পীরগঞ্জ প্রতিনিধি

চিনিকলে উৎপাদন বন্ধ থাকায় রংপুর অঞ্চলে চাষিদের কাছ থেকে কেনা হচ্ছে না আখ। এতে করে এবার ফসলটির চাষ কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রংপুরের শ্যামপুর এবং গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলে চলতি মৌসুমেও আখমাড়াই করা হচ্ছে না। গত বছর থেকে চিনিকল দুটি বন্ধ রয়েছে। এমন অবস্থায় চাষিরা হতাশ হয়ে পড়েছেন। আখ চাষে তাঁদের অনীহা বেড়েই চলেছে। অনেকে ইতিমধ্যে এই চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
চাষিদের অভিযোগ, যখন চিনিকলগুলো আখ সংগ্রহ করত তখন পণ্যটি বিক্রি ও মূল্য প্রাপ্তিতে চাষিদের অনেক হয়রানির শিকার হতে হতো। যে কারণে তাঁরা বিকল্প হিসেবে আখমাড়াই করে গুড় তৈরি করছেন। এবার বিশেষ করে যেসব কৃষকের জমিতে দীর্ঘ সময় ধরে আখ পড়েছিল তাঁরা উপায়ন্তর না পেয়ে গুড় তৈরি শুরু করেছেন।
রংপুরের পাশাপাশি দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলার কৃষকেরা প্রতি বছর আখের আবাদ করে থাকেন। একসময় এই আবাদ খুবই জনপ্রিয় ছিল। এমনকি অনেক চাষি শুধু আখ চাষের ওপরই নির্ভরশীল ছিলেন। এখন নানা জটিলতায় দিনের পর দিন আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা।
শ্যামপুর এবং মহিমাগঞ্জ চিনিকল দুটি পীরগঞ্জ উপজেলা সদর, জাফরপাড়া, চতরা, রায়পুর, পত্মীচড়া, গুপিনাথপুর, কাদিরাবাদ, হরনাথপুর, মোনাইল, কুমেদপুর ও দানিসনগর আখকেন্দ্রে ইক্ষু উন্নয়ন সহকারীর (সিডিএ) মাধ্যমে আখ ক্রয় করে।
পীরগঞ্জ আখ জোন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিগত সময়ে উপজেলায় ৭০০ একরের মতো জমিতে আখ চাষ হতো। বর্তমানে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ মৌসুমে ৪০০ একর জমিতে ফসলটির চাষ করা হয়েছে।
মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের আখ চাষি মোজাফফর হোসেন জানান, উপজেলার বড় আলমপুর, মদনখালী, কুমেদপুর, টুকুরিয়া, রায়পুর, চতরা ও ভেন্ডাবাড়ী ইউনিয়নে অধিক পরিমাণে আখের চাষ হতো। ইউনিয়নগুলোতে কৃষকদের জমি বেশি থাকার ফলে তাঁরা দীর্ঘ সময় লাগিয়ে আখ চাষ করতে পারতেন।
বড় আলমপুর গ্রামের আজগর আলী বলেন, ‘আখ আবাদ করে প্রতি বছর আমাদের দুশ্চিন্তায় পড়তে হয়। এ জন্য আমরা বর্তমানে চাষ অনেক কমে দিয়েছি। যেটুকু চাষ করা হয়েছে সেগুলো দিয়ে গুড় তৈরি করা হবে। এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। এতে করে অবশ্য চাষিরা লাভবানই হবেন। সারা বছর বাড়ির চাহিদা মিটিয়েও গুড় বিক্রি করে নগদ অর্থ পাওয়া যাবে।’
আজগর আলী জানান, আখ কিনতে অন্যান্য বছর এলাকায় চিনিকলের লোকজন চোখে পড়ত। বর্তমানে তাঁদের দেখা পাওয়া যাচ্ছে না।

চিনিকলে উৎপাদন বন্ধ থাকায় রংপুর অঞ্চলে চাষিদের কাছ থেকে কেনা হচ্ছে না আখ। এতে করে এবার ফসলটির চাষ কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রংপুরের শ্যামপুর এবং গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলে চলতি মৌসুমেও আখমাড়াই করা হচ্ছে না। গত বছর থেকে চিনিকল দুটি বন্ধ রয়েছে। এমন অবস্থায় চাষিরা হতাশ হয়ে পড়েছেন। আখ চাষে তাঁদের অনীহা বেড়েই চলেছে। অনেকে ইতিমধ্যে এই চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
চাষিদের অভিযোগ, যখন চিনিকলগুলো আখ সংগ্রহ করত তখন পণ্যটি বিক্রি ও মূল্য প্রাপ্তিতে চাষিদের অনেক হয়রানির শিকার হতে হতো। যে কারণে তাঁরা বিকল্প হিসেবে আখমাড়াই করে গুড় তৈরি করছেন। এবার বিশেষ করে যেসব কৃষকের জমিতে দীর্ঘ সময় ধরে আখ পড়েছিল তাঁরা উপায়ন্তর না পেয়ে গুড় তৈরি শুরু করেছেন।
রংপুরের পাশাপাশি দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলার কৃষকেরা প্রতি বছর আখের আবাদ করে থাকেন। একসময় এই আবাদ খুবই জনপ্রিয় ছিল। এমনকি অনেক চাষি শুধু আখ চাষের ওপরই নির্ভরশীল ছিলেন। এখন নানা জটিলতায় দিনের পর দিন আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা।
শ্যামপুর এবং মহিমাগঞ্জ চিনিকল দুটি পীরগঞ্জ উপজেলা সদর, জাফরপাড়া, চতরা, রায়পুর, পত্মীচড়া, গুপিনাথপুর, কাদিরাবাদ, হরনাথপুর, মোনাইল, কুমেদপুর ও দানিসনগর আখকেন্দ্রে ইক্ষু উন্নয়ন সহকারীর (সিডিএ) মাধ্যমে আখ ক্রয় করে।
পীরগঞ্জ আখ জোন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিগত সময়ে উপজেলায় ৭০০ একরের মতো জমিতে আখ চাষ হতো। বর্তমানে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ মৌসুমে ৪০০ একর জমিতে ফসলটির চাষ করা হয়েছে।
মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের আখ চাষি মোজাফফর হোসেন জানান, উপজেলার বড় আলমপুর, মদনখালী, কুমেদপুর, টুকুরিয়া, রায়পুর, চতরা ও ভেন্ডাবাড়ী ইউনিয়নে অধিক পরিমাণে আখের চাষ হতো। ইউনিয়নগুলোতে কৃষকদের জমি বেশি থাকার ফলে তাঁরা দীর্ঘ সময় লাগিয়ে আখ চাষ করতে পারতেন।
বড় আলমপুর গ্রামের আজগর আলী বলেন, ‘আখ আবাদ করে প্রতি বছর আমাদের দুশ্চিন্তায় পড়তে হয়। এ জন্য আমরা বর্তমানে চাষ অনেক কমে দিয়েছি। যেটুকু চাষ করা হয়েছে সেগুলো দিয়ে গুড় তৈরি করা হবে। এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। এতে করে অবশ্য চাষিরা লাভবানই হবেন। সারা বছর বাড়ির চাহিদা মিটিয়েও গুড় বিক্রি করে নগদ অর্থ পাওয়া যাবে।’
আজগর আলী জানান, আখ কিনতে অন্যান্য বছর এলাকায় চিনিকলের লোকজন চোখে পড়ত। বর্তমানে তাঁদের দেখা পাওয়া যাচ্ছে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫