Ajker Patrika

সরোয়ারকে সঙ্গে নিয়ে মহড়া

খান রফিক, বরিশাল
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০: ১১
সরোয়ারকে সঙ্গে নিয়ে মহড়া

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে সঙ্গে নিয়ে মহড়া দিয়েছেন বরিশাল নগর বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা। গত শুক্রবার বিকেলে শ্রমিক দলনেতা বশির আহমেদের দোয়া ও মিলাদ অনুষ্ঠানে নগরের পোর্ট রোড মসজিদের সামনে এ মহড়া দেওয়া হয়।

জানা যায়, বরিশালে এক যুগ ধরে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান সরোয়ার। সবশেষ মহানগর বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু গত বছরের শেষ দিকে বিএনপির নতুন কমিটি থেকে ছিটকে পড়ায় সরোয়ারের অস্তিত্ব নগরে সংকুচিত হয়ে যায়। যে কারণে গত কয়েক মাসে নগরের সভা সমাবেশেও দেখা যায়নি তাঁকে।

অবশ্য থেমে থাকেননি বিএনপি নেতা সরোয়ার। দুস্থদের সহায়তা, অসুস্থদের দেখতে যাওয়া, সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মাঠে ছিলেন সরোয়ার। সবশেষ গত শুক্রবার বিকেলে দোয়া-মিলাদের আড়ালে অনুসারীরা সরোয়ারকে নিয়ে নগরে বিক্ষোভ মিছিল করে বিশাল মহড়া দেন।

বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, ৫ বারের সাংসদ সরোয়ার স্থানীয় নেতৃত্বে না থাকলেও তাঁর ছায়া নগরের সর্বত্র বিরাজমান। তাঁরা আবারও ঘুরে দাঁড়াবেন নানা কৌশলে।

শুক্রবার বিকেলে শ্রমিক দলনেতা বশির আহমেদের দোয়া-মিলাদে নগরের ৯ নম্বর ওয়ার্ডের পোর্ট রোড মসজিদে সহস্রাধিক নেতা-কর্মীর জমায়েত ঘটে। ওই মিলাদে উপস্থিত ছিলেন সরোয়ার ও তাঁর অনুসারীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, নগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আহসান কবির, মহসিন মন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, অ্যাডভোকেট শহিদসহ ওয়ার্ড নেতারা। তাঁদের অধিকাংশই সরোয়ার অনুসারী হিসেবে নগরে পরিচিত।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘মিলাদে সহস্রাধিক লোকের সমাগম হয়েছে। সরোয়ার ভাইয়ের উপস্থিতির কারণেই এত মানুষ হয়েছে। তিনি আসছেন আর নেতা-কর্মীরা আসবেন না!’

শ্রমিক নেতা সাইফুল এ সময় আরও বলেন, ‘নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সরোয়ারের ওপর থেকে আস্থা ওঠানো সম্ভব না।’

মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে সরোয়ার ভাইকে নগরে নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হয়। শীতবস্ত্র বিতরণ, মিলাদ, দুস্থদের সহায়তা সব জায়গায়ই আছেন তিনি। শুক্রবারের মিলাদ ও মিছিলে বিএনপি নেতা-কর্মীরাই ছিলেন।’

জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ার জানান, শ্রমিক দলনেতা বশিরের দোয়া ও মোনাজাতে ছিলেন তিনি। এরপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।

সরোয়ার বলেন, ‘নগরে আমার কিছু প্রতিষ্ঠান, সংগঠন, কর্মী-সমর্থক রয়েছে। যে কারণে সামাজিক নানা কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়। আমি এখানকার ৫ বারের নির্বাচিত সাংসদ। যত দিন বেঁচে থাকব তত দিন নগরের মানুষের জন্য কাজ করব।’

মিলাদ ও মিছিলে বিএনপির পদবঞ্চিতদের আধিক্য প্রসঙ্গে সরোয়ার বলেন, ‘নিষ্ক্রিয় নেতাদের দিয়ে মহানগর বিএনপি গঠিত হয়েছে। যুগ্ম আহ্বায়ক আলতাফ, হারুন, মাকসুদ বিগত সময়ে মাঠেই ছিল না। এত নিষ্ক্রিয় লোক নিয়ে কীভাবে আন্দোলন সফল করবে। আমার লোক ভেবে অনেক নেতাকেই বাদ দেওয়া হয়েছে।’

এসব বিষয়ে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারুন অর রশিদ বলেন, ‘রসুলপুরে একটি কর্মসূচিতে থাকায় ওই মিলাদে ছিলাম না। ওই মিলাদ সরোয়ার নিজের উদ্যোগে করিয়েছেন।’ তিনি দাবি করেন, নগর বিএনপিতে নতুন কমিটি এসেছে, এটা অনেকেই মানতে পারছে না। কিন্তু নগরে যাই করা হোক, উচিত ছিল বর্তমান কমিটিকে দাওয়াত দেওয়া।

এ বিষয়ে বিএনপি নেতা হারুন বলেন, ‘আমরা সরোয়ারকে অস্বীকার করি না। তাঁকে এখনো লিডার হিসেবেই মানি। কিন্তু চা চক্র, শোডাউনের নামে যারা দলে বিশৃঙ্খলা করছেন, তাঁরা দলের ক্ষতি করছেন।’

নগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আহসান কবির বলেন, ‘সরোয়ার ভাইকে না রাখায় নগর বিএনপি দুটি কর্মসূচি ফ্লপ করেছে। তাঁর (সরোয়ার) ইমেজেই নেতা-কর্মীরা আসতেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত