Ajker Patrika

বান্দরবানে আজ থেকে বুস্টার ডোজ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ৩০
বান্দরবানে আজ থেকে বুস্টার ডোজ

বান্দরবানে করোনা সুরক্ষা টিকার বুস্টার ডোজ আজ রোববার শুরু হচ্ছে। বান্দরবান সদর হাসপাতালের টিকা কেন্দ্রে সকাল ৯টায় এর উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সিভিল সার্জন অংসুই প্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

অংসুই প্রু মারমা জানান, গত ২৮ ডিসেম্বর দেশে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। তবে নিবন্ধন কার্যক্রমে জটিলতার কারণে জেলা-উপজেলা পর্যায়ে বুস্টার ডোজ টিকা দেওয়ার কার্যক্রম কিছুটা বিলম্ব হয়। প্রথম পর্যায়ে সম্মুখ সারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে। পরবর্তীতে সবাইকে এর আওতায় আনা হবে।

এদিকে বান্দরবান স্বাস্থ্য বিভাগের কাছে বর্তমানে সিনোফার্মের টিকা মজুত রয়েছে ২ লাখ ২০ হাজার ৫৪৫ ডোজ এবং ফাইজার টিকা মজুত রয়েছে ১৪ হাজার ৬৮৫ ডোজ। এই টিকা থেকেই বুস্টার ডোজ হিসেবে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন বলেন, যাঁরা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন করেছেন, তাঁদের মোবাইল ফোনে এসএমএস দেওয়া হবে। সেটা নিয়ে টিকা কেন্দ্রে গেলেই বুস্টার ডোজ টিকা দেওয়া হবে।

অংসুই প্রু বলেন, যেহেতু দ্বিতীয় ডোজসহ অনেকেই স্বাভাবিক টিকা দেওয়ার বাকি রয়েছেন তাই ৫ জন সাধারণ টিকা ও একজন বুস্টার ডোজ টিকা-এ আনুপাতিক হারে বান্দরবানে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে, যাতে সবাইকে টিকার আওতায় আসতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত