Ajker Patrika

নোয়াখালী-৪: ৪১ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৪: ৪১ প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে অভিযোগ

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শিহাব উদ্দিন শাহিন। গতকাল বুধবার সকালে জেলা শহরের মাইজদীর নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। 

এ সময় শাহিন অভিযোগ করেন, নির্বাচনে ভোট গ্রহণের আগে ও পরে তাঁর কর্মী-সমর্থকদের মারধর, জখম এবং বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। জাল ভোটসহ কেন্দ্রে বিভিন্ন অনিয়ম করার অভিযোগ এনে ৪২ জন প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

শাহিন বলেন, ‘নির্বাচনের আগে ও পরে প্রায় শতাধিক নেতা-কর্মী, সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছে নৌকার প্রার্থীর লোকজন। ভাঙচুর ও বোমা হামলা করা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানে। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী, অনেকে এখনো হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন প্রায় ৪২ জন প্রিসাইডিং কর্মকর্তা নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর পক্ষ নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে পক্ষপাতমূলক দায়িত্ব পালন করেছেন।’ 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নির্বাচনের পর থেকে গত মঙ্গলবার রাত পর্যন্ত শাহিনের অর্ধশতাধিক কর্মী-সমর্থককে মারধরের পাশাপাশি অনেকের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত