গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আনোয়ারা বেগমের (৪০) সংসার। অনেক স্বপ্ন ছিল পরিবারটির। সুখে-শান্তিতে বসবাস করে আসছিলেন পরিবার নিয়ে। কিন্তু দুই সপ্তাহ আগে ভয়াবহ বন্যা তাঁর জীবনে কালো মেঘ হয়ে নেমে আসে। নিজের তৈরি সব স্বপ্ন ধূলিসাৎ করে দেয় প্রলয়ংকরী বন্যা। নিজের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় এখন তিনি অন্যের বসতঘরে বাস করছেন।
সুখের জীবনের স্মৃতিচারণ করে কাঁদতে কাঁদতে আনোয়ারা বলেন, ‘স্বামীডাও বেকার। ঋণ করে পোলাডারে বিদেশ দিছিলাম। তারপর পোলাডা টাকা-পয়সা দিল আর ব্যাংক থাইকা লোন নিয়া ঘরডা করছিলাম। এই বন্যায় আমগো সবকিছু শেষ কইরা দিল। এইবারের মতো বন্যা আর দেখি নাই। অখন যে কিবা করে আমরা বাঁচমু বাজান, আমগো কোনো পথ নাই। খালি বাড়িডাই আমার আছে। আর কিচ্ছু নাই।’
পরিবারের অসহায়ত্ব প্রকাশ করে আনোয়ারা বেগম আরও বলেন, ‘এখন মাইনসের বাড়িতে গিয়া উঠছি। মাইনসে যেটা দিতাছে, তা-ই খাইতাছি। আর এখন থাকার মতো, চলার মতো অবস্থা নাই। সরকারে যদি কিছু দিত, তাইলে আমরা চলতে পারতাম।’
আনোয়ারা বেগমের ছেলে ইমরান আহমদ মালদ্বীপপ্রবাসী। তিনি বন্যার আগেই দেশে এসেছেন। পরিবারের সঙ্গে ঈদ করার ইচ্ছে ছিল। কিন্তু তাঁর ঈদের খুশি বানের জলে ভেসে গেছে।
ইমরান বলেন, ‘বিদেশ যাওয়ার সময় লোন করে গিয়েছিলাম। সাত বছর পর দেশে এসেছি পরিবারের সঙ্গে একটা ঈদ করতে। কিন্তু বন্যায় আমাদের বাড়িঘর ভেঙে গেছে। ঘরের সবকিছু পানিতে নিয়ে গেছে। নিজের পাসপোর্ট, কাগজপত্র, পারমিট ভিসাসহ প্রয়োজনীয় সবকিছু নিয়া গেছে। এখন বিদেশও যাইতে পারব না। ওই দেশের মালিকও যোগাযোগ করছে, তাঁরা বলছে কাগজপাতি ছাড়া যাওয়া যাবে না।’
আসামপাড়া এলাকার জুলহাস মিয়াও তাঁর পাকা বসতঘর হারিয়ে নিঃস্বপ্রায়। পরিবারে বৃদ্ধ মা, চার ছেলে ও স্ত্রী নিয়ে বাস করতেন। বন্যায় সবকিছু হারিয়ে তিনিও দিশেহারা।
শুধু আনোয়ারা বেগম ও জুলহাস মিয়াই নন, বরং গোয়াইনঘাটের নয়াগাঙের পাড় এলাকার আরও আটটি পরিবার এবারের বন্যায় বসতঘর হারিয়েছে। সব হারিয়ে এই মানুষগুলোর জীবনে নেমে এসেছে কালো মেঘ। তাঁদের দুঃখ-দুর্দশার যেন অন্ত নেই। ঘরের মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কয়েক দিন আগেও সবাই আশা নিয়ে বেঁচে থাকার অবলম্বন করছিলেন। কিন্তু হঠাৎই এই কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁদের স্বপ্ন। এখন স্বপ্ন নয়, বেঁচে থাকার লড়াইটাই যেন তাঁদের কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছে।

স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আনোয়ারা বেগমের (৪০) সংসার। অনেক স্বপ্ন ছিল পরিবারটির। সুখে-শান্তিতে বসবাস করে আসছিলেন পরিবার নিয়ে। কিন্তু দুই সপ্তাহ আগে ভয়াবহ বন্যা তাঁর জীবনে কালো মেঘ হয়ে নেমে আসে। নিজের তৈরি সব স্বপ্ন ধূলিসাৎ করে দেয় প্রলয়ংকরী বন্যা। নিজের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় এখন তিনি অন্যের বসতঘরে বাস করছেন।
সুখের জীবনের স্মৃতিচারণ করে কাঁদতে কাঁদতে আনোয়ারা বলেন, ‘স্বামীডাও বেকার। ঋণ করে পোলাডারে বিদেশ দিছিলাম। তারপর পোলাডা টাকা-পয়সা দিল আর ব্যাংক থাইকা লোন নিয়া ঘরডা করছিলাম। এই বন্যায় আমগো সবকিছু শেষ কইরা দিল। এইবারের মতো বন্যা আর দেখি নাই। অখন যে কিবা করে আমরা বাঁচমু বাজান, আমগো কোনো পথ নাই। খালি বাড়িডাই আমার আছে। আর কিচ্ছু নাই।’
পরিবারের অসহায়ত্ব প্রকাশ করে আনোয়ারা বেগম আরও বলেন, ‘এখন মাইনসের বাড়িতে গিয়া উঠছি। মাইনসে যেটা দিতাছে, তা-ই খাইতাছি। আর এখন থাকার মতো, চলার মতো অবস্থা নাই। সরকারে যদি কিছু দিত, তাইলে আমরা চলতে পারতাম।’
আনোয়ারা বেগমের ছেলে ইমরান আহমদ মালদ্বীপপ্রবাসী। তিনি বন্যার আগেই দেশে এসেছেন। পরিবারের সঙ্গে ঈদ করার ইচ্ছে ছিল। কিন্তু তাঁর ঈদের খুশি বানের জলে ভেসে গেছে।
ইমরান বলেন, ‘বিদেশ যাওয়ার সময় লোন করে গিয়েছিলাম। সাত বছর পর দেশে এসেছি পরিবারের সঙ্গে একটা ঈদ করতে। কিন্তু বন্যায় আমাদের বাড়িঘর ভেঙে গেছে। ঘরের সবকিছু পানিতে নিয়ে গেছে। নিজের পাসপোর্ট, কাগজপত্র, পারমিট ভিসাসহ প্রয়োজনীয় সবকিছু নিয়া গেছে। এখন বিদেশও যাইতে পারব না। ওই দেশের মালিকও যোগাযোগ করছে, তাঁরা বলছে কাগজপাতি ছাড়া যাওয়া যাবে না।’
আসামপাড়া এলাকার জুলহাস মিয়াও তাঁর পাকা বসতঘর হারিয়ে নিঃস্বপ্রায়। পরিবারে বৃদ্ধ মা, চার ছেলে ও স্ত্রী নিয়ে বাস করতেন। বন্যায় সবকিছু হারিয়ে তিনিও দিশেহারা।
শুধু আনোয়ারা বেগম ও জুলহাস মিয়াই নন, বরং গোয়াইনঘাটের নয়াগাঙের পাড় এলাকার আরও আটটি পরিবার এবারের বন্যায় বসতঘর হারিয়েছে। সব হারিয়ে এই মানুষগুলোর জীবনে নেমে এসেছে কালো মেঘ। তাঁদের দুঃখ-দুর্দশার যেন অন্ত নেই। ঘরের মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কয়েক দিন আগেও সবাই আশা নিয়ে বেঁচে থাকার অবলম্বন করছিলেন। কিন্তু হঠাৎই এই কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁদের স্বপ্ন। এখন স্বপ্ন নয়, বেঁচে থাকার লড়াইটাই যেন তাঁদের কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫