Ajker Patrika

বড় মাছ দেখতে মানুষের ভিড়

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৩: ৪১
বড় মাছ দেখতে মানুষের ভিড়

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তায় বিক্রির জন্য নিয়ে আসা হয় ৩১ কেজির বাগাড়, ১৫ কেজির লাল কোরাল, ২০ কেজির ব্রিগেড, ১২ কেজির বোয়াল ও ১৮ কেজির একটি কাতল মাছ। বড় আকারের এসব মাছ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। গতকাল মঙ্গলবার বিকেলে ব্যবসায়ী আব্দুল মান্নান মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসেন বলে জানা গেছে।

মাছ কিনতে আসা নিলয় বলেন, ‘মানুষের ভিড় দেখে সামনে গিয়ে দেখি বড় বড় মাছ নিয়ে এসেছেন এক ব্যবসায়ী। তিনি বোয়াল মাছের দাম চেয়েছেন প্রতি কেজি এক হাজার টাকা। আমি ৬০০ টাকা দাম বলেছি। পরে আর কিনতে পারিনি।’

ইকবাল হোসেন নামের আরেক ক্রেতা বলেন, ‘অনেক বড় বড় মাছ। কিন্তু দাম অনেক বেশি। এত দামে মাছ কেনার সামর্থ্য নেই। দাম একটু কম হলে কিনতে পারতাম।’

মাছ দেখতে আসা কয়েকজন বলেন, অনেক দিন পর বাজারে এত বড় মাছ দেখলেন তাঁরা। দাম বেশি হওয়ায় এই সাইজের মাছ একার পক্ষে কেনা কঠিন। মাছগুলো কেটে বিক্রি করলেঅনেকেই কিনতে পারতেন।

মাছ ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, ‘ঢাকার আড়ত থেকে মাছ কিনে এনে দেশের বিভিন্ন জেলায় গিয়ে বিক্রি করে থাকি। এই মাছগুলো ঢাকা থেকে এনেছি। মাছগুলো মেঘনা নদী ও সমুদ্রে ধরা।

মাছগুলো মোট দাম প্রায় আড়াই লাখ টাকা। এখন পর্যন্ত একটি মাছও বিক্রি করতে পারি নাই। মানুষ মাছ দেখার জন্য ভিড় করছেন। অনেকেই দাম করছেন, কিন্তু কেউ কিনছেন না। রাতের মধ্যেই মাছগুলো বিক্রি করতে পারব বলে আশা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত