Ajker Patrika

হিজলায় ২ জনকে পিটিয়ে আহত

হিজলা প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৩৮
হিজলায় ২ জনকে পিটিয়ে আহত

হিজলা উপজেলায় মারপিটের ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ হিজলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, গত বুধবার বেলা ২টার সময় উপজেলার গুযাবাড়িয়া ইউনিয়নের উত্তর মাউলতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন নরসিংহপুর গ্রামের মৃত হাসান সরদারের ছেলে হুমায়ুন (২৫) ও মৃত নুরুল ইসলামের ছেলে জুলহাস (২৬)।

আহত জুলহাস বলেন, ‘গত ১০ ডিসেম্বর মাউলতলা গ্রামের সালাম আকনের দুটি পুকুরের মাছ ৬০ হাজার টাকায় কিনি। তাদের ৫০ হাজার টাকা অগ্রিম দিই। গত বুধবার পুকুরে মেশিনে সেচ দিয়ে মাছ শিকার করতে গেলে সালামসহ তার ছেলেরা বাকি ১০ হাজার টাকার জন্য বাধা দেন। তখন আমরা মাছ ধরে টাকার দেওয়ার কথা বললে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সালাম আকনের ছেলে হিমেল আকন ও রিজন আকন আমাদের পিটিয়ে আহত করে।’

সালাম আকনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ধরেননি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় উভয় পক্ষ দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত