কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)

টানা ৪৫ বছরেও যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের দেখা পায়নি আওয়ামী লীগ বা দলের কোনো নেতা। ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত সদর ইউপি নির্বাচনে কোনো আওয়ামী লীগ নেতা বিজয়ী হতে পারেননি। আর ১৯৮৮ সাল থেকে একটানা বিএনপির দখলে রয়েছে ইউপি চেয়ারম্যানের পদটি।
সর্বশেষ গত সোমবার টানা চতুর্থবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায় অধ্যাপক আলাউদ্দীন আলা।
ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের নামের তালিকা বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১৯৭৩ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সুবোধ কুমার মিত্র। ১৯৭৭ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান ছিলেন এস এম ইসহাক। এর পর থেকে ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা তিনবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস। পরে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলাউদ্দীন আলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও তিনি এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।
সর্বশেষ গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের কেশবপুরের ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কারচুপির অভিযোগে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। অন্য আটটি ওয়ার্ডের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দীন আলার থেকে ৪৫৮ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু ৭ ফেব্রুয়ারি স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট হলে আলাউদ্দীন আলা ১ হাজার ১৭৩ ভোট এবং গৌতম রায় ৫১৪ ভোট পান। মোট ভোটের ফলাফলে আলাউদ্দীন আলা ২০১ ভোট বেশি পেয়ে টানা ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।
১৯৬৪ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কফিল উদ্দিন আহমেদ এবং ১৯৬০ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত গাজী এরশাদ আলী কেশবপুর সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁদের দুজনের কেউই আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না।

টানা ৪৫ বছরেও যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের দেখা পায়নি আওয়ামী লীগ বা দলের কোনো নেতা। ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত সদর ইউপি নির্বাচনে কোনো আওয়ামী লীগ নেতা বিজয়ী হতে পারেননি। আর ১৯৮৮ সাল থেকে একটানা বিএনপির দখলে রয়েছে ইউপি চেয়ারম্যানের পদটি।
সর্বশেষ গত সোমবার টানা চতুর্থবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায় অধ্যাপক আলাউদ্দীন আলা।
ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের নামের তালিকা বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১৯৭৩ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সুবোধ কুমার মিত্র। ১৯৭৭ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান ছিলেন এস এম ইসহাক। এর পর থেকে ১৯৮৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা তিনবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ বিশ্বাস। পরে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলাউদ্দীন আলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও তিনি এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।
সর্বশেষ গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের কেশবপুরের ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কারচুপির অভিযোগে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। অন্য আটটি ওয়ার্ডের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দীন আলার থেকে ৪৫৮ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু ৭ ফেব্রুয়ারি স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট হলে আলাউদ্দীন আলা ১ হাজার ১৭৩ ভোট এবং গৌতম রায় ৫১৪ ভোট পান। মোট ভোটের ফলাফলে আলাউদ্দীন আলা ২০১ ভোট বেশি পেয়ে টানা ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।
১৯৬৪ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কফিল উদ্দিন আহমেদ এবং ১৯৬০ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত গাজী এরশাদ আলী কেশবপুর সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁদের দুজনের কেউই আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫