জয়পুরহাট প্রতিনিধি

এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হারে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। তবে জেলায় এবার এইচএসসি পরীক্ষার সার্বিক ফল সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এ নিয়ে আছে ভিন্নমত। কেউ বলছেন, তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়ায় মানসিক চাপ কম ছিল শিক্ষার্থীদের। তাই ফল ভালো হয়েছে। কেউ বলছেন, সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা গেলে পরীক্ষার ফল আরও ভালো হতো।
জয়পুরহাট সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারে আমাদের মোট ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন। পাসের হার ৯৪ দশমিক ৫১ শতাংশ। যা হোক, আমি মনে করি, সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হলে ফল আরও ভালো হতে পারত। কেননা, আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা এসএসসিতে ততটা ভালো করেনি। কিন্তু এবারে ভালো ফল করার জন্য সেভাবে প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু তাদের সে প্রস্তুতি কোনো কাজে আসেনি।’
এদিকে, জয়পুরহাট সরকারি কলেজ থেকে এবার মোট ১ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ৬১৮ জন। পাসের হার ৯৯ দশমিক শূন্য ৮ শতাংশ।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৯ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জয়পুরহাট সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এবার যে পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়েছে, তাতে শিক্ষার্থীদের মানসিক চাপ কম ছিল। ছাত্রছাত্রীরা হেসেখেলে পরীক্ষা দিয়েছে। মানসিক চাপ কম থাকায় ফলও ভালো হয়েছে।
সিরাজুল ইসলাম আরও বলেন, এ পদ্ধতি অটো পাসের চেয়ে ভালো। কারণ, অটো পাস দিলে শিক্ষার্থীদের মানসিকভাবে কষ্টে থাকতে হতো।’ তিনি আরও বলেন, ‘করোনার কারণে এবারে অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে। সিলেবাস ছিল সংক্ষিপ্ত। পরীক্ষা নেওয়া হয়েছে তিনটি বিষয়ে। এসব শিক্ষার্থী পরবর্তী সময়ে অ্যাডমিশন পরীক্ষায় সমস্যার সম্মুখীন হবে। কারণ, অ্যাডমিশন পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়া হবে।’

এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হারে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। তবে জেলায় এবার এইচএসসি পরীক্ষার সার্বিক ফল সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এ নিয়ে আছে ভিন্নমত। কেউ বলছেন, তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়ায় মানসিক চাপ কম ছিল শিক্ষার্থীদের। তাই ফল ভালো হয়েছে। কেউ বলছেন, সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা গেলে পরীক্ষার ফল আরও ভালো হতো।
জয়পুরহাট সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এবারে আমাদের মোট ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন। পাসের হার ৯৪ দশমিক ৫১ শতাংশ। যা হোক, আমি মনে করি, সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হলে ফল আরও ভালো হতে পারত। কেননা, আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা এসএসসিতে ততটা ভালো করেনি। কিন্তু এবারে ভালো ফল করার জন্য সেভাবে প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু তাদের সে প্রস্তুতি কোনো কাজে আসেনি।’
এদিকে, জয়পুরহাট সরকারি কলেজ থেকে এবার মোট ১ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ৬১৮ জন। পাসের হার ৯৯ দশমিক শূন্য ৮ শতাংশ।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৯ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জয়পুরহাট সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এবার যে পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়েছে, তাতে শিক্ষার্থীদের মানসিক চাপ কম ছিল। ছাত্রছাত্রীরা হেসেখেলে পরীক্ষা দিয়েছে। মানসিক চাপ কম থাকায় ফলও ভালো হয়েছে।
সিরাজুল ইসলাম আরও বলেন, এ পদ্ধতি অটো পাসের চেয়ে ভালো। কারণ, অটো পাস দিলে শিক্ষার্থীদের মানসিকভাবে কষ্টে থাকতে হতো।’ তিনি আরও বলেন, ‘করোনার কারণে এবারে অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে। সিলেবাস ছিল সংক্ষিপ্ত। পরীক্ষা নেওয়া হয়েছে তিনটি বিষয়ে। এসব শিক্ষার্থী পরবর্তী সময়ে অ্যাডমিশন পরীক্ষায় সমস্যার সম্মুখীন হবে। কারণ, অ্যাডমিশন পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫