Ajker Patrika

ডিমলায় পরিত্যক্ত স্কুল ভবনের বারান্দায় ক্লাস

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় পরিত্যক্ত স্কুল ভবনের বারান্দায় ক্লাস

নীলফামারীর ডিমলায় দুর্ঘটনার আশঙ্কা থাকায় নাউতারা কৈ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ স্কুল ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। গত ৩১ অক্টোবর প্রকৌশল বিভাগের একটি তদন্ত দল পরিদর্শনের পর বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এর আগে পলেস্তারা ‘খসা, ফাটল ধরা ভবনে পাঠদান’ শিরোনামে ১৪ অক্টোবর আজকের পত্রিকায় একটি খবর প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর দুই সপ্তাহের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুজ্জামান ওই ভবনটি পরিদর্শন করে পাঠদানের অনুপযোগী বলে রিপোর্ট দেন। পরে উপজেলা প্রকৌশল বিভাগ বিদ্যালয় ঘুরে দেখে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দেন।

শিক্ষকেরা জানান, বর্তমানে ছেলেমেয়েদের লেখাপড়া চালিয়ে নেওয়ার স্বার্থে আলাদা শ্রেণিকক্ষ না থাকায় পুরোনো টিনের চালার বারান্দায় মাটিতে পাটি বিছিয়ে পাঠদানের ব্যবস্থা নিয়েছেন তাঁরা। 
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদেকুল জানায়, শ্রেণিকক্ষের বাইরে চেয়ার-টেবিল না থাকায় মাটিতে বসে ক্লাস করতে তাদের খুব অসুবিধা হচ্ছে। রোদের কারণে টিনের চালা খুবই গরম হয়। বসে থাকা যায় না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা জানান,  প্রকৌশল বিভাগের একটি তদন্ত দল পরিদর্শন করে গত ৩১ অক্টোবর বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনকে ব্যবহার না করার পরামর্শ দিয়ে পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর কক্ষ-সংকটের কারণে বিদ্যালয়ে একটি টিনের বেড়ার চালা নির্মাণ করা হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শফিউল আলম জানান, সরেজমিনে দেখে-শুনে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসকে চিঠি দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ভবনের ভগ্নদশার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত