ইয়াহ্ইয়া মারুফ, সিলেট

সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগানের শ্রমিক লিমা লোহার (২৪)। অল্প বয়সে বিয়ে হয়েছিল। অনলাইন/ ইন্টারনেট সম্পর্কে কোনো জ্ঞান নেই তাঁর। কীভাবে টাচ মোবাইল (স্মার্টফোন) ব্যবহার করতে হয় কিংবা কীভাবে অনলাইনে সরকারি সেবা পেতে হয় তা জানতেন না এ গৃহবধূ।
লিমা এখন নিজের সন্তানকে অনলাইনে আবেদন করে স্কুলে ভর্তি করিয়েছেন। নিজের ও শ্বশুর-শাশুড়ির আইডি কার্ড করেছেন। ইউটিউব থেকে রান্নাবান্না শিখেছেন। এমনকি নারী ও শিশু নির্যাতন হলে সরকারি সেবা নম্বরে ফোনও করতে পারেন। শুধু লিমা লোহার নয়, তাঁর মতো অনেক নারী-পুরুষ, কিশোরী-তরুণী এখন ডিজিটাল জ্ঞানের অধিকারী হয়েছেন। এটি সম্ভব হয়েছে ‘সেইফ ডিজিটাল স্পেইস ফর গার্লস অ্যান্ড ইয়ুথ প্রজেক্ট’ (এসডিএসজিওয়াইপি) প্রকল্পটির মাধ্যমে।
‘সবার জন্য ডিজিটাল দক্ষতা’ স্লোগানে টেলিনর, গ্রামীণফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল যৌথ উদ্যোগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রকল্পটি হাতে নেয়। স্থানীয়ভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রিলায়েন্স ওমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও)। প্রকল্পটির অগ্রগতি ও মূল্যায়ন পরিদর্শন করতে গত ১৯, ২০ ও ২১ মে যথাক্রমে সাভারের ধামরাই, মৌলভীবাজার ও সিলেটের চা-বাগান এবং সুনামগঞ্জের হাওর এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমানসহ অনেকে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার সুবিধাভোগীদের নিয়ে সিলেটের লাক্কাতুরা চা-বাগানের গলফ ক্লাব মাঠে প্রকল্পটির অগ্রগতি ও মূল্যায়ন পরিদর্শন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় লিমার মতো অর্ধশত নারী-পুরুষ তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, দুই বছরের মধ্যে সারা দেশের ২৩ লাখ ৫০ হাজার নারী-পুরুষ, কিশোরী ও তরুণীকে ডিজিটাল জ্ঞান, দক্ষতা, সহনশীলতা ও নিরাপদ অনলাইন-ইন্টারনেট ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে দেড় বছর আগে প্রকল্পটির শুরু হয়।
সোমবার সুবিধাভোগীদের অনেকের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। লিমার মতো আরেক নারী চা-শ্রমিক সুমি গোয়ালা। সুমি বলেন, ‘প্রশিক্ষণটি তাঁর অনেক উপকারে এসেছে। এর আগে বাচ্চার জন্মনিবন্ধন, নিজের ভোটার আইডি কার্ড, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা সম্পর্কে কোনো ধারণা ছিল না।

সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগানের শ্রমিক লিমা লোহার (২৪)। অল্প বয়সে বিয়ে হয়েছিল। অনলাইন/ ইন্টারনেট সম্পর্কে কোনো জ্ঞান নেই তাঁর। কীভাবে টাচ মোবাইল (স্মার্টফোন) ব্যবহার করতে হয় কিংবা কীভাবে অনলাইনে সরকারি সেবা পেতে হয় তা জানতেন না এ গৃহবধূ।
লিমা এখন নিজের সন্তানকে অনলাইনে আবেদন করে স্কুলে ভর্তি করিয়েছেন। নিজের ও শ্বশুর-শাশুড়ির আইডি কার্ড করেছেন। ইউটিউব থেকে রান্নাবান্না শিখেছেন। এমনকি নারী ও শিশু নির্যাতন হলে সরকারি সেবা নম্বরে ফোনও করতে পারেন। শুধু লিমা লোহার নয়, তাঁর মতো অনেক নারী-পুরুষ, কিশোরী-তরুণী এখন ডিজিটাল জ্ঞানের অধিকারী হয়েছেন। এটি সম্ভব হয়েছে ‘সেইফ ডিজিটাল স্পেইস ফর গার্লস অ্যান্ড ইয়ুথ প্রজেক্ট’ (এসডিএসজিওয়াইপি) প্রকল্পটির মাধ্যমে।
‘সবার জন্য ডিজিটাল দক্ষতা’ স্লোগানে টেলিনর, গ্রামীণফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল যৌথ উদ্যোগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রকল্পটি হাতে নেয়। স্থানীয়ভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রিলায়েন্স ওমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও)। প্রকল্পটির অগ্রগতি ও মূল্যায়ন পরিদর্শন করতে গত ১৯, ২০ ও ২১ মে যথাক্রমে সাভারের ধামরাই, মৌলভীবাজার ও সিলেটের চা-বাগান এবং সুনামগঞ্জের হাওর এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমানসহ অনেকে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার সুবিধাভোগীদের নিয়ে সিলেটের লাক্কাতুরা চা-বাগানের গলফ ক্লাব মাঠে প্রকল্পটির অগ্রগতি ও মূল্যায়ন পরিদর্শন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় লিমার মতো অর্ধশত নারী-পুরুষ তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, দুই বছরের মধ্যে সারা দেশের ২৩ লাখ ৫০ হাজার নারী-পুরুষ, কিশোরী ও তরুণীকে ডিজিটাল জ্ঞান, দক্ষতা, সহনশীলতা ও নিরাপদ অনলাইন-ইন্টারনেট ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে দেড় বছর আগে প্রকল্পটির শুরু হয়।
সোমবার সুবিধাভোগীদের অনেকের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। লিমার মতো আরেক নারী চা-শ্রমিক সুমি গোয়ালা। সুমি বলেন, ‘প্রশিক্ষণটি তাঁর অনেক উপকারে এসেছে। এর আগে বাচ্চার জন্মনিবন্ধন, নিজের ভোটার আইডি কার্ড, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা সম্পর্কে কোনো ধারণা ছিল না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫