গফরগাঁও প্রতিনিধি

গফরগাঁওয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘ভাষাশহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’। তবে এখানে শহীদদের ছবি ছাড়া ব্যবহৃত কোনো স্মৃতি জাদুঘরের ভেতরে নেই। জেলা পরিষদের ব্যবস্থাপনায় স্থাপিত গণগ্রন্থাগারটিতে চার হাজারের অধিক বই রয়েছে। কিন্তু পাঠকের অভাবে অলস পড়ে আছে গ্রন্থাগারটি।
উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে রাওনার পাঁচুয়া গ্রামে ভাষাশহীদ আব্দুল জব্বারের পৈতৃক ভিটার পাশেই প্রতিষ্ঠিত হয়েছে এ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এ ছাড়া এখানে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়। সারা বছর এসব প্রাঙ্গণ নীরব থাকলেও ভাষার মাসে মিলনমেলায় পরিণত হয় শহীদ জব্বারের জন্মভিটা। এখানে সরকারি পর্যায়ে উদ্যাপিত হয় অমর একুশে অনুষ্ঠানমালা।
তবে দুঃখজনক হলো, চার হাজারের বেশি সংগ্রহ নিয়ে সরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা গ্রন্থাগার ও জাদুঘরটিতে কোলাহল নেই। বিশাল হলরুমে ফাঁকা পড়ে আছে শুধু চেয়ার-টেবিল। মাঝে মাঝে উঁকি দিয়ে যায় কিছু দর্শনার্থী। আগে এখানে দৈনিক পত্রিকা রাখা হলেও পাঠক নেই বলে এখন আর রাখা হয় না। ছুটির দিন বাদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এই স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর।
এদিকে গ্রন্থাগার দেখাশোনা ও পরিচালনার জন্য লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ান, পিয়নসহ মোট ৫টি পদ থাকলেও এখানে কর্মরত আছেন দুজন। লাইব্রেরিয়ান কায়সারুজ্জামান জানান, অনেক মূল্যবান বইয়ের সমাহার রয়েছে গ্রন্থাগারে। নিয়মিতভাবেই গ্রন্থাগার খোলা হয়। ভাষার মাসে দর্শনার্থীরা এলেও বই পড়ার জন্য পাঠক তেমন আসেন না।
পৌর এলাকার বাসিন্দা শিক্ষার্থী তাহমিনা আক্তার গ্রন্থাগার ও জাদুঘর দেখতে এসে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ভাষাশহীদ জব্বারের ব্যবহৃত কোনো স্মৃতি এখানে নেই। আরেক শিক্ষার্থী সাব্বির আহম্মেদ বলেন, উপজেলা সদর থেকে সরাসরি যানবাহন না থাকায় আসা-যাওয়া করতে পরিবহনসংকটে পড়তে হয়।
তবে চারুশিল্পী জহিরুল ইসলাম সুমন বলেন, এখানে মাঝেমধ্যে আসা হয় ছবি আঁকার জন্য। প্রকৃতির কোলে বসে ছবি আঁকতে ভালো লাগে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করে ভাষাশহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছি। বইয়ের সংখ্যা ও মানের দিক থেকে বেশ সমৃদ্ধ একটি গ্রন্থাগার এটি। কীভাবে পাঠকদের আকৃষ্ট করা যায়, এ বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

গফরগাঁওয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ‘ভাষাশহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’। তবে এখানে শহীদদের ছবি ছাড়া ব্যবহৃত কোনো স্মৃতি জাদুঘরের ভেতরে নেই। জেলা পরিষদের ব্যবস্থাপনায় স্থাপিত গণগ্রন্থাগারটিতে চার হাজারের অধিক বই রয়েছে। কিন্তু পাঠকের অভাবে অলস পড়ে আছে গ্রন্থাগারটি।
উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে রাওনার পাঁচুয়া গ্রামে ভাষাশহীদ আব্দুল জব্বারের পৈতৃক ভিটার পাশেই প্রতিষ্ঠিত হয়েছে এ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এ ছাড়া এখানে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়। সারা বছর এসব প্রাঙ্গণ নীরব থাকলেও ভাষার মাসে মিলনমেলায় পরিণত হয় শহীদ জব্বারের জন্মভিটা। এখানে সরকারি পর্যায়ে উদ্যাপিত হয় অমর একুশে অনুষ্ঠানমালা।
তবে দুঃখজনক হলো, চার হাজারের বেশি সংগ্রহ নিয়ে সরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা গ্রন্থাগার ও জাদুঘরটিতে কোলাহল নেই। বিশাল হলরুমে ফাঁকা পড়ে আছে শুধু চেয়ার-টেবিল। মাঝে মাঝে উঁকি দিয়ে যায় কিছু দর্শনার্থী। আগে এখানে দৈনিক পত্রিকা রাখা হলেও পাঠক নেই বলে এখন আর রাখা হয় না। ছুটির দিন বাদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে এই স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর।
এদিকে গ্রন্থাগার দেখাশোনা ও পরিচালনার জন্য লাইব্রেরিয়ান, সহকারী লাইব্রেরিয়ান, পিয়নসহ মোট ৫টি পদ থাকলেও এখানে কর্মরত আছেন দুজন। লাইব্রেরিয়ান কায়সারুজ্জামান জানান, অনেক মূল্যবান বইয়ের সমাহার রয়েছে গ্রন্থাগারে। নিয়মিতভাবেই গ্রন্থাগার খোলা হয়। ভাষার মাসে দর্শনার্থীরা এলেও বই পড়ার জন্য পাঠক তেমন আসেন না।
পৌর এলাকার বাসিন্দা শিক্ষার্থী তাহমিনা আক্তার গ্রন্থাগার ও জাদুঘর দেখতে এসে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ভাষাশহীদ জব্বারের ব্যবহৃত কোনো স্মৃতি এখানে নেই। আরেক শিক্ষার্থী সাব্বির আহম্মেদ বলেন, উপজেলা সদর থেকে সরাসরি যানবাহন না থাকায় আসা-যাওয়া করতে পরিবহনসংকটে পড়তে হয়।
তবে চারুশিল্পী জহিরুল ইসলাম সুমন বলেন, এখানে মাঝেমধ্যে আসা হয় ছবি আঁকার জন্য। প্রকৃতির কোলে বসে ছবি আঁকতে ভালো লাগে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করে ভাষাশহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছি। বইয়ের সংখ্যা ও মানের দিক থেকে বেশ সমৃদ্ধ একটি গ্রন্থাগার এটি। কীভাবে পাঠকদের আকৃষ্ট করা যায়, এ বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫