মো. খায়রুল ইসলাম, গৌরনদী (বরিশাল)

গৌরনদীর জ্ঞানভান্ডার খ্যাত গৌরনদী পাবলিক লাইব্রেরিটির রাজনৈতিক করণে নাম বদলেছে বারবার। বর্তমানে পাবলিক লাইব্রেরি নাম পরিবর্তন করে শহীদ স্মৃতি পাঠাগার রাখা হয়েছে। বিভিন্ন ভাষার দেশি-বিদেশি দুর্লভ ২৫ হাজার গ্রন্থের ভান্ডার এই পাঠাগারটি এখন উইপোকা আর ইঁদুরের বাসস্থান ও খাদ্যর চাহিদা মেটাচ্ছে। চুরি হয়ে গেছে কয়েক হাজার মূল্যবান গ্রন্থ। অনেকে বই পড়তে নিয়ে আর ফেরত দেননি। আর ৭ বছর ধরে বন্ধ অযত্ন-অবহেলার শিকার প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির এমন দুরবস্থা জন্য ক্ষোভ জানিয়ে একে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
১৯৭৫ সালের ৭ মে বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী এবং বঙ্গবন্ধু সরকারের প্রভাবশালী মন্ত্রী ও বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বড় পরিকল্পনা নিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। উদ্যোগ ছিল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ এবং শহীদ স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় মসজিদ ঈদগা ময়দানের সামনে প্রায় ১৪ শতাংশ জমির ওপর এর যাত্রা শুরু হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় অবিভক্ত গৌরনদীসহ পার্শ্ববর্তী এলাকার যুবক, ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকদের পদচারণায় মুখর ছিল গৌরনদী পাবলিক লাইব্রেরি।
গৌরনদী পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য ও লাইব্রেরি পরিচালনা কমিটির সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, পাঠাগারটি প্রতিষ্ঠার পর থেকে পদাধিকার বলে ইউএনওরা সভাপতি ও লাইব্রেরির সদস্যদের মধ্য থেকে নির্বাচিত কমিটি এটি পরিচালনা করতেন।
১৯ বছর লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালনকারী স্কুলশিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, সরকারি অনুদান হিসেবে জাতীয় গ্রন্থাগার থেকে বছরে নগদ ৭ হাজার টাকা ও ৭ হাজার টাকার বই পাওয়া যেত। সদস্যদের চাঁদা ও বিশিষ্টজনের অনুদান দিয়েই বেতনভাতা দেওয়া হতো।
গৌরনদীর প্রবীণ কবি ও লেখক সিকদার রেজাউল করিম বলেন, আমার নিজের চোখে দেখেছি এ জ্ঞান ভান্ডারে বাংলা, ইংরেজি, আরবি, ফারসি ভাষার অনেক দুর্লভ গ্রন্থ ছিল।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, দেশ প্রেমিক মুক্তিযুদ্ধের মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়ার লক্ষ্যে এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক নেতা ও সমাজের বিত্তবানরা সকলে যদি এগিয়ে আসেন তাহলে গৌরনদীর জ্ঞানভান্ডার খ্যাত পাবলিক লাইব্রেরি তধা শহীদ স্মৃতি পাঠাগারকে নতুন করে সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করে গড়ে তুলতে চান।

গৌরনদীর জ্ঞানভান্ডার খ্যাত গৌরনদী পাবলিক লাইব্রেরিটির রাজনৈতিক করণে নাম বদলেছে বারবার। বর্তমানে পাবলিক লাইব্রেরি নাম পরিবর্তন করে শহীদ স্মৃতি পাঠাগার রাখা হয়েছে। বিভিন্ন ভাষার দেশি-বিদেশি দুর্লভ ২৫ হাজার গ্রন্থের ভান্ডার এই পাঠাগারটি এখন উইপোকা আর ইঁদুরের বাসস্থান ও খাদ্যর চাহিদা মেটাচ্ছে। চুরি হয়ে গেছে কয়েক হাজার মূল্যবান গ্রন্থ। অনেকে বই পড়তে নিয়ে আর ফেরত দেননি। আর ৭ বছর ধরে বন্ধ অযত্ন-অবহেলার শিকার প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির এমন দুরবস্থা জন্য ক্ষোভ জানিয়ে একে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
১৯৭৫ সালের ৭ মে বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী এবং বঙ্গবন্ধু সরকারের প্রভাবশালী মন্ত্রী ও বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বড় পরিকল্পনা নিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। উদ্যোগ ছিল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ এবং শহীদ স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠার। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় মসজিদ ঈদগা ময়দানের সামনে প্রায় ১৪ শতাংশ জমির ওপর এর যাত্রা শুরু হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় অবিভক্ত গৌরনদীসহ পার্শ্ববর্তী এলাকার যুবক, ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকদের পদচারণায় মুখর ছিল গৌরনদী পাবলিক লাইব্রেরি।
গৌরনদী পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাকালীন আজীবন সদস্য ও লাইব্রেরি পরিচালনা কমিটির সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, পাঠাগারটি প্রতিষ্ঠার পর থেকে পদাধিকার বলে ইউএনওরা সভাপতি ও লাইব্রেরির সদস্যদের মধ্য থেকে নির্বাচিত কমিটি এটি পরিচালনা করতেন।
১৯ বছর লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালনকারী স্কুলশিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, সরকারি অনুদান হিসেবে জাতীয় গ্রন্থাগার থেকে বছরে নগদ ৭ হাজার টাকা ও ৭ হাজার টাকার বই পাওয়া যেত। সদস্যদের চাঁদা ও বিশিষ্টজনের অনুদান দিয়েই বেতনভাতা দেওয়া হতো।
গৌরনদীর প্রবীণ কবি ও লেখক সিকদার রেজাউল করিম বলেন, আমার নিজের চোখে দেখেছি এ জ্ঞান ভান্ডারে বাংলা, ইংরেজি, আরবি, ফারসি ভাষার অনেক দুর্লভ গ্রন্থ ছিল।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, দেশ প্রেমিক মুক্তিযুদ্ধের মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়ার লক্ষ্যে এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক নেতা ও সমাজের বিত্তবানরা সকলে যদি এগিয়ে আসেন তাহলে গৌরনদীর জ্ঞানভান্ডার খ্যাত পাবলিক লাইব্রেরি তধা শহীদ স্মৃতি পাঠাগারকে নতুন করে সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করে গড়ে তুলতে চান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫