কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

‘আমার স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী ও একজন সরল প্রকৃতির মানুষ। একজন ননদ, সে-ও প্রতিবন্ধী। দেবর রথিন বিশ্বাসের সহযোগিতায় আমাদের সংসার চলত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রথিন শহীদ হয়। এর পর থেকে আমরা খুব অসহায় হয়ে পড়েছি। আমাদের যেকোনো বিপদে-আপদে রথিনই ছিল একমাত্র ভরসা। রথিনকে আমরা সন্তানের মতো জানতাম। আমরা এখন কীভাবে বাঁচব?’
কান্নাজড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রথিন বিশ্বাসের ভাই বিপ্লব বিশ্বাসের স্ত্রী মাধবী বাড়ৈ। রথিন বিশ্বাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের মৃত দানিয়েল বিশ্বাসের ছেলে।
মাধবী আরও বলেন, ‘রথিন ঢাকার রাজাবাজার উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী পদে কর্মরত ছিল। তার চাকরির আয়েই আমাদের সংসার চলত। এখন আমাদের সংসার কীভাবে চলবে, তা ভেবে ভেবেই আমাদের দিন কাটছে।’
স্বজন সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর জাতীয় সংসদ ভবন এলাকায় রথিন বিশ্বাস আহত হন। এরপর নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই তিনি মারা যান। পরদিন কঠোর গোপনীয়তার মধ্যে গ্রামের বাড়িতে এনে বাবা-মায়ের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়। বিষয়টি বাড়ির বাইরের লোকজন খুব একটা জানতেন না। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রথিনের বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া চারজনের তালিকা আমরা পেয়েছি। পর্যায়ক্রমে সকলের পরিবারের সঙ্গে আমরা সাক্ষাৎ করছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। তাঁদের কোনো সমস্যা থাকলে সেগুলো জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা শহীদ রথিন বিশ্বাসের বাড়ি ঘুরে এসেছি। তাঁর পরিবারের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবে।’
জেলা প্রশাসক জানান, রথিন বিশ্বাসের ভাই ও বোনের জন্য দ্রুত প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করাসহ চিকিৎসার উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের সরকারি সহযোগিতা ওই পরিবারকে দেওয়া হবে।

‘আমার স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী ও একজন সরল প্রকৃতির মানুষ। একজন ননদ, সে-ও প্রতিবন্ধী। দেবর রথিন বিশ্বাসের সহযোগিতায় আমাদের সংসার চলত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রথিন শহীদ হয়। এর পর থেকে আমরা খুব অসহায় হয়ে পড়েছি। আমাদের যেকোনো বিপদে-আপদে রথিনই ছিল একমাত্র ভরসা। রথিনকে আমরা সন্তানের মতো জানতাম। আমরা এখন কীভাবে বাঁচব?’
কান্নাজড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রথিন বিশ্বাসের ভাই বিপ্লব বিশ্বাসের স্ত্রী মাধবী বাড়ৈ। রথিন বিশ্বাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের মৃত দানিয়েল বিশ্বাসের ছেলে।
মাধবী আরও বলেন, ‘রথিন ঢাকার রাজাবাজার উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী পদে কর্মরত ছিল। তার চাকরির আয়েই আমাদের সংসার চলত। এখন আমাদের সংসার কীভাবে চলবে, তা ভেবে ভেবেই আমাদের দিন কাটছে।’
স্বজন সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর জাতীয় সংসদ ভবন এলাকায় রথিন বিশ্বাস আহত হন। এরপর নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই তিনি মারা যান। পরদিন কঠোর গোপনীয়তার মধ্যে গ্রামের বাড়িতে এনে বাবা-মায়ের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়। বিষয়টি বাড়ির বাইরের লোকজন খুব একটা জানতেন না। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রথিনের বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া চারজনের তালিকা আমরা পেয়েছি। পর্যায়ক্রমে সকলের পরিবারের সঙ্গে আমরা সাক্ষাৎ করছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি। তাঁদের কোনো সমস্যা থাকলে সেগুলো জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা শহীদ রথিন বিশ্বাসের বাড়ি ঘুরে এসেছি। তাঁর পরিবারের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবে।’
জেলা প্রশাসক জানান, রথিন বিশ্বাসের ভাই ও বোনের জন্য দ্রুত প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করাসহ চিকিৎসার উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের সরকারি সহযোগিতা ওই পরিবারকে দেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫