ঝালকাঠি প্রতিনিধি

স্বজনদের আশা ছিল লেখাপড়া শেষ করে সংসারের হাল ধরবে হৃদয় হোসেন মীর। কিন্তু ২০১৮ সালে এইচএসসি পরীক্ষার সময় কথা-কাটাকাটির জেরে কয়েকজন সহপাঠী তাঁকে মাথায় আঘাত করেন। এতে গুরুতর চোট পান হৃদয়। তিনি হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন। এরপর দীর্ঘ চিকিৎসায় সুস্থ হন। কিন্তু মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারান। এখন অবস্থা এমন যে তাঁকে শিকলে বেঁধে রাখতে হয়।
হৃদয় ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রামের রংমিস্ত্রি মোহাম্মদ তানজের আলী মীরের ছোট ছেলে।
তানজের আলী বলেন, ‘হৃদয় ২০১৬ সালে গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হয় জেলা শহরের একটি বেসরকারি কলেজে। ২০১৮ সালে এইচএসসি পরীক্ষার সময় কথা-কাটাকাটির জেরে কয়েকজন সহপাঠী তাকে মাথায় আঘাত করে। খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে সে।’ তিনি আরও বলেন, ‘বরিশালে দীর্ঘ চিকিৎসায় সেরে উঠে ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায়ও পাস করে হৃদয়। কিন্তু মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ত। পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৪ মাস আগে ঢাকায় যায় চাকরির সন্ধানে। কিন্তু সেখানে লোকজনের কাছে মার খেয়ে অসুস্থ হয়ে ফিরে আসতে হয় গ্রামের বাড়িতে। আর তখন থেকেই আবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হৃদয়।’
হৃদয়ের মা তাজনেহার বেগম বলেন, ‘বেঁধে না রাখলে হৃদয় সবাইকে মারধর করে। আশপাশের সবকিছু ভেঙে ফেলে। বাধ্য হয়ে ওর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। চিকিৎসা করানোর মতো টাকা নাই।’
হৃদয়ের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন হৃদয়ের মা-বাবা।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘ঝালকাঠি সদর হাসপাতালে এ মুহূর্তে হৃদয়ের সুচিকিৎসার ব্যবস্থা নেই।

স্বজনদের আশা ছিল লেখাপড়া শেষ করে সংসারের হাল ধরবে হৃদয় হোসেন মীর। কিন্তু ২০১৮ সালে এইচএসসি পরীক্ষার সময় কথা-কাটাকাটির জেরে কয়েকজন সহপাঠী তাঁকে মাথায় আঘাত করেন। এতে গুরুতর চোট পান হৃদয়। তিনি হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন। এরপর দীর্ঘ চিকিৎসায় সুস্থ হন। কিন্তু মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারান। এখন অবস্থা এমন যে তাঁকে শিকলে বেঁধে রাখতে হয়।
হৃদয় ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রামের রংমিস্ত্রি মোহাম্মদ তানজের আলী মীরের ছোট ছেলে।
তানজের আলী বলেন, ‘হৃদয় ২০১৬ সালে গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হয় জেলা শহরের একটি বেসরকারি কলেজে। ২০১৮ সালে এইচএসসি পরীক্ষার সময় কথা-কাটাকাটির জেরে কয়েকজন সহপাঠী তাকে মাথায় আঘাত করে। খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে সে।’ তিনি আরও বলেন, ‘বরিশালে দীর্ঘ চিকিৎসায় সেরে উঠে ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায়ও পাস করে হৃদয়। কিন্তু মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ত। পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৪ মাস আগে ঢাকায় যায় চাকরির সন্ধানে। কিন্তু সেখানে লোকজনের কাছে মার খেয়ে অসুস্থ হয়ে ফিরে আসতে হয় গ্রামের বাড়িতে। আর তখন থেকেই আবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হৃদয়।’
হৃদয়ের মা তাজনেহার বেগম বলেন, ‘বেঁধে না রাখলে হৃদয় সবাইকে মারধর করে। আশপাশের সবকিছু ভেঙে ফেলে। বাধ্য হয়ে ওর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। চিকিৎসা করানোর মতো টাকা নাই।’
হৃদয়ের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন হৃদয়ের মা-বাবা।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘ঝালকাঠি সদর হাসপাতালে এ মুহূর্তে হৃদয়ের সুচিকিৎসার ব্যবস্থা নেই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫