Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে অর্ধেক ফুলও বিক্রি হয়নি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৪
সিদ্ধিরগঞ্জে অর্ধেক ফুলও বিক্রি হয়নি

২১ ফেব্রুয়ারি উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ফুলের দোকানগুলোতে প্রায় প্রতিবছর প্রচুর পরিমাণ ফুল বিক্রি হয়। আগের দিন রাত থেকে জমে উঠত বেচাকেনা। কিন্তু এবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফুলের দোকানগুলোতে ক্রেতার সংখ্যা অনেক কম ছিল। ব্যবসায়ীরা যে ফুল কিনেছিলেন, তার অর্ধেকও বিক্রি করতে পারেননি।

সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাইকারি ফুল বিক্রেতার পাশাপাশি এলাকার রাস্তার পাশে গলির মুখে বসেছিল ছোট ছোট ফুলের দোকান। কেউ কেউ বসেন ছোট বালতি, বল বা ড্রাম নিয়ে। এ ছাড়া অনেকে চেয়ার-টেবিল নিয়ে ফুল বিক্রি করতে বসেন। এবার এসব দোকানেও তেমন কোনো বেচাকেনা ছিল না।

ফুল ব্যবসায়ী তারেক বলেন, ‘করোনার আগে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে অনেক ফুল বিক্রি হতো। গত দুই বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আশানুরূপ বিক্রি হয় নাই। অর্ধেকের বেশি ফুল দোকানে পড়ে আছে। এতে আমাদের পুঁজি হারানোর শঙ্কা দেখা দিয়েছে।’

হীরাঝিল এলাকার মৌসুমি ফুল ব্যবসায়ী তানভীর ইসলাম বলেন, ‘বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে এই ফুলের দোকান দিয়েছি। যে পরিমাণ ফুল আমি এনেছি, তার বেশির ভাগ বিক্রি হয় নাই।’

মিজমিজি এলাকার মৌসুমি ফুল ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, ‘স্কুল খোলা থাকা অবস্থায় আমি ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিন থেকে চার হাজার টাকার ফুল বিক্রি করতাম। এ ছাড়া ২১ ফেব্রুয়ারির সকাল থেকে দুপুর পর্যন্ত দু-তিন হাজার টাকার ফুল বিক্রি করতাম। কিন্তু এবার স্কুল বন্ধ থাকায় আমি দুই হাজার টাকার ফুলও বিক্রি করতে পারি নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত