ৪ লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভবনটি এখন নিজেই রুগ্ণ হয়ে পড়েছে। ভবনটির দেওয়াল ও পিলারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে ছাদের অংশ ও দেওয়ালের পলেস্তারা। চিকিৎসা সেবা নিতে আসা মানুষসহ কর্মকর্তা কর্মচারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। বিভিন্ন স্থানে ধরা ফাটলে যে কোনো মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কাজল মল্লিক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস সূত্রে জানা যায়, স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৮ সালে ৫ একর জমির ওপর ৩১ শয্যার বিশিষ্ট হাসপাতালটি স্থাপিত হয় । প্রতিষ্ঠাকালে নির্মিত হয় দ্বিতল মূল ভবনটি। পরবর্তী কালে ২০০৯ একটিকে ৫০ শয্যায় রূপান্তরিত করা হয়েছে। পুরোনো এই ভবনটি মেরামতও করা হয়েছে কয়েক বার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রায় ২-৩ বছর আগে ভবনের নিচতলায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের প্রকৌশলীরা পরিদর্শন করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন। কিন্তু বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিক বার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মূল ভবনের নিচতলার বিভিন্ন স্থানের কয়েকটি পিলার ও দেওয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। কয়েক জায়গায় ছাঁদের অংশ খসে পড়ে বেরিয়ে পড়েছে রড। ফাটলগুলো সম্প্রতি রড় আকার ধারণ করেছে। বর্তমানে আরও নতুন ফাটল ধরতে শুরু করেছে। যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অপর দিকে পুরো হাসপাতাল জুড়েই দেওয়ালের পলেস্তারা খসে পড়ে রোগীর ওয়ার্ড গুলোকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর করে তুলছে।
উপজেলার বাঐসোনা গ্রাম থেকে আসা একজন রোগীর স্বজন মো. কামরুজ্জামান বলেছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও জীবন বাঁচাতে এক প্রকার দায়ে পড়েই জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। বিষয়টিতে তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেছেন, হাসপাতালের ভবনটি দীর্ঘদিন আগেই জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ রোগীদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছে।
বিষয়টিতে নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে সম্ভব হয়নি।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী আশুতোষ কর্মকার বলেছেন, ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ০

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫