মুরাদনগর প্রতিনিধি

মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী সোমবার ভোট। শেষ মুহূর্তে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এদিকে ইউনিয়নের অলি-গলি, হাটবাজারের সড়ক ছেয়ে গেছে পোস্টারে।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা তৎপর হয়ে উঠছেন। খাওয়া-দাওয়া, বিশ্রাম ভুলে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকা সরগরম করে তুলছেন। অটোরিকশায় মাইক বেঁধে নির্বাচনী গান বাজাচ্ছেন।
তবে প্রার্থীদের প্রচার ও গতিবিধির ওপর নজর রাখছে প্রশাসন। আচরণবিধি নিশ্চিত এবং সুষ্ঠু নির্বাচন পরিপন্থী কার্যক্রম ঠেকাতে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত প্রার্থীসহ অনেকেই জরিমানা গুনেছেন।
কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ‘অন্য সময়ের চাইতে এবারের ইউপি নির্বাচনে জমজমাট প্রচার চলছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়ার সত্যিকারের পরিবেশ ফুটিয়ে তুলছেন প্রার্থীরা। গণতন্ত্রের অন্যতম বাহক ভোটাধিকার প্রয়োগ ও ভোটারদের মূল্যায়ন সবকিছুরই একটা প্রতিফলন ঘটবে বলে আশা করি।’
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, ‘নির্বাচন নিয়ে যাঁরা বিভিন্ন কথা বলেন, তাঁদের বলব আপনারা মুরাদনগরে এসে দেখেন নির্বাচনের কী চিত্র। প্রত্যেক প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তাই করছে প্রশাসন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, ‘সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থী আচরণবিধি মানছে কি না, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। যেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা দরকার, সেখানেই তা করছি।’
উপজেলার ২১টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৫৭, সংরক্ষিত নারী সদস্য পদে ২১৬ এবং সাধারণ সদস্য পদে ৭৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী সোমবার ভোট। শেষ মুহূর্তে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এদিকে ইউনিয়নের অলি-গলি, হাটবাজারের সড়ক ছেয়ে গেছে পোস্টারে।
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা তৎপর হয়ে উঠছেন। খাওয়া-দাওয়া, বিশ্রাম ভুলে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকা সরগরম করে তুলছেন। অটোরিকশায় মাইক বেঁধে নির্বাচনী গান বাজাচ্ছেন।
তবে প্রার্থীদের প্রচার ও গতিবিধির ওপর নজর রাখছে প্রশাসন। আচরণবিধি নিশ্চিত এবং সুষ্ঠু নির্বাচন পরিপন্থী কার্যক্রম ঠেকাতে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত প্রার্থীসহ অনেকেই জরিমানা গুনেছেন।
কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ‘অন্য সময়ের চাইতে এবারের ইউপি নির্বাচনে জমজমাট প্রচার চলছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়ার সত্যিকারের পরিবেশ ফুটিয়ে তুলছেন প্রার্থীরা। গণতন্ত্রের অন্যতম বাহক ভোটাধিকার প্রয়োগ ও ভোটারদের মূল্যায়ন সবকিছুরই একটা প্রতিফলন ঘটবে বলে আশা করি।’
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, ‘নির্বাচন নিয়ে যাঁরা বিভিন্ন কথা বলেন, তাঁদের বলব আপনারা মুরাদনগরে এসে দেখেন নির্বাচনের কী চিত্র। প্রত্যেক প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তাই করছে প্রশাসন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, ‘সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থী আচরণবিধি মানছে কি না, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। যেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা দরকার, সেখানেই তা করছি।’
উপজেলার ২১টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৫৭, সংরক্ষিত নারী সদস্য পদে ২১৬ এবং সাধারণ সদস্য পদে ৭৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫