নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পোশাককর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ব্যবহৃত বাস ব্যবহার করে নানা ধরনের অপরাধ করা হয়েছে। পুলিশ ওই গাড়িচালক ও তাঁর সহকারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণচেষ্টার ঘটনার তিন দিন পর গত ২২ মে রাত সোয়া ১টার দিকে এক ব্যক্তির কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে তাঁরা খুলশী এলাকায় ফেলে দেন। বৈদ্যুতিক দোকানের ওই কর্মচারী কাজ শেষে অলংকার মোড়ে ওই বাসে ওঠেন ভাটিয়ারি যাওয়ার জন্য। বাসে কোনো সাধারণ যাত্রী ছিল না। চালকসহ যে চারজন ছিলেন সবাই ছিলেন ছিনতাইকারী। বাসটি এ কে খানের দিকে যেতেই ছিনতাইকারীরা ওই যাত্রীকে বেদম মারধর করে তাঁর কাছে থাকা ১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন।
পরে খুলশী থানার সেগুনবাগান এলাকায় অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে নামিয়ে দেন তাঁরা। পরে ওই ব্যক্তি সুস্থ হয়ে পুলিশকে জানালে পাহাড়তলী থানা-পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং ছিনতাই করা মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদৎ হুসেন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুটি ঘটনায় জড়িত ছিল একই বাস। বাসটির সামনের নম্বর প্লেট এমনভাবে বাম্পারের আড়ালে লুকানো ছিল যাতে সিসিটিভি ফুটেজে দেখা না যায়। বাসটি একাধিক অপরাধে জড়িত।’
পুলিশের এ কর্মকর্তা রাতে গণপরিবহনে ভ্রমণ করার সময় বাস, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোর সামনে-পেছনে পরিষ্কারভাবে নিবন্ধন নম্বর লেখা আছে কিনা দেখে নিতে যাত্রীদের পরামর্শ দেন। পাশাপাশি অটোরিকশার ক্ষেত্রে ‘আমার গাড়ি নিরাপদ’ স্টিকার আছে কিনা তা দেখে নিতে বলেন। নিরাপত্তার অংশ হিসেবে গাড়ির নিবন্ধন নম্বরটির ছবি তুলে বা এসএমএস করে কাউকে পাঠিয়ে রাখার পরামর্শও দেন এ পুলিশ কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে গণপরিবহনের মালিক ও চালকদের যানবাহনের সামনে-পেছনের নম্বর প্লেট সুস্পষ্টভাবে প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। না হলে অস্পষ্ট নম্বর প্লেটযুক্ত যানবাহনের মালিকেরা সংঘটিত অপরাধের প্রশ্রয়দাতা হিসেবে বিবেচিত হবেন বলেও হুঁশিয়ার করা হয়। পাশাপাশি নম্বর প্লেট সুস্পষ্টভাবে প্রদর্শিত না হলে মালিক-চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
গত ১৯ মে রাতে এক পোশাককর্মী তরুণী কাজ শেষে বাসে করে বাসায় ফিরছিলেন। সব যাত্রী গন্তব্যে নেমে গেলে বাসচালক আনোয়ার হোসেন তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে তরুণী তাঁকে ঘুষি মেরে লাফ দিয়ে নেমে যান। এ ঘটনায় মামলা হলে বাসচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়।

পোশাককর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ব্যবহৃত বাস ব্যবহার করে নানা ধরনের অপরাধ করা হয়েছে। পুলিশ ওই গাড়িচালক ও তাঁর সহকারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণচেষ্টার ঘটনার তিন দিন পর গত ২২ মে রাত সোয়া ১টার দিকে এক ব্যক্তির কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে তাঁরা খুলশী এলাকায় ফেলে দেন। বৈদ্যুতিক দোকানের ওই কর্মচারী কাজ শেষে অলংকার মোড়ে ওই বাসে ওঠেন ভাটিয়ারি যাওয়ার জন্য। বাসে কোনো সাধারণ যাত্রী ছিল না। চালকসহ যে চারজন ছিলেন সবাই ছিলেন ছিনতাইকারী। বাসটি এ কে খানের দিকে যেতেই ছিনতাইকারীরা ওই যাত্রীকে বেদম মারধর করে তাঁর কাছে থাকা ১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন।
পরে খুলশী থানার সেগুনবাগান এলাকায় অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে নামিয়ে দেন তাঁরা। পরে ওই ব্যক্তি সুস্থ হয়ে পুলিশকে জানালে পাহাড়তলী থানা-পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং ছিনতাই করা মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদৎ হুসেন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুটি ঘটনায় জড়িত ছিল একই বাস। বাসটির সামনের নম্বর প্লেট এমনভাবে বাম্পারের আড়ালে লুকানো ছিল যাতে সিসিটিভি ফুটেজে দেখা না যায়। বাসটি একাধিক অপরাধে জড়িত।’
পুলিশের এ কর্মকর্তা রাতে গণপরিবহনে ভ্রমণ করার সময় বাস, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোর সামনে-পেছনে পরিষ্কারভাবে নিবন্ধন নম্বর লেখা আছে কিনা দেখে নিতে যাত্রীদের পরামর্শ দেন। পাশাপাশি অটোরিকশার ক্ষেত্রে ‘আমার গাড়ি নিরাপদ’ স্টিকার আছে কিনা তা দেখে নিতে বলেন। নিরাপত্তার অংশ হিসেবে গাড়ির নিবন্ধন নম্বরটির ছবি তুলে বা এসএমএস করে কাউকে পাঠিয়ে রাখার পরামর্শও দেন এ পুলিশ কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে গণপরিবহনের মালিক ও চালকদের যানবাহনের সামনে-পেছনের নম্বর প্লেট সুস্পষ্টভাবে প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। না হলে অস্পষ্ট নম্বর প্লেটযুক্ত যানবাহনের মালিকেরা সংঘটিত অপরাধের প্রশ্রয়দাতা হিসেবে বিবেচিত হবেন বলেও হুঁশিয়ার করা হয়। পাশাপাশি নম্বর প্লেট সুস্পষ্টভাবে প্রদর্শিত না হলে মালিক-চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
গত ১৯ মে রাতে এক পোশাককর্মী তরুণী কাজ শেষে বাসে করে বাসায় ফিরছিলেন। সব যাত্রী গন্তব্যে নেমে গেলে বাসচালক আনোয়ার হোসেন তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে তরুণী তাঁকে ঘুষি মেরে লাফ দিয়ে নেমে যান। এ ঘটনায় মামলা হলে বাসচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫