Ajker Patrika

বেহাল সড়কে নিত্য ভোগান্তি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯: ১৩
বেহাল সড়কে নিত্য ভোগান্তি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা যায়, সরল ইউনিয়নের মোবারক আলী সড়ক, সরলিয়া বাজার সড়ক, মিনজিরীতলা সড়ক, হটতকিতলা-সাগরপাড় সিআরসি সড়ক ও হাজী ফজল আহমেদ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে এসব সড়কে হাঁটুপানি হয়ে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। এতে যাতায়াতের পাশাপাশি যান চলাচলে পড়তে হয় ভোগান্তিতে। অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার আশ্বাস দেওয়া হলেও সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে অবহেলায় পড়ে রয়েছে। দ্রুত সড়কগুলো সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

স্থানীয় বাসিন্দা হাবিব উল্লাহ বলেন, সব এলাকার সড়কের উন্নয়নকাজ করা হলেও আমাদের ইউনিয়নে কোনো কাজ করা হয়নি। বারবার বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোনো কাজ হয়নি।

এ ব্যাপারে সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘ইউনিয়নের প্রতিটি জায়গায় উন্নয়নকাজ চলছে। পর্যায়ক্রমে সব জায়গার রাস্তাঘাট মেরামত করা হবে।’

বাঁশখালী উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সরল ইউনিয়নের সব রাস্তা আমাদের এলজিইডির অন্তর্ভুক্ত নয়। ওই ইউনিয়নে সরেজমিনে দেখে ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত