পটুয়াখালী প্রতিনিধি

সারা দেশে ইলিশের পাঁচটি অভয়াশ্রমে মাছ শিকারে আজ মঙ্গলবার শুরু হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞা। পটুয়াখালী জেলার চর রুস্তুম থেকে ভোলা জেলার চর ভেদুরিয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়। এ সময় জেলেরা যেন মাছ শিকার না করেন, সে জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
তবে এই দুই মাস জেলে পরিবারগুলো কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। জানা যায়, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দেশে প্রতি বছর বাড়ছে ইলিশের উৎপাদন। ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ করার পাশাপাশি এখন ইলিশের পোনাগুলো যাতে নির্বিঘ্নে বড় হতে পারে, সে জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই সময় জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখা এবং মাছের চলাচল নির্বিঘ্নে রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এই দুই মাস মাছ শিকার বন্ধ রাখতে পারলে দেশে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে।
বাউফলের বগি এলাকার জেলে সোহরাব মিয়া বলেন, ‘এই ৬-৭ মাস নদীতে মাছ আছেলে না। এহন মাছ পড়া শুরু করছে, আর সরকার অবরোধ দেছে। কি আর করমু, সরকারের নিয়ম মানতে হইবে আমাগো।’
অন্য এক জেলে শানু হাওলাদার বলেন, ‘হঠাৎ কইরা অবরোধ দেছে। আমরা জানিও না, মাইকিংও করে নাই। পরিবার পরিজন নিয়া কি কইরা খামু এই দুই মাস। মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার নাই।’
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, ‘২০২০-২১ অর্থবছরে পটুয়াখালী জেলায় ৭০ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদিত হয়েছে। এ জন্য প্রচারের পাশাপাশি নিষেধাজ্ঞাকে সফল করতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।’

সারা দেশে ইলিশের পাঁচটি অভয়াশ্রমে মাছ শিকারে আজ মঙ্গলবার শুরু হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞা। পটুয়াখালী জেলার চর রুস্তুম থেকে ভোলা জেলার চর ভেদুরিয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়। এ সময় জেলেরা যেন মাছ শিকার না করেন, সে জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
তবে এই দুই মাস জেলে পরিবারগুলো কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। জানা যায়, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দেশে প্রতি বছর বাড়ছে ইলিশের উৎপাদন। ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ করার পাশাপাশি এখন ইলিশের পোনাগুলো যাতে নির্বিঘ্নে বড় হতে পারে, সে জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই সময় জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখা এবং মাছের চলাচল নির্বিঘ্নে রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এই দুই মাস মাছ শিকার বন্ধ রাখতে পারলে দেশে ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে।
বাউফলের বগি এলাকার জেলে সোহরাব মিয়া বলেন, ‘এই ৬-৭ মাস নদীতে মাছ আছেলে না। এহন মাছ পড়া শুরু করছে, আর সরকার অবরোধ দেছে। কি আর করমু, সরকারের নিয়ম মানতে হইবে আমাগো।’
অন্য এক জেলে শানু হাওলাদার বলেন, ‘হঠাৎ কইরা অবরোধ দেছে। আমরা জানিও না, মাইকিংও করে নাই। পরিবার পরিজন নিয়া কি কইরা খামু এই দুই মাস। মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার নাই।’
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, ‘২০২০-২১ অর্থবছরে পটুয়াখালী জেলায় ৭০ হাজার মেট্রিকটন ইলিশ উৎপাদিত হয়েছে। এ জন্য প্রচারের পাশাপাশি নিষেধাজ্ঞাকে সফল করতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫