নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে গত জুলাইয়ে টানা ২২ দিন অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে ক্লাসে ফেরার তিন মাস পরও সেই দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।
শুধু বেসরকারি মাধ্যমিক শিক্ষকেরাই নন; পদোন্নতি, নতুন পদ সৃষ্টি, আন্তক্যাডার বৈষম্য নিরসনসহ নানা দাবিতে গত মাস থেকে আন্দোলনে নেমেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। সর্বশেষ ২ অক্টোবর দিনব্যাপী কর্মবিরতি পালন করেন তাঁরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা দশম গ্রেডের দাবিতে আন্দোলনে আছেন দীর্ঘদিন। পাঠদানের পাশাপাশি নিজেদের দাবি আদায়ে আন্দোলনও করতে হচ্ছে শিক্ষকদের।
শিক্ষক নেতাদের অভিযোগ, জাতীয়করণ, পদোন্নতি, পদ সৃষ্টি, স্বতন্ত্র বেতন কাঠামো, গ্রেড বৃদ্ধিসহ নানা বৈষম্য দূর করার আশ্বাস মিললেও বাস্তবায়ন হচ্ছে না। এতে শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে।
এমন বাস্তবতায় আজ ৫ অক্টোবর সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এবারের প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা। দেশে এবারই প্রথম সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জরিপ অনুযায়ী, দেশে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষক আছেন ১৪ লাখের বেশি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনগুলোতে ৭ লাখ ৬২ হাজার ৭০৯ জন এবং মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা স্তরে ৬ লাখ ৫৬ হাজার ৮৫৫ জন।
বাংলাদেশ শিক্ষক সমিতির সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, ‘আমাদের আন্দোলনের পর প্রধানমন্ত্রীর নির্দেশে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে দুটি কমিটি গঠনের কথা জানানো হয়। অথচ তিন মাসেও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। বিষয়টি শিক্ষক সমাজের জন্য হতাশাজনক।’
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনার পরও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন হচ্ছে না। বিষয়টি হতাশার।
শিক্ষাবিদ ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সরকারের উচিত শিক্ষকদের ন্যায়সংগত দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। কারণ, শিক্ষকেরা ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পুরো শিক্ষাব্যবস্থার ওপর পড়ে।

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে গত জুলাইয়ে টানা ২২ দিন অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে ক্লাসে ফেরার তিন মাস পরও সেই দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই।
শুধু বেসরকারি মাধ্যমিক শিক্ষকেরাই নন; পদোন্নতি, নতুন পদ সৃষ্টি, আন্তক্যাডার বৈষম্য নিরসনসহ নানা দাবিতে গত মাস থেকে আন্দোলনে নেমেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। সর্বশেষ ২ অক্টোবর দিনব্যাপী কর্মবিরতি পালন করেন তাঁরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা দশম গ্রেডের দাবিতে আন্দোলনে আছেন দীর্ঘদিন। পাঠদানের পাশাপাশি নিজেদের দাবি আদায়ে আন্দোলনও করতে হচ্ছে শিক্ষকদের।
শিক্ষক নেতাদের অভিযোগ, জাতীয়করণ, পদোন্নতি, পদ সৃষ্টি, স্বতন্ত্র বেতন কাঠামো, গ্রেড বৃদ্ধিসহ নানা বৈষম্য দূর করার আশ্বাস মিললেও বাস্তবায়ন হচ্ছে না। এতে শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে।
এমন বাস্তবতায় আজ ৫ অক্টোবর সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এবারের প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা। দেশে এবারই প্রথম সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জরিপ অনুযায়ী, দেশে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষক আছেন ১৪ লাখের বেশি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনগুলোতে ৭ লাখ ৬২ হাজার ৭০৯ জন এবং মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা স্তরে ৬ লাখ ৫৬ হাজার ৮৫৫ জন।
বাংলাদেশ শিক্ষক সমিতির সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, ‘আমাদের আন্দোলনের পর প্রধানমন্ত্রীর নির্দেশে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে দুটি কমিটি গঠনের কথা জানানো হয়। অথচ তিন মাসেও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। বিষয়টি শিক্ষক সমাজের জন্য হতাশাজনক।’
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনার পরও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন হচ্ছে না। বিষয়টি হতাশার।
শিক্ষাবিদ ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সরকারের উচিত শিক্ষকদের ন্যায়সংগত দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। কারণ, শিক্ষকেরা ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পুরো শিক্ষাব্যবস্থার ওপর পড়ে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫