মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন এ বছরের শুরুতে হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে সময়নুযায়ী হয়নি। নেতা-কর্মীদের দীর্ঘদিনের দাবি এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল শনিবার। এই সম্মেলনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন বলে দল থেকে জানা গেছে। সম্মেলন উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এবার সম্মেলনের আয়োজন অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম বলে জানিয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কণ্ডু। আজকের পত্রিকার জেলা প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে সম্মেলন নিয়ে নানা দিক তিনি তুলে ধরেন। ব্যতিক্রম কি থাকছে এই সম্মেলন ঘিরে?
এমন প্রশ্নে পঙ্কজ কণ্ডু জানান, প্রথমত মাগুরা জেলা আওয়ামী লীগে কোনো দ্বিধা বিভক্তি নেই। দ্বিতীয়ত, কোনো পোস্টার, ব্যানার, লিফলেট কারও ব্যক্তি নামে প্রচার এবার নিষেধ। যে কোনো পর্যায়ের নেতাকে এটা মেনে চলতে নির্দেশনা দেওয়া আছে। দলের সিদ্ধান্তে এই নিয়ম করা হয়েছে। যে কারণে কারও ব্যক্তিগত প্রচার এবার নেই। আওয়ামী লীগের জেলা কমিটি থেকেই সব প্রচার করা হচ্ছে। এটা দলের মাঝে ঐক্যর বহিপ্রকাশ।
পঙ্কজ কণ্ডু আরও জানান, বাংলাদেশে একমাত্র মাগুরাতে প্রথম এমন সম্মেলন হতে যাচ্ছে। যেখানে কোনো নেতার ব্যক্তিগত প্রচার করা নিষেধ করা হয়েছে। আওয়ামী লীগের প্রচার ছাড়া কোনো প্রচার রাখা হয়নি।
সম্মেলন নিয়ে পঙ্কজ কণ্ডু বলেন, ‘নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। তবে সেটা কোনো কোন্দল করে নয়। সবাইকে আওয়ামী লীগের দিকে অনুরক্ত করা হচ্ছে। আওয়ামী লীগ জনতার দল। ভবিষ্যতে শক্ত নেতৃত্ব আনতে আমরা চেষ্টা করছি। আর দলে কোনো হাইব্রিড নেতার আগমন সম্পর্কে আমরা সচেতন আছি। কর্মীবান্ধব আওয়ামী লীগের ধারাবাহিকতা আমরা ধরে রাখব। নেত্রী যে নির্দেশ দেবেন তা নিয়েই আমরা দল পরিচালনা করব।’
দলটি থেকে জানা যায়, আগামীকালের দ্বিবার্ষিক-বার্ষিকী সম্মেলনকে কেন্দ্র করে মাগুরা জেলার ৩৬টি ইউনিয়ন থেকে হাজারো কর্মীরা শহরের নোমানী ময়দানে জড়ো হবে। সেখানে সম্মেলনের জন্য প্যান্ডেল করা হয়েছে। এ ছাড়া শহরের প্রবেশ মুখ ঢাকা রোড এলাকা থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হয়েছে।
ত্রিবার্ষিকী সম্মেলন কমিটি থেকে জানা গেছে, সম্মেলনের উদ্বোধন করবেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, বিশেষ অতিথি হিসাবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, আইনজীবী আমিরুল আলম মিলন এমপি, আওয়ামী লীগের সদস্য পারভিন জামান কল্পনা এমপি, সদস্য ও এমপি আইনজীবী গ্লোরিয়া সরকার ঝর্না, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আইনজীবী সাউফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের সাংসদ শ্রী বীরেন শিকদার।
সম্মেলনের বিশেষ বক্তা হিসাবে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।

মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন এ বছরের শুরুতে হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে সময়নুযায়ী হয়নি। নেতা-কর্মীদের দীর্ঘদিনের দাবি এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল শনিবার। এই সম্মেলনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন বলে দল থেকে জানা গেছে। সম্মেলন উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এবার সম্মেলনের আয়োজন অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম বলে জানিয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কণ্ডু। আজকের পত্রিকার জেলা প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে সম্মেলন নিয়ে নানা দিক তিনি তুলে ধরেন। ব্যতিক্রম কি থাকছে এই সম্মেলন ঘিরে?
এমন প্রশ্নে পঙ্কজ কণ্ডু জানান, প্রথমত মাগুরা জেলা আওয়ামী লীগে কোনো দ্বিধা বিভক্তি নেই। দ্বিতীয়ত, কোনো পোস্টার, ব্যানার, লিফলেট কারও ব্যক্তি নামে প্রচার এবার নিষেধ। যে কোনো পর্যায়ের নেতাকে এটা মেনে চলতে নির্দেশনা দেওয়া আছে। দলের সিদ্ধান্তে এই নিয়ম করা হয়েছে। যে কারণে কারও ব্যক্তিগত প্রচার এবার নেই। আওয়ামী লীগের জেলা কমিটি থেকেই সব প্রচার করা হচ্ছে। এটা দলের মাঝে ঐক্যর বহিপ্রকাশ।
পঙ্কজ কণ্ডু আরও জানান, বাংলাদেশে একমাত্র মাগুরাতে প্রথম এমন সম্মেলন হতে যাচ্ছে। যেখানে কোনো নেতার ব্যক্তিগত প্রচার করা নিষেধ করা হয়েছে। আওয়ামী লীগের প্রচার ছাড়া কোনো প্রচার রাখা হয়নি।
সম্মেলন নিয়ে পঙ্কজ কণ্ডু বলেন, ‘নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। তবে সেটা কোনো কোন্দল করে নয়। সবাইকে আওয়ামী লীগের দিকে অনুরক্ত করা হচ্ছে। আওয়ামী লীগ জনতার দল। ভবিষ্যতে শক্ত নেতৃত্ব আনতে আমরা চেষ্টা করছি। আর দলে কোনো হাইব্রিড নেতার আগমন সম্পর্কে আমরা সচেতন আছি। কর্মীবান্ধব আওয়ামী লীগের ধারাবাহিকতা আমরা ধরে রাখব। নেত্রী যে নির্দেশ দেবেন তা নিয়েই আমরা দল পরিচালনা করব।’
দলটি থেকে জানা যায়, আগামীকালের দ্বিবার্ষিক-বার্ষিকী সম্মেলনকে কেন্দ্র করে মাগুরা জেলার ৩৬টি ইউনিয়ন থেকে হাজারো কর্মীরা শহরের নোমানী ময়দানে জড়ো হবে। সেখানে সম্মেলনের জন্য প্যান্ডেল করা হয়েছে। এ ছাড়া শহরের প্রবেশ মুখ ঢাকা রোড এলাকা থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হয়েছে।
ত্রিবার্ষিকী সম্মেলন কমিটি থেকে জানা গেছে, সম্মেলনের উদ্বোধন করবেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, বিশেষ অতিথি হিসাবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, আইনজীবী আমিরুল আলম মিলন এমপি, আওয়ামী লীগের সদস্য পারভিন জামান কল্পনা এমপি, সদস্য ও এমপি আইনজীবী গ্লোরিয়া সরকার ঝর্না, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আইনজীবী সাউফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের সাংসদ শ্রী বীরেন শিকদার।
সম্মেলনের বিশেষ বক্তা হিসাবে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫